ঘাসফড়িং | বাহ্যিক অঙ্গসংস্থান





১। ঘাসফড়িং ইনসেক্টা শ্রেণিভূক্ত হওয়ার কারণ-
(ক) কাইটিনময় বহিঃকঙ্কাল (খ) তিনখন্ডবিশিষ্ট দেহ ও জটিল পুঞ্জাক্ষি
(গ) তিনজোড়া সন্ধিযুক্ত পা ও একজোড়া অ্যান্টেনা (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
২। বাংলাদেশে এ পর্যন্ত কত প্রজাতির ঘাসফড়িংয়ের সন্ধান পাওয়া গেছে?
(ক) ২০০০ (খ) ২০০ (গ) ১০০ (ঘ) ২০ উত্তর: (ঘ)
৩। ঘাসফড়িং কোথায় কম বাস করে?
(ক) তৃণভূমি ও বারিবনে। (খ) স্বাদুপানির ও ম্যানগ্রোভ জলাশয়ে।
(গ) মরুভূমি ও জলাভুমিতে। (ঘ) মাঠ ও চারণভূমিতে। উত্তর: (খ)
৪। ঘাসফড়িং কেমন ধরনের প্রাণী?
(ক) শাকাশী (খ) মাংসাশী (গ) পরজীবী (ঘ) মৃতজীবী উত্তর: (ক)
৫। ঘাসফড়িং কোন ধরণের প্রতিসম প্রাণী?
(ক) অরীয় (খ) দ্বিঅরীয় (গ) দ্বিপার্শ্বীয় (ঘ) অপ্রতিসম উত্তর: (গ)
৬। পূর্ণাঙ্গ ঘাসফড়িং লম্বায় কত সেমি পর্যন্ত হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৮ উত্তর: (ঘ)
৭। ঘাসফড়িং-এর সারাদেহ কি ধরণের কিউটিকলে আবৃত?
(ক) কিউটিনযুক্ত (খ) কেরাটিনযুক্ত (গ) কাইটিনযুক্ত (ঘ) মিউসিনযুক্ত উত্তর: (গ)
৮। ঘাসফড়িং এর দেহের কোথায় স্কে¬রাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি হয়?
(ক) প্রথম ও দ্বিতীয় দেহ  খন্ডকে (খ) শেষ দেহখন্ডকে (গ) প্রত্যেক দেহখন্ডকে (ঘ) মস্তকে উত্তর: (গ)
৯। ঘাসফড়িং-এর স্কে¬রাইটগুলোর সংযোগস্থল কি নামক পাতলা নরম ঝিল্লিতে আবৃত?
(ক) সূচার (খ) ট্রাকিয়া (গ) ওসেলি (ঘ) ফ্রন্স উত্তর: (ক)
১০। ঘাসফড়িং এর বর্ণময়তার কারণ যে রঞ্জক পদার্থ তা কোথায় থাকে?
(ক) কিউটিকলের ভিতরে (খ) কিউটিকলের নিচে (গ) কিউটিকলের উপরে (ঘ) ক ও খ উত্তর: (ঘ)
১১। ঘাসফড়িং সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) ঘাসফড়িং এর মস্তক চক্ষু, অ্যান্টেনা ও মুখোপাঙ্গ বহন করে।
(খ) বক্ষ শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল ধারণ করে না।
(গ) বক্ষ তিনজোড়া পা ও দুজোড়া ডানা বহন করে।
(ঘ) উদর জনন অঙ্গসমূহ ধারণ করে। উত্তর: (খ)
১২। ঘাসফড়িং এর মস্তক কতটি ভ্রূণীয় খন্ডকের সমন্বয়ে গঠিত?
(ক) ২টি (খ) ৪টি (গ) ৬টি (ঘ) ৮ টি উত্তর: (গ)
১৩। ঘাসফড়িং এর মস্তক কোন ধরনের?
(ক) এপিগন্যাথাস (খ) হাইপোগন্যাথাস (গ) পেরিগন্যাথাস (ঘ) অ্যান্যাথাস উত্তর: (খ)
১৪। ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের নাম কি?
(ক) অ্যাক্রেনিয়াম (খ) এপিক্রেনিয়াম (গ) হাইপোক্রেনিয়াম (ঘ) পেরিক্রেনিয়াম উত্তর: (খ)
১৫। ঘাসফড়িং এর মস্তকের অংশ নয়-
(ক) ভার্টেক্স (খ) ফ্রন্স (গ) ক্লাইপিয়াস (ঘ) স্টার্ণাম উত্তর: (ঘ)
১৬। ঘাসফড়িং এ কতটি সরলাক্ষি বা ওসেলি থাকে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি উত্তর: (গ)
১৭। পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক হলো-
(ক) ওসেলি (খ) ওমাটিডিয়া (গ) নেফ্রিডিয়া (ঘ) টিনিডিয়া উত্তর: (খ)
১৮। ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয় কোনটি?
(ক) জেনা (খ) স্কেপ (গ) পেডিসেল (ঘ) ফ্লাজেলাম উত্তর: (ক)
১৯। ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম প্রায় কতটি খন্ডকে বিভক্ত?
(ক) ১০ (খ) ১৫ (গ) ২৫ (ঘ) অসংখ্য উত্তর: (গ)
২০। ঘাসফড়িং এর মুখোপাঙ্গের ধরণ-
(ক) ম্যাক্সিলেট (খ) ম্যান্ডিবুলেট (গ) ফ্যাসিকুলেট (ঘ) কোনটিই নয় উত্তর: (খ)
২১। কতটি অংশের সমন্বয়ে ঘাসফড়িং এর মুখোপাঙ্গ গঠিত?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি  ঘ) ১০টি উত্তর: (গ)
২২। ঘাসফড়িং এর উপরের ওষ্ঠ গঠন করে-
(ক) ল্যাব্রাম (খ) ম্যান্ডিবল (গ) ম্যাক্সিলা (ঘ) হাইপোফ্যারিংক্স উত্তর: (ক)
২৩। ঘাসফড়িং এ খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে-
(ক) ল্যাব্রাম (খ) ম্যান্ডিবল (গ) ল্যাবিয়াম (ঘ) হাইপোফ্যারিংক্স উত্তর: (খ)
২৪। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া প্রভৃতি ঘাসফড়িং এর কোন মুখোপাঙ্গের অংশ?
(ক) ম্যান্ডিবল (খ) ম্যাক্সিলা (গ) ল্যাবিয়াম (ঘ) ল্যাব্রাম উত্তর: (খ)
২৫। ঘাসফড়িং এর ম্যাক্সিলারি পাল্পে কতটি অংশ থাকে?
(ক) ৫টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ২টি উত্তর: (ক)
২৬। ঘাসফড়িং এর ম্যাক্সিলার কাজ কোনটি?
(ক) খাদ্যের স্বাদ গ্রহণ (খ) খাদ্য ধরে রাখা (গ) খাদ্য চূর্ণকরণ (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
২৭। ঘাসফড়িং এর পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ  নেয়-
(ক) স্টাইপস (খ) ল্যাসিনিয়া (গ) ম্যাক্সিলারি পাল্প (ঘ) কার্ডো উত্তর: (গ)
২৮। কোনটি ঘাসফড়িং এর অধঃওষ্ঠ?
(ক) ল্যাব্রাম (খ) ল্যাবিয়াম (গ) ম্যাক্সিলা (ঘ) ম্যান্ডিবল উত্তর: (খ)
২৯। ঘাসফড়িং এর মুখোপাঙ্গের দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি-
(ক) ল্যাব্রাম (খ) ম্যাক্সিলা (গ) ল্যাবিয়াম (ঘ) ম্যান্ডিবল উত্তর: (গ)
৩০। মেন্টাম ও সাবমেন্টাম নামক দুটি খন্ডকে বিভক্ত থাকে-
(ক) ল্যাব্রাাম (খ) ল্যাবিয়াম (গ) ম্যাক্সিলা (ঘ) ম্যান্ডিবল উত্তর: (খ)
৩১। ল্যাবিয়ামের অংশ-
(ক) লিগুলি (খ) ল্যাবিয়াল পাল্প (গ) ম্যাক্সিলারি পাল্প (ঘ) ক ও খ উত্তর: (ঘ)
৩২। ল্যাবিয়ামের কাজ কোনটি?
(ক) চর্বিত খাদ্য মুখে প্রবেশ করানো (খ) খাবার ফসকে যাওয়া রোধ করা
(গ) উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করা (ঘ) উপরের সবগুলো। উত্তর: (ঘ)
৩৩। খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করাই এর কাজ-
(ক) ল্যাব্রাম (খ) ম্যান্ডিবল (গ) ল্যাবিয়াম (ঘ) হাইপোফ্যারিংক্স উত্তর: (ঘ)
৩৪। ঘাসফড়িং এর বক্ষাঞ্চল কতটি অংশে বিভক্ত?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (খ)
৩৫। ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের-
(ক) পৃষ্ঠদেশ টার্গাম (খ) অঙ্কীয়দেশ স্টার্নাম (গ) পার্শ্বদেশ প্লিউরন (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)

৩৬। ঘাসফড়িং এর অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া এবং পেছনে ও পাশে প্রসারিত। এর নাম-
(ক) প্রোনোটাম (খ) প্রোক্টোডিয়াম (গ) প্রোাথ্যালাস (ঘ) প্রোমোটার উত্তর: (ক)
৩৭। ঘাসফড়িং এর বক্ষাঞ্চলে রয়েছে-
(ক) শ্বাসরন্ধ্র, ডানা, পা (খ) ডানা, পা, জননছিদ্র (গ) শ্বাসরন্ধ্র, পা, জননছিদ্র (ঘ) ডানা, পা, অ্যান্টেনা উত্তর: (ক)
৩৮। ঘাসফড়িং এর বক্ষের অঙ্কীয়-পার্শ্বদেশে কত জোড়া স্পাইরাকল অবস্থিত?
(ক) এক জোড়া (খ) দুই জোড়া (গ) তিন জোড়া (ঘ) চার জোড়া উত্তর: (খ)
৩৯। ঘাসফড়িং এর ডানার সংখ্যা-
(ক) এক জোড়া (খ) দুই জোড়া (গ) তিন জোড়া (ঘ) চার জোড়া উত্তর: (খ)
৪০। ঘাসফড়িং এর যে ডানা কখনও উড়তে সাহায্য করে না তা কি নামে পরিচিত?
(ক) এলিট্রা (খ) ডানার আবরণ (গ) টেগমিনা (ঘ) ক,খ অথবা গ উত্তর: (ঘ)
৪১। ঘাসফড়িং এর পায়ের সংখ্যা-
(ক) এক জোড়া (খ) দুই জোড়া (গ) তিন জোড়া (ঘ) চার জোড়া উত্তর: (গ)
৪২। ঘাসফড়িং এর প্রতিটি পা কতটি খন্ডে বিভক্ত?
(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি উত্তর: (খ)
৪৩। নিচের কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ নয়?
(ক) ট্রোক্যান্টর (খ) ফিমার (গ) কক্সা (ঘ) ফ্যালাঞ্জেস উত্তর: (ঘ)
৪৪। পায়ে কোন অংশটি থাকার কারণে ঘাসফড়িং লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে?
(ক) কক্সা (খ) ফিমার (গ) টিবিয়া (ঘ) টার্সাস উত্তর: (খ)
৪৫। ঘাসফড়িং এর উদরের খন্ডকের সংখ্যা কত?
(ক) ১০ (খ) ১১ (গ) ১২ (ঘ) ১৩ উত্তর: (খ)
৪৬। ঘাসফড়িং এর উদরে কোনটি থাকে না?
(ক) টার্গাম (খ) স্টার্নাম (গ) প্লিউরন (ঘ) ক ও খ উত্তর: (গ)
৪৭। ঘাসফড়িং এর উদরাঞ্চলে কোন অঙ্গটি থাকে না?
(ক) টিমপেনাম (খ) শ্বাসরন্ধ্র (গ) বহিঃজনন অঙ্গ (ঘ) ডানা উত্তর: (ঘ)
৪৮। ঘাসফড়িং এর শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলিকে আবৃত রাখে-
(ক) টিমপেনাম (খ) শ্বাসরন্ধ্র (গ) বহিঃজনন অঙ্গ (ঘ) ডানা উত্তর: (ক)
৪৯। ঘাসফড়িং এর উদরে মোট কত জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে?
(ক) ৪ জোড়া (খ) ৫ জোড়া (গ) ৮ জোড়া (ঘ) ১০ জোড়া উত্তর: (গ)
৫০। পুরুষ ঘাসফড়িং এর অ্যানাল সারকাস থাকে উদরীয় কত তম খন্ডের পেছন দিকে?
(ক) ৫ম (খ) ৭ম (গ) ৯ম (ঘ) ১০ম উত্তর: (ঘ)
৫১। স্ত্রী ঘাসফড়িং স্ত্রীজননরন্ধ্র ধারণ করে উদরীয় কত তম খন্ডকে?
(ক) ৫ম (খ) ৭ম (গ) ৯ম (ঘ) ১০ম উত্তর: (গ)
৫২। স্ত্রী ঘাসফড়িং এ ওভিপজিটর তৈরি করে উদরীয়-
(ক) ১ম ও ২য় খন্ড (খ) ৩য় ও ৫ম খন্ড (গ) ৭ম ও ৮ম খন্ড (ঘ) ৮ম ও ৯ম খন্ড উত্তর: (ঘ)

Comments