ঘাসফড়িং এর রেচনতন্ত্র


ঘাসফড়িং এর রেচনতন্ত্র


@@@ ............ খাদ্য বিপাকে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাষণের প্রক্রিয়াকে রেচন বলে।
(ক) শর্করাজাতীয় (খ) আমিষজাতীয় (গ) চর্বিজাতীয় (ঘ) ভিটামিনজাতীয় উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে-
(ক) ইউরেট কোষ (খ) ইউরিকোজ গ্রন্থি (গ) নেফ্রোসাইট (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
@@@ ম্যালপিজিয়ান নালিকার আবিষ্কারক মার্সেলো ম্যালপিজি কোন দেশের চিকিৎসক ও জীববিজ্ঞানী ছিলেন?
(ক) ফ্রান্স (খ) জার্মানি (গ) ইতালি (ঘ) অস্ট্রিয়া উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর ম্যালপিজিয়ান নালিকা সম্পর্কে সঠিক তথ্য কোনটি?
(ক) এগুলো মধ্য ও পশ্চাৎ পৌষ্টিকনালির সংযোগস্থলে অবস্থিত (খ) এগুলোর মুক্ত প্রান্ত বন্ধ
(গ) এগুলোর মুক্ত প্রান্ত হিমোসিল গহ্বরে হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ লুমেন, বেসমেন্ট পর্দা, মাইক্রোভিলাই, ব্রাশ বর্ডার প্রভৃতি নামগুলো ঘাসফড়িং এর যে অঙ্গটির সাথে জড়িত-
(ক) ম্যালপিজিয়ান নালিকা (খ) ট্রাকিয়া (গ) হৃৎপিন্ড (ঘ) পা উত্তর: (ক)
@@@ রেচন প্রক্রিয়ায় সৃষ্ট যে পদার্থটি ঘাসফড়িং এর মলের সাথে দেহের বাইরে বের হয়ে যায়-
(ক) পানি (খ) ইউরিক এসিড (গ) পটাসিয়াম বাই-কার্বনেট (ঘ) ক,খ,গ উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর ফ্যাট বডি বা চর্বিকোষ যে নামে পরিচিত-
(ক) ইউরেট কোষ (খ) ইউরিকোজ গ্রন্থি (গ) নেফ্রোসাইট (ঘ) কিউটিকল উত্তর: (ক)
@@@ নিচের কোন অতিরিক্ত রেচন অঙ্গটি পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে অবস্থান করে?
(ক) ইউরেট কোষ (খ) ইউরিকোজ গ্রন্থি (গ) নেফ্রোসাইট (ঘ) কিউটিকল উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর অতিরিক্ত রেচন অঙ্গ নেফ্রোসাইট কোথায় অবস্থান করে?
(ক) পেরিনিউরাল সাইনাসে (খ) পেরিভিসেরাল সাইনাসে (গ) পেরিকার্ডিয়াল সাইনাসে (ঘ) ক,খ,গ উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর খোলস মোচনের সময় রেচন দ্রব্য যে আনুষঙ্গিক রেচন অঙ্গের মাধ্যমে পরিত্যক্ত হয়-
(ক) ইউরেট কোষ (খ) ইউরিকোজ গ্রন্থি (গ) নেফ্রোসাইট (ঘ) কিউটিকল উত্তর: (ঘ)

Comments