১। হালদা নদীর রুইয়ের পোনার বৃদ্ধি বছরে-
(ক) ২-২.৫ কেজি (খ) ৭০০-৮০০ গ্রাম পর্যন্ত (গ) ১-১.৫ কেজি (ঘ) ৩০০-৪০০ গ্রাম উত্তর: (ক)
২। রুই মাছ কোন দেশের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি?
(ক) বাংলাদেশ (খ) পাকিস্তান (গ) মায়ানমার (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: রুই মাছ ইন্ডিয়া (মূল ভূখন্ড), পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। স্বাদুপানির পুকুর, নদী, হ্রদ ও মোহনায় পাওয়া যায়।
৩। জীবনের প্রাথমিক পর্যায়ে রুই মাছের পছন্দের আহার হচ্ছে-
(ক) ছোট মাছ (খ) প্ল্যাংকটনজাতীয় জীব (গ) জলজ উদ্ভিদ (ঘ) ক,খ ও গ উত্তর: (খ)
৪। রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় বাঁচতে পারে না?
(ক) ৩৫ডিগ্রি (খ) ২৫ডিগ্রি (গ) ২০ডিগ্রি (ঘ) ১৪ডিগ্রি উত্তর: (ঘ)
৫। রুই মাছের দেহাকৃতিকে কি বলে?
(ক) স্টীমার (খ) স্ট্রীমলাইনার (গ) স্ট্রীমলাইন্ড (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: রুই একটি অস্থিময় মাছ। এর দেহ অনেকটা মাকু আকৃতির অর্থাৎ মধ্যভাগ চওড়া ও দুই প্রান্ত ক্রমশ সরু। প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি, প্রস্থচ্ছেদ ডিম্বাকার। চলনের সময় পানির গতি বাঁধাপ্রাপ্ত হয় না বলে এ ধরনের আকৃতিকে স্ট্রীমলাইন্ড বলে।
৬। রুই মাছের দেহ কতটি অংশে বিভক্ত?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (খ)
ব্যাখ্যা: যথা- মাথা, দেহকান্ড ও লেজ।
৭। কোন তথ্যটি সঠিক নয়?
(ক) রুই মাছের একটি নাসাছিদ্র আছে। (খ) রুই মাছের চোখে পাতা থাকে।
(গ) রুই মাছের মাথা সাইক্লয়েড আঁইশে আবৃত। (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
৮। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা যুক্ত থাকে-
(ক) পৃষ্ঠ পাখনায় (খ) পুচ্ছ পাখনায় (গ) কানকোতে (ঘ) ফুলকায় উত্তর: (গ)
৯। রুই মাছের দেহকান্ডের পশ্চাৎপ্রান্তের অঙ্কীয়দিকে ঠিক মাঝ বরাবর কতটি ছোট ছিদ্র থাকে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (খ)
১০। রুইমাছে কত ধরনের পাখনা দেখা যায়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: মাছের চলনাঙ্গকে পাখনা বলে। পাখনা সাধারণত চাপা ও পাখনা-রশ্মিযুক্ত। পাখনার ভেতরে অবস্থিত সমান্তরালভাবে সজ্জিত সূক্ষ্ম শলাকরা অন্তঃকঙ্কালকে পাখনা-রশ্মি বলে। রুইমাছে মোট পাঁচ ধরনের পাখনা দেখা যায়।
১১। পৃষ্ঠ পাখনায় কতটি পাখনা রশ্মি থাকে?
(ক) ১০-১২টি (খ) ১৪-১৬টি (গ) ২০-২২টি (ঘ) অসংখ্য উত্তর: (খ)
ব্যাখ্যা: দেহকান্ডের মাঝ বরাবরের পেছনে বড়, কিছুটা রম্বস আকারের একটি মাত্র পৃষ্ঠ-পাখনা অবস্থিত। এর উপরের দিকের মধ্যভাগ অবতল। এতে ১৪-১৬ টি পাখনা-রশ্মি থাকে।
১২। প্রতিটি বক্ষ পাখনায় পাখনা-রশ্মির সংখ্যা কত?
(ক) ১০-১২টি (খ) ১৪-১৬টি (গ) ১৭-১৮টি (ঘ) অসংখ্য উত্তর: (গ)
ব্যাখ্যা: কানকোর ঠিক পেছনে দেহকান্ডের সম্মুখ পার্শ্বদিকে একজোড়া বক্ষ-পাখনা রয়েছে। প্রতিটি পাখনা ১৭-১৮ টি পাখনা-রশ্মিযুক্ত।
১৩। ৯টি করে পাখনা-রশ্মি যুক্ত থাকে যে পাখনায়-
(ক) শ্রোণী-পাখনা (খ) পায়ু পাখনা (গ) পুচ্ছ পাখনা (ঘ) পৃষ্ঠ পাখনা উত্তর: (ক)
ব্যাখ্যা: একজোড়া শ্রোণী-পাখনা বক্ষ-পাখনার সামান্য পেছনে অবস্থিত এবং ৯টি করে পাখনা-রশ্মি যুক্ত।
পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কদেশের মধ্যরেখা বরাবর একটি পায়ু-পাখনা থাকে। এটি ৬-৭টি পাখনা-রশ্মি যুক্ত।
১৪। ১৯টি পাখনা রশ্মি সম্বলিত এই পাখনার সাহায্যে রুই মাছ চলাচল ভূমিকা করে-
(ক) শ্রোণী-পাখনা (খ) পায়ু পাখনা (গ) পুচ্ছ পাখনা (ঘ) পৃষ্ঠ পাখনা উত্তর: (গ)
১৫। রুই মাছের পায়ু পরবর্তী অংশটি লেজ। এর শীর্ষে রয়েছে হোমোসার্কাল ধরনের পুচ্ছ-পাখনা।
(ক) হোমোসার্কাল (খ) হেটেরোসার্কাল (গ) ডাইফিসার্কাল (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
১৬। রুই মাছের আঁইশের কেন্দ্রটি কি নামে পরিচিত?
(ক) সার্কুলাস (খ) ফোকাস (গ) নিউক্লিয়াস (ঘ) মিউকাস উত্তর (খ)
১৭। রুই মাছের বাৎসরিক বৃদ্ধির ও বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায় কিসের মাধ্যমে?
(ক) সার্কুলাস (খ) ফোকাস (গ) নিউক্লিয়াস (ঘ) মিউকাস উত্তর (ক)
ব্যাখ্যা: উঁচু আলগুলোকে বলে সার্কুলাস (বহুবচনে- সার্কুলি) বা বৃদ্ধিরেখা। এগুলোর সাহায্যে বাৎসরিক বৃদ্ধির ও বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায়।
১৮। কোন ঋতুতে আঁইশের বৃদ্ধি বেশি হয়?
(ক) বসন্ত (খ) শীত (গ) গ্রীষ্ম (ঘ) ক ও গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আঁইশের বৃদ্ধি বেশি হয়। আঁইশের সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু-নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। পশ্চাৎভাগ ডেন্টিন-নির্মিত ও উন্মুক্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন