১. স্নায়ুকলা ভ্রুণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়?
ক. এক্টোডার্ম খ. এন্ডোডার্ম
গ. মেসোডার্ম ঘ. ক ও গ
উত্তর ঃ ক।
২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি অংশ নিয়ে গঠিত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর ঃ ক। (১) সম্মুখে স্ফীত মস্তিষ্ক এবং (২) পশ্চাতে লম্বা নলাকার সুষুম্ন কান্ড। এ দুটি অংশ যথাক্রমে করোটি ও মেরুদন্ডে সম্পূর্ণ আবদ্ধ থাকে।
৩. সমগ্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি ঝিল্লিতে বেষ্টিত থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর ঃ খ। এগুলোকে মেনিনজেস বলে।
(১) ড্যুরা ম্যাটার - এটি বহিঃস্থতম, সুদৃঢ় ঝিল্লি যা করোটি ও কশেরুকার সঙ্গে লেগে থাকে।
(২) পায়া ম্যাটার- এটি অন্তঃস্থতম ঝিল্লি যা স্নায়ুকলার সংলগ্ন থাকে।
(৩) অ্যারাকনয়েড ম্যাটার - ড্যুরা ম্যাটার ও পায়া ম্যাটারের মধ্যবর্তী ঝিল্লি যা সাব-অ্যারাকনয়েড স্পেস নামে একটি ফাঁকা স্থান, যোজক কলার সূত্র, রক্তবাহিকা ও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে গঠিত।
* কোনো কোনো স্থানে সাব অ্যারাকনয়েড স্পেস বেশি প্রসারিত থাকে। এগুলোকে সিস্টারনি বলে।
৪. সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয় কোনটি?
ক. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোনে পুষ্টি পদার্থ সরবরাহ করা।
খ. শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটানো, বর্জ্য নিষ্কাশন, সংক্রমণ থেকে রক্ষা (লিম্ফোসাইটের মাধ্যমে)।
গ. স্নায়ুকলাকে অবলম্বন দান এবং এগুলোকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা।
ঘ. সুষুম্না স্নায়ু ও মস্তিষ্কের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে।
উত্তর ঃ ঘ। ফু¬ইডের বেশীর ভাগই নিউরাল নালী এবং মস্তিষ্কের ভেন্ট্রিকল এ অবস্থান করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রায় ১০০ ঘন সেন্টিমিটার সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে।
৫. কোনটি জীবাণু দ্বারা সংক্রমিত হলে মেনিনজাইটিস রোগ হয়?
ক. ড্যুরা ম্যাটার খ. পায়া ম্যাটার
গ. অ্যারাকনয়েড ম্যাটার ঘ. ক, খ ও গ
উত্তর ঃ ঘ। মেনিনজেস জীবাণু দ্বারা সংক্রমিত হলে মেনিনজাইটিস রোগ হয়।
৬. সম্মুখে সুষুম্নাকান্ড মেডুলা অবলঙ্গাটার .............. ভেন্ট্রিকলে যুক্ত থাকে।
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
উত্তর ঃ ঘ।
৭. মানুষে ................... জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে।
ক. ৩০ খ. ৩১ গ. ৩২ ঘ. ৩৩
উত্তর ঃ খ।
৮. মানুষের সুষুম্নাকান্ডটি লম্বায় প্রায় .................... সেমি. ওজন প্রায় ৩৫ গ্রাম।
ক. ৪০ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৫
উত্তর ঃ খ।
৯. সুষুম্নাকান্ড এই পর্যন্ত বিস্তৃত-
ক. প্রথম বক্ষীয় কশেরুকা
খ. শেষ বক্ষীয় কশেরুকা
গ. প্রথম লাম্বার কশেরুকা
ঘ. শেষ লাম্বার কশেরুকা
উত্তর ঃ গ।
১০. নিম্নের কোন কাজটি সুষুম্নাকান্ড করে না?
ক. সুষুম্নাকান্ডীয় সরল প্রতিবতর্কসমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। যেমন - হাঁটুর ঝাঁকুনি প্রতিক্রিয়া।
খ. স্বয়ংক্রিয় প্রতিবর্ত সমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। যেমন- মূত্রথলির সংকোচন।
গ. সুষুম্না স্নায়ু ও মস্তিষ্কের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে।
ঘ. স্নায়ুকলাকে অবলম্বন দান এবং এগুলোকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা।
উত্তর ঃ ঘ।
১১. প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত?
ক. ৪০ খ. ৪১ গ. ৪২ ঘ. ৪৩
উত্তর ঃ ঘ। ১২ জোড়া করোটিক স্নায়ু ও ৩১ জোড়া সুষুম্না স্নায়ু।
১২. নিম্নের এই অংশটি অগ্রমস্তিষ্কের নয়-
ক. থ্যালামাস খ. সেরেব্রাম
গ. সেরেবেলাম ঘ. হাইপোথ্যালামাস
উত্তর ঃ গ।
১৩. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ-
ক. থ্যালামাস খ. সেরেব্রাম
গ. সেরেবেলাম ঘ. হাইপোথ্যালামাস
উত্তর ঃ খ।
১৪. মস্তিষ্কের ওজনের % ই হচ্ছে সেরেব্রাম।
ক. ৪০ খ. ৪৫ গ. ৬০ ঘ. ৮০
উত্তর ঃ ঘ।
১৫. সেরেব্রামের কাজ নয় কোনটি?
ক. ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে।
খ. চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।
গ. বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
ঘ. বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে।
উত্তর ঃ ক। দেহের সব ঐচ্ছিক পেশীর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে সেরেবেলাম।
১৬. এই কাজটি থ্যালামাসের নয়-
ক. চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে।
খ. দেহতাপ নিয়ন্ত্রণ করে।
গ. ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে।
ঘ. মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়।
উত্তর ঃ খ। এটি হাইপোথ্যালামাসের কাজ।
১৭. হাইপোথ্যালামাসের কাজ নয় কোনটি?
ক. ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
খ. নিউরোহরমোন উৎপন্ন করে ট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
গ. বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে।
ঘ. ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুরকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিট্যুইটারির মধ্যে জমা থাকে।
উত্তর ঃ গ। এটি সেরেব্রামের কাজ।
১৮. দর্শন ও শ্রবণ তথ্যে সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে-
ক. অগ্রমস্তিষ্ক খ. মধ্যমস্তিষ্ক
গ. পশ্চাৎমস্তিষ্ক ঘ. মেনিনজেস
উত্তর ঃ খ।
১৯. পশ্চাৎমস্তিষ্কের অংশ নয় কোনটি?
ক. সেরেব্রাম খ. সেরেবেলাম
গ. পনস ঘ. মেডুলা অবলঙ্গাটা
উত্তর ঃ ক।
২০. পূর্ণ বয়স্ক মানুষে সেরেবেলামের গড় ওজন প্রায় ........... গ্রাম।
ক. ১৫০ খ. ২০০
গ. ২৫০ ঘ. ৩০০
উত্তর ঃ ক।
২১. সেরেবেলামের কাজ নয়-
ক. ঐচ্ছিক পেশীর পেশীটান নিয়ন্ত্রণ করে।
খ. দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে।
গ. চলাফেরার দিক নির্ধারণ করে।
ঘ. ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে।
উত্তর ঃ ঘ। এটি থ্যালামাসের কাজ।
২২. মেডুলা অবলঙ্গাটার কাজ নয় কোনটি?
ক. হৃৎস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকার সংকোচন, লালাক্ষরণ প্রভৃতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে।
খ. বমন, মল-মূত্রত্যাগ, রক্তচাপ, পৌষ্টিক নালীর পেরিস্ট্যালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
গ. ৯ম, ১০ম ও ১১ শ করোটিক স্নায়ুর উৎসস্থল হিসেবে কাজ ও সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে।
ঘ. স্বয়ংক্রিয় প্রতিবর্ত সমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। যেমন- মূত্রথলির সংকোচন।
উত্তর ঃ ঘ। এটি সুষুম্নাকান্ডের কাজ।
২৩. সেরেবেলাম, সুষুম্নাকান্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করেÑ
ক. মধ্যমস্তিষ্ক খ. সেরেবেলাম
গ. পনস ঘ. মেডুলা অবলঙ্গাটা
উত্তর ঃ গ।
২৪. নিম্নের এই কাজটি পনস এর নয়?
ক. দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে।
খ. এখান থেকে সৃষ্ট ৫-৮ম করোটিক স্নায়ু দেহের নানাবিধ কাজ সম্পন্ন করে।
গ. স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে।
ঘ. দেহের দুপাশের পেশীর কর্মকান্ড সমন্বয় করে।
উত্তর ঃ ক। এটি সেরেবেলামের কাজ।
২৫. ভেন্ট্রিকলকে পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল বলে।
ক. ১ম ও ২য় খ. ২য় ও ৩য়
গ. ৩য় ও ৪র্থ ঘ. ১ম ও ৪র্থ
উত্তর ঃ ক।
২৬. অগ্রমস্তিষ্কের হাইপোথ্যালামাসের গহ্বরকে ............... ভেন্ট্রিকল বলে।
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
উত্তর ঃ গ।
২৭. কোনটি সংবেদী নয়?
ক. অলফ্যাক্টরী খ. অপটিক
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ঘ। এটি চেষ্টীয়।
২৮. এর কাজ ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছানো-
ক. অলফ্যাক্টরী খ. অপটিক
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ক।
২৯. দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌছায়-
ক. অলফ্যাক্টরী খ. অপটিক
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ খ।
৩০. এর কাজ অক্ষিগোলকের সঞ্চালন-
ক. অলফ্যাক্টরী খ. অপটিক
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ঘ।
৩১. এর বিস্তৃতি চোখের সুপিরিয়র অবলিক পেশী এবং কাজ অক্ষিগোলকের সঞ্চালন-
ক. অলফ্যাক্টরী খ. ট্রকলিয়ার
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ খ।
৩২. এটি ৫ম করোটিক স্নায়ু-
ক. ট্রাইজেমিনাল খ. ট্রকলিয়ার
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ক।
৩৩. এর বিস্তৃতি বহিঃরেক্টাস নামের চক্ষুপেশী-
ক. ট্রাইজেমিনাল খ. ট্রকলিয়ার
গ. অ্যাবডুসেন্স ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ক। কাজ অক্ষিগোলকের সঞ্চালন।
৩৪. এটি শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে-
ক. ট্রাইজেমিনাল খ. ট্রকলিয়ার
গ. অডিটরি ঘ. অকুলোমোটর
উত্তর ঃ গ।
৩৫. প্যালেটাইন ও হায়োম্যান্ডিবুলার কোন করোটিক স্নায়ুর অংশ?
ক. ট্রাইজেমিনাল খ. ট্রকলিয়ার
গ. অডিটরি ঘ. ফেসিয়াল
উত্তর ঃ ঘ।
৩৬. এই স্নায়ুটির বিস্তৃতি জিহ্বা-
ক. ট্রাইজেমিনাল খ. গ্লসোফ্যারিঞ্জিয়াল
গ. অ্যাবডুসেন্স ঘ. অকুলোমোটর
উত্তর ঃ খ।
৩৭. ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারী - কোন স্নায়ুর অংশ?
ক. ভেগাস খ. গ্লসোফ্যারিঞ্জিয়াল
গ. অ্যাবডুসেন্স ঘ. অকুলোমোটর
উত্তর ঃ ক।
৩৮. ৯ম ও ১০ম করোটিক স্নায়ু কোন প্রকৃতির?
ক. সংবেদী খ. চেষ্টীয়
গ. মিশ্র ঘ. ক ও খ
উত্তর ঃ গ।
৩৯. এই স্নায়ুটির বিস্তৃতি জিহ্বা-
ক. ট্রাইজেমিনাল খ. গ্লসোফ্যারিঞ্জিয়াল
গ. হাইপোগ্লোসাল ঘ. খ ও গ
উত্তর ঃ ঘ।
৪০. কোন স্নায়ুটির বিস্তৃতি গ্রীবা ও কাঁধ?
ক. ট্রাইজেমিনাল খ. গ্লসোফ্যারিঞ্জিয়াল
গ. হাইপোগ্লোসাল ঘ. স্পাইনাল অ্যাকসেসরি
উত্তর ঃ ঘ। এর কাজ মাথা ও কাঁধের সঞ্চালন।