Cycas উদ্ভিদের মূল যে কারণে কোরালয়েড

Cycas হলো একটি উন্নত নগ্নবীজী উদ্ভিদ। উন্নত হলেও এদের প্রধান মূল থাকে না। প্রধান মূল নষ্ট হয়ে যায় এবং সেখানে তৈরি হয় অস্থানিক মূল। দ্যাগ্র শাখান্বিত হয়ে এই অস্থানিক মূলগুলো ঘনভাবে বিন্যস্ত থাকে। এক ধরনের ব্যাকটেরিয়া এই মূলে আক্রমণ করে। এর ফলে সেখানে বসবাসের স্থান করে নেয় Nostoc ও Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল। এসব নীলাভ সবুজ শৈবালের আক্রমণে সাইকাস উদ্ভিদের মূলগুলোকে সামুদ্রিক কোরালের মত দেখায়। এ কারণে Cycas উদ্ভিদের মূলকে কোরালয়েড মূল বলা হয়।

Comments