ঘাসফড়িং-এর রক্ত সংবহনতন্ত্র |
@@@ রক্তের পথ অনুসারে প্রাণিদেহে কত ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (ক)
@@@ মুক্ত সংবহন দেখা যায় না-
(ক) চিংড়েতে (খ) পতঙ্গে (গ) মলাস্কাতে (ঘ) অ্যানিলিডাতে উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের তিনটি প্রধান অংশের অন্তর্ভূক্ত নয়-
(ক) হিমোসিল (খ) হিমোলিম্ফ (গ) রেনাল পোর্টাল তন্ত্র (ঘ) পৃষ্ঠীয় বাহিকা উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর হিমোসিলের ৩টি প্রকোষ্ঠের অন্তর্ভূক্ত কোনটি?
(ক) পেরিকার্ডিয়াল সাইনাস (খ) পেরিভিসেরাল সাইনাস (গ) পেরিনিউরাল সাইনাস (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর হিমোসিল ধারণ করে-
(ক) রক্ত (খ) লসিকা (গ) বিভিন্ন অঙ্গ (ঘ) ক, খ, গ উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর রক্তে থাকে-
(ক) বর্ণহীন প্লাজমা (খ) বর্ণহীন রক্তকণিকা (গ) ক ও খ (ঘ) লোহিত রক্তকণিকা উত্তর: (গ)
@@@ ঘাসফড়িংসহ বিভিন্ন পতঙ্গের রক্তকে বলে-
(ক) হিমোলিম্ফ (খ) হিমোগ্লোবিন (গ) হিমোসায়ানিন (ঘ) পেরিলিম্ফ উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এর হিমোলিম্ফের কাজ নয় কোনটি?
(ক) খাদ্যসার, রেচনদ্রব্য, হরমোন ইত্যাদি পরিবহন।
(খ) শ্বসনে ভূমিকা পালন করা।
(গ) ডানার সঞ্চালন ও খোলস মোচনে সহায়তা করা।
(ঘ) অ্যামিনো এসিড, কার্বোহাইড্রেট প্রভৃতি জমা রাখা। উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি?
(ক) হিমোসিল (খ) গিজার্ড (গ) পৃষ্ঠীয় বাহিকা (ঘ) উপরের কোনটিই নয়। উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এ কতটি হৃৎযন্ত্র থাকে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৭টি উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এর হৃৎযন্ত্রটি কতটি প্রকোষ্ঠে বিভক্ত?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৭টি উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর হৃৎযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠে অস্টিয়ার সংখ্যা কত?
(ক) ১টি (খ) ২টি (গ) ৪টি (ঘ) ৮টি উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এ অ্যালারি পেশির সংখ্যা-
(ক) ৪ জোড়া (খ) পাঁচ জোড়া (গ) ছয় জোড়া (ঘ) সাত জোড়া উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং-এর হৃৎযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে-
(ক) ৭০ - ৮০ বার (খ) ৮০ - ৯০ বার (গ) ১০০ - ১১০ বার (ঘ) ১২০ - ১৮০ বার উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং-এর সমগ্রদেহে একবার রক্তপ্রবাহ সম্পন্ন হতে সময় লাগে-
(ক) ১০-২০ মিনিট। (খ) ২০-৩০ মিনিট। (গ) ৩০-৬০ মিনিট। (ঘ) ২-৩ ঘন্টা। উত্তর: (গ)
Comments
Post a Comment