তিতপুঁটি


আজ আমরা এক ধরনের পুঁটি মাছ সম্পর্কে জানব।

বাংলা নাম তিতপুঁটি। বৈজ্ঞানিক নাম পুন্টিয়াস টিক্টো।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করা তিতপুঁটির বাস স্বাদু পানিতে। সাধারণত পানির তলদেশে থাকতেই ভালবাসে তিতপুুঁটিরা। মানুষের খাদ্য হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তিতপুঁটিদের। মানুষ ছাড়াও হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পুরো তিতপুঁটি বা তিতপুঁটির শরীরের অংশ।

কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের এই মাছটির শেণিবিন্যাস নিম্নরূপ:

পর্ব :  কর্ডাটা

উপপর্ব :  ভার্টিব্রাটা

শ্রেণি : অ্যাকটিনোপটেরিজি

বর্গ :  সাইপ্রিনিফরমিস

পরিবার: সাইপ্রিনিডি

গণ : পুন্টিয়াস

প্রজাতি : পুন্টিয়াস টিক্টো

Classification:

Phylum : Chordata

Sub-phylum  : Vertebrata 

Class : Actinopterygii

Order : Cypriniformes

Family : Cyprinidae

Genus : Puntius

Species : Puntius ticto 

তিতপুঁটির আছে লম্বাটে দেহ।

তিতপুঁটির লম্বাটে দেহটি পার্শ্বদিকে চাপা।

তিতপুঁটির পার্শ্বরেখা অঙ্গে আছে দুইটি কালো দাগ। ছোট দাগটি রয়েছে কানকোর কাছে আর বড় দাগটির অবস্থান হলো পায়ু পাখনার উপরে।

তিতপুঁটির রয়েছে একজোড়া বক্ষপাখনা, একজোড়া শ্রোণি পাখনা, একটি পৃষ্ঠ পাখনা, একটি পায়ু পাখনা এবং একটি পুচ্ছ পাখনা।

তিতপুঁটির মুখে নেই কোন বার্বেল।

তিতপুঁটির পার্শ্বরেখা অঙ্গটি সম্পূর্ণ নয়।

তিতপুঁটির পৃষ্ঠ পাখনার কাঁটাঅস্থিময় আর শক্ততো বটেই।

তিতপুঁটি অতীতে সারা বাংলাদেশের সব জলাশয়ে ছড়িয়ে থাকলেও বর্তমানে হাঁটছে বিলুপ্তির পথে। তবে আশার কথা হচ্ছে, তিতপুঁটির কৃত্রিম প্রজনন ঘটানো সম্ভব হয়েছে এবং সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে তাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে।


Comments