প্রশ্ন : নিউক্লিয়াস কী?
উত্তর : প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে।
প্রশ্ন: প্রতিটি নিউক্লিয়াসে কতটি অংশ থাকে?
উত্তর: প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সবন্বয়ে গঠিত হয়। যথা- ১. নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, ২. নিউক্লিওলাস, ৩. নিউক্লিও জালিকা, ৪. নিউক্লিওপ্লাজম।
প্রশ্ন: নিউক্লিয়াস- এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোনটি?
উত্তর: কোষ বিভাজন এর পূর্ব মুহূর্তে ইন্টারফেজ দশায়।
প্রশ্ন: নিউক্লিয়ার পর্দা কী?
উত্তর: সজীব ও দ্বিস্তরবিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, এই পর্দাকে নিউক্লিয়ার পর্দা বলে।
প্রশ্ন: নিউক্লিয়ার রন্ধ্র কী?
উত্তর: নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র।
প্রশ্ন: নিউক্লিয়ার পর্দা কী কাজ করে?
উত্তর: নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম এর সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে।
প্রশ্ন: নিউক্লিওপ্লাজম কী?
উত্তর: নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটিকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলা হয়।
প্রশ্ন: নিউক্লিওপ্লাজমের কাজ কী?
উত্তর: নিউক্লিওপ্লাজমের প্রধান কাজ হলো-
(ক) নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করা।
(খ) নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলি নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন: নিউক্লিওলাস কী?
উত্তর: নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটিকে নিউক্লিওলাস বলা হয়।
প্রশ্ন: একটি নিউক্লিয়াসে কতটি নিউক্লিওলাস থাকে?
উত্তর: সাধারণত একটি।
প্রশ্ন: নিউক্লিওলাস কী কাজ করে?
উত্তর: নিউক্লিওলাসের কাজ হলো-
(ক) বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা।
(খ) প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা।
(গ) নিউক্লিওটাইডের ভাণ্ডার হিসেবে কাজ করা।
প্রশ্ন: নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন তন্তু কী?
উত্তর: নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সূতার মতো গঠনটিকে নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন জালিকা বলা হয়।
প্রশ্ন: কোষ বিভাজনের সময় নিউক্লিওজালিকার তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়। প্রতিটি টুকরাকে কি বলা হয়?
উত্তর: ক্রোমোজোম বলা হয়।