রুই মাছের শ্বসনতন্ত্র |
@@@ রুই মাছে ফুলকার সংখ্যা-
(ক) ২ জোড়া (খ) ৪ জোড়া (গ) ৬ জোড়া (ঘ) ৮ জোড়া উত্তর: (খ)
ব্যাখ্যা: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিরূপে মুক্ত করে, সে প্রক্রিয়া শ্বসন নামে পরিচিত। খধনবড় একটি অস্থিময় মাছ। চারজোড়া ফুলকা এ মাছের শ্বসন অঙ্গ।
@@@ রুই মাছের কানকোর পশ্চাৎ কিনারায় যে একটি পাতলা ঝিল্লি থাকে তার নাম কি?
(ক) সূচার (খ) টিমপেনাম (গ) ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: রুই মাছের ফুলকাগুলো মাথার দুপাশে দুটি কানকো -তে আবদ্ধ ফুলকা-প্রকোষ্ঠ -এর ভেতর রক্ষিত এবং গলবিলের পার্শ্বপ্রাচীরে ও মেঝে অবস্থিত। কানকোর পশ্চাৎ কিনারা একটি পাতলা ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি যুক্ত যা মাথার অঙ্কীয়দেশে সেঁটে থাকে। ঝিল্লিটি কতকগুলো অস্থিনির্মিত দন্ড বহন করে। এটি কানকোকে দেহপৃষ্ঠে আটকে রেখে ফুলকা প্রকোষ্ঠ বাইরে থেকে বন্ধ রাখে, এভাবে “শ্বাস পানি” আবদ্ধ রেখে মাছকে শ্বসনে সাহায্য করে।
@@@ রুই মাছের শ্বসনে চোষণ পাম্প হিসেবে কাজ করে-
(ক) ফুলকা (খ) ফুলকা প্রকোষ্ঠ (গ) মুখ (ঘ) হৃৎপিন্ড উত্তর: (খ)
ব্যাখ্যা: রুই মাছে দুই ধাপে শ্বাসক্রিয়া ঘটে-শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসেবে কাজ করে।
@@@ রুই মাছের বায়ুথলির সম্মুখস্থ ছোট প্রকোষ্ঠটি যে সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে তার নাম কি?
(ক) নিউম্যাটিক নালি (খ) বায়ুনালি (গ) সাইনাস (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
@@@ রুই মাছের বায়ুথলি কোন গ্যাসে পূর্ণ থাকে?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) কার্বন ডাইঅক্সাইড (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: বায়ুথলি দেখতে চকচকে সাদা থলির মতো এবং বিভিন্ন রকম গ্যাসে (অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড) পূর্ণ থাকে।
@@@ রুই মাছের বায়ুথলি অন্তঃকর্ণের যে অস্থির সাথে যুক্ত থাকে তার নাম-
(ক) স্টার্ণাম (খ) ল্যাক্রিমাল (গ) ওয়েবেরিয়ান অসিকল (ঘ) ম্যালিয়াস উত্তর: (গ)
@@@ রুই মাছের বায়ুথলির গ্যাসগ্রন্থিতে যে অসংখ্য কৈশিকনালি থাকে তাদের বলে-
(ক) কৈশিক জালিকা (খ) মাইসেলিয়াম (গ) নিউম্যাটিক নালি (ঘ) রেটিয়া মিরাবিলিয়া উত্তর: (ঘ)
@@@ বায়ুথলির কাজ কোনটি?
(ক) বায়ুথলি প্লবতারক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। (খ) বায়ুথলি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে।
(গ) মাছ বায়ুথলি দ্বারা শব্দ গ্রহণ করতে পারে। (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
ব্যাখ্যা: বায়ুথলির প্রাচীরে অবস্থিত কৈশিকনালি থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে অথবা বায়ুথলি থেকে রক্তে গ্যাস শোষণ করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করতে পারে। বায়ুথলি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে।মাছ বায়ুথলি দ্বারা শব্দ গ্রহণ করতে পারে। বায়ুথলির সাথে ওয়েবেরিয়ান অসিকল এর মাধ্যমে অন্তঃকর্ণের সংযোগ থাকে। শব্দ তরঙ্গ বায়ুথলি থেকে ওয়েবেরিয়ান অসিকলের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে।
৫২। নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনেও সক্ষম। (খ) অক্সিজেনের আধার হিসেবেও বায়ুথলি ব্যবহৃত হয়।
(গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
Comments
Post a Comment