হাইড্রা | হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য




@@@ হাইড্রা কোন পর্বভুক্ত জলজ প্রাণী?
(ক) পরিফেরা (খ) নিডারিয়া (গ) অ্যানেলিডা (ঘ) নেমাটোডা উত্তর: (খ)
@@@ প্রাণিজগতের দুটি পর্ব দ্বিভ্রুণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী নামে পরিচিত। এদের একটি হচ্ছে নিডারিয়া, অন্যটি-
(ক) টিনোফোরা (খ) পরিফেরা (গ) আর্থ্রোপোডা (ঘ) একাইনোডার্মাটা উত্তর: (ক)
@@@ কে হাইড্রা আবিষ্কার করেন?
(ক) লিউয়েনহুক (খ) লিনিয়াস (গ) ট্রেম্বলে (ঘ) অ্যারিস্টটল উত্তর: (ক)
@@@ হাইড্রা নামকরণ করেন কে?
(ক) লিউয়েনহুক (খ) লিনিয়াস (গ) ট্রেম্বলে (ঘ) অ্যারিস্টটল উত্তর: (খ)
@@@ বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতি সংখ্যা প্রায়-
(ক) ৩০টি (খ) ৪০টি (গ) ৫০টি (ঘ) ৬০টি উত্তর: (খ)
@@@ কিসের ভিত্তিতে হাইড্রার শ্রেণিবিন্যাস করা হয়?
(ক) গায়ের রং (খ) কর্ষিকার সংখ্যা ও দৈর্ঘ্য (গ) জননাঙ্গের অবস্থান ও আকৃতি (ঘ) ক, খ, গ উত্তর: (ঘ)
@@@বাংলাদেশে কত প্রজাতির হাইড্রা পাওয়া যায়?
(ক) ৩ (খ) ২৩ (গ) ৩০ (ঘ) ৪০ উত্তর: (ক)
@@@ হাইড্রা-
(ক) পরজীবী (খ) কলোনীবাসী (গ) একক মুক্তজীবী (ঘ) ক, খ অথবা গ উত্তর: (গ)
@@@ হাইড্রার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) এরা মাংসাশী (খ) কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে
(গ) চলাফেরা করে দেহের সংকোচন-প্রসারণ ও কর্ষিকার সাহায্যে। (ঘ) ফুলকার সাহায্যে শ্বসন ও রেচন সম্পন্ন করে। উত্তর: (ঘ)
ব্যাখ্যা: দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে।
@@@ হাইড্রার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?
(ক) যৌন ও অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে (খ) পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড
(গ) দ্বিবিভাজনের সাহায্যে যৌন জনন সম্পন্ন করে (ঘ) ক ও খ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: মুকুলোদগম ও দ্বিবিভাজনের সাহায্যে অযৌন জনন এবং জননকোষ সৃষ্টি করে যৌন জনন সম্পন্ন করে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড।
@@@ হাইড্রার দেহ কোন ধরনের প্রতিসম?
(ক) দ্বি-পার্শ্বীয় (খ) দ্বি-অরীয় (গ) অরীয় (ঘ) অপ্রতিসম উত্তর: (গ)
ব্যাখ্যা: হাইড্রার দেহ নরম ও অনেকটা নলাকার। দেহের একপ্রান্ত খোলা এবং অপর প্রান্ত বন্ধ (অ্যাবওরাল বা বিমৌখিক প্রান্ত)। খোলা প্রান্তে মুখছিদ্র অবস্থিত, আর বন্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত থাকে। দেহ অরীয় প্রতিসম এবং ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত লম্বা ও প্রায় ১ মিলিমিটার চওড়া।
@@@ হাইড্রার বর্ণ কিরূপ?
(ক) সাদা (খ) সবুজ (গ) বাদামী (ঘ) প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন উত্তর: (ঘ)
@@@ এটি হাইড্রার দেহের মুক্ত প্রান্তে অবস্থিত, মোচাকৃতি, ছোট ও সংকোচন-প্রসারণশীল অংশ। এর চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত-
(ক) দেহকান্ড (খ) পাদ-চাকতি (গ) হাইপোস্টোম (ঘ) কোনটিই নয়। উত্তর: (গ)
@@@ হাইড্রার দেহে কর্ষিকার সংখ্যা-
(ক) ২-৩টি (খ) ৫-৭টি (গ) ৬-১০টি (ঘ) ১২-১৫টি উত্তর: (গ)
@@@ হাইড্রার মুকুল সৃষ্টির অনুকূল সময়-
(ক) গ্রীষ্মকাল (খ) শীতকাল (গ) হেমন্তকাল (গ) বর্ষাকাল উত্তর: (ক)
ব্যাখ্যা: গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাদ্য পাওয়া যায় তখন মুকুল সৃষ্টিরও অনুকূল সময়। এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। প্রত্যেক মুকুল একেকটি নতুন সদস্যের জন্ম দেয়। মুকুলোদগম হাইড্রার অন্যতম অযৌন জনন প্রক্রিয়া।
@@@ হাইড্রায় শুক্রাশয় ও ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ কখন দেখা যায়?
(ক) গ্রীষ্মকালে (খ) শীতকালে (গ) হেমন্তকালে (ঘ) হেমন্ত ও শীতকালে উত্তর: (ঘ)
ব্যাখ্যা: হেমন্ত ও শীতকালে দেহকান্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয়  এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। জননাঙ্গ যৌন জননে অংশ গ্রহণ করে।
@@@ হাইড্রার পাদ-চাকতি হাইড্রার জন্য গুরুত্বপূর্ণ কেন?
(ক) পাদ-চাকতি থেকে ক্ষরিত আঠাল রসের সাহায্যে প্রাণী কোনো তলের সাথে লেগে থাকে।
(খ) এ চাকতি বুদবুদ (নঁননষব) সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে।
(গ) চাকতির ক্ষণপদ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন হয়।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)


Comments