প্রশ্ন: পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু কী?
উত্তর: ভ্রƒণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশিকোষগুলো সরু, লম্বা ও তন্তুময় হয়।
প্রশ্ন: পেশি কত প্রকার?
উত্তর: দুই প্রকার। যথা-
১। ঐচ্ছিক পেশি এবং
২। অনৈচ্ছিক পেশি।
প্রশ্ন: ঐচ্ছিক পেশি কী?
উত্তর: যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি, তাকে ঐচ্ছিক পেশি বলে।
প্রশ্ন: মানবদেহে কোন ধরনের পেশির সংখ্যা বেশি?
উত্তর: ঐচ্ছিক পেশি।
প্রশ্ন: ঐচ্ছিক পেশির কাজ কী?
উত্তর: ঐচ্ছিক পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে।
প্রশ্ন: অনৈচ্ছিক পেশি কাকে বলে?
উত্তর: যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না, তাদের অনৈচ্ছিক পেশি বলে। যেমন: অন্ত্রের পেশি।
প্রশ্ন: অন্ত্রের পেশি অনৈচ্ছিক কেন?
উত্তর: অন্ত্রের পেশি আমাদের খাদ্যনালিতে খাদ্য পরিবহণের দায়িত্ব পালন করে। এ ধরনের পেশির উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। তাই অন্ত্রের পেশি অনৈচ্ছিক পেশি।
প্রশ্ন: হৃৎপেশি কেমন ধরনের পেশি?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি।
প্রশ্ন: হৃৎপেশি কী কাজ করে?
উত্তর: হৃৎপেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করে।
প্রশ্ন: হৃৎপেশি দ্বারা দেহের কোন কোন অঙ্গ গঠিত?
উত্তর: শুধু হৃৎপিন্ড হৃৎপেশি দ্বারা গঠিত।
প্রশ্ন: পেশির কাজ কী?
উত্তর: পেশি নিম্নলিখিত কাজগুলো করে-
- দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।
- নড়াচড়া ও চলাচলে সাহায্য করে।
- দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে।
- হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে।