১। জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কী নামে ডাকা হয়?
ক. জীবনী শক্তি খ. জৈবশক্তি
গ. ক ও খ ঘ. রাসায়নিক শক্তি (গ)
২। ডিএনএ ও আরএনএ-এর গাঠনিক উপাদান কোনটি?
ক. কাইটিন খ. অ্যাডেনিন গ. কিউটিন ঘ. ফিয়োফাইটিন (খ)
৩। অ্যাডিনোসিন তৈরিতে প্রয়োজন-
র. একটি প্রোটিন রর. একটি নাইট্রোজেন বেস ররর. রাইবোজ সুগার
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (খ)
৪। অ্যাডেনিন কোন ধরনের বেস?
ক. অক্সিজেন খ. ফসফেট গ. নাইট্রোজেন ঘ. সালফার (গ)
৫। অ্যাডিনোসিন অণুর সাথে ফসফেট বা ফসফোরিক এসিড গ্রুপ যুক্ত হয়ে নিচের কোনটি গঠন করে?
ক. অ্যাডিনোসিন মনোফসফেট খ. অ্যাডিনোসিন ডাইফসফেট
গ. অ্যাডিনোসিন ট্রাইফসফেট ঘ. ক, খ ও গ (ঘ)
৬। রাইবোজ সুগার কত কার্বনবিশিষ্ট হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ (ঘ)
৭। অ্যাডিনোসিনের সাথে ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়া-
ক. ফটোসিনথেসিস খ. রেসপিরেসন
গ. ফটোলাইসিস ঘ. ফসফোরাইলেশন (ঘ)
৮। ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে আসে কোন প্রক্রিয়ায়?
ক. ফসফোরাইলেশন খ. ডিফসফোরাইলেশন
গ. ফটোসিনথেসিস ঘ. ফটোলাইসিস (খ)
৯। প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে জমাকৃত শক্তি-
র. ৭.৩ কিলোক্যালরি রর. ৩০.৫৫ কিলোজুল ররর. ৭৩০ ক্যালরি
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
১০। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিচের কোন অঙ্গাণুগুলোতে পাওয়া যায়?
ক. মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড খ. প্লাস্টিড ও রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া ও লাইসোজোম ঘ. রাইবোজোম ও লাইসোজোম (ক)
১১। Biological coin এর বাংলা কী?
ক) জীব মুদ্রা খ) জৈব মুদ্রা
গ) জৈবনিক মুদ্রা মুদ্রা ঘ) জীবন মুদ্রা (খ)
১২। জৈবমুদ্রা বা শক্তিমুদ্রা কোনটি?
ক) ATP খ) NAD2 গ) NADP ঘ) NADPH2 (ক)
১৩। জীব প্রতিনিয়ত-
র. পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে
রর. সংগৃহীত শক্তিকে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত করে
ররর. শক্তি সঞ্চয় করে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
১৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়-
র. কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহৃত হয় রর. কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয় ররর. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
১৫। সবুজ উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য-
র. মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্বের জন্য অপরিহার্য রর. উদ্ভিদের বিপাকীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ররর. ফল, মূল, কান্ড বা পাতায় সঞ্চিত থাকে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
১৬। সালোকসংশ্লেষণ একটি-
র. প্রশমন বিক্রিয়া রর. জৈব রাসায়নিক বিক্রিয়া ররর. সমাণুকরণ বিক্রিয়া
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (খ)
১৭। সালোকসংশ্লেষণ ঘটে-
র. এগারিকাস রর. শৈবাল ররর. ফার্ন
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (খ)
১৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
ক. কান্ডের এপিথেলিয়াল টিস্যু খ. পাতার মেসোফিল টিস্যু
গ. মূলের জাইলেম টিস্যু ঘ. কান্ডের সকল ধরনের টিস্যু (খ)
১৯। সালোকসংশ্লেষণের সময় স্থলজ সবুজ উদ্ভিদ-
র. পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে জলীয় বাষ্প আকারে পানি শোষণ করে
রর. মাটি থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে
ররর. পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর (গ)
২০। সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ-
র. ক্লোরোফিল রর. কার্বন ডাইঅক্সাইড ররর. হাইড্রোজেন
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
২১। কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ তৈরি করে?
ক) CO2 ও 6H2O খ) CO2 ও 12H2O
গ) 6CO2 ও 6H2O ঘ) 6CO2 ও 12H2O (ঘ)
২২। স্থলজ সবুজ উদ্ভিদ-
র. মূল দিয়ে পানি শোষণ করে রর. বায়ু থেকে CO2 গ্রহণ করে
ররর. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
২৩। পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
ক) জাইলেম টিস্যু খ) মেসোফিল টিস্যু
গ) ফ্লোয়েম টিস্যু ঘ) ক্ষরণকারী টিস্যু (খ)
২৪। পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
ক) ০.০৩% খ) ০.০০৩% গ) ০.৩% ঘ) ০.০০২% (গ)
২৫। জারণ বিজারণ প্রক্রিয়ায় কি ঘটে?
ক) H2O জারিত ও CO2 বিজারিত
খ) CO2 জারিত ও H2O বিজারিত
গ) H2O বিজারিত ও CO2 বিজারিত
ঘ) CO2 জারিত ও H2O জারিত (ক)
২৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে কে দুটি পর্যায়ে ভাগ করেন?
ক. ক্যালভিন খ. বেশাম
গ. ব্ল্যাকম্যান ঘ. হ্যাচ ও স্ল্যাক (গ)
২৭। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?
ক. ১৯০২ খ. ১৯০৩ গ. ১৯০৪ ঘ. ১৯০৫ (ঘ)
২৮। ব্ল্যাকম্যান কোন দেশের শারীরতত্ত্ববিদ ছিলেন?
ক. ইংল্যান্ড খ. জার্মানি গ. ফ্রান্স ঘ. অস্ট্রিয়া (ক)
২৯। সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে-
র. আলো অপরিহার্য রর. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
ররর. ATP, NADPH ও H+ উৎপন্ন হয়
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৩০। আলোকরশ্মির ফোটন শোষণ করে-
ক. ক্লোরোফিল খ. বেসোফিল গ. জ্যান্থোফিল ঘ. ক্যারোটিন (ক)
৩১। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
ক) প্রোটন খ) নিউট্রন গ) ফোটন ঘ) পজিট্রন (গ)
৩২। ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
র. প্রোটন ও ইলেকট্রন রর. অক্সিজেন ররর. কার্বন ডাইঅক্সাইড
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
৩৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
ক. পানি খ. শর্করা
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড (গ)
৩৪। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়?
ক. পানি খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. এটিপি (গ)
৩৫। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের কতটি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি (খ)
৩৬। কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ-
র. ক্যালভিন চক্র রর. হ্যাচ ও স্ল্যাক চক্র ররর. ক্রেসুলেসিয়ান এসিড বিপাক
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৩৭। উদ্ভিদ প্রধানত কিসের সাহায্যে CO2 শোষণ করে?
ক) কিউটিকল খ) লেন্টিসেল গ) গলজিবস্তু ঘ) স্ট্যোমাটা (ঘ)
৩৮। C3 গতিপথ কী নামে পরিচিত?
ক. হ্যাচ ও স্ল্যাক চক্র খ. ক্যালভিন চক্র
গ. ব্ল্যাকম্যান চক্র ঘ. কার্বন চক্র (খ)
৩৯। C3 গতিপথ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. বেনসন খ. ব্যাশাম গ. ক্যালভিন ঘ. স্ল্যাক (গ)
৪০। C3 গতিপথ আবিষ্কারের জন্য ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান? ক. ১৯০৫ খ. ১৯৩৯ গ. ১৯৬১ ঘ. ১৯৯১ (গ)
৪১। C3 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ (খ)
৪২। C3 গতিপথে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ হলো-
ক) কিটোএসিড খ) অক্সালো এসিটিক এসিড
গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট ঘ) ফসফোগ্লিসারিক এসিড (ঘ)
৪৩। ঈ৪ গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো-
ক) কিটোএসিড খ) অক্সালো এসিটিক এসিড
গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট ঘ) ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট (খ)
৪৪। C4 গতিপথে পরিচালিত হয়-
র. ক্যালভিন চক্র রর. হ্যাচ ও স্ল্যাক চক্র ররর. ক্রেসুলেসিয়ান এসিড বিপাক
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
৪৫। C4 পরিচালিত হয়- র. ভুট্টা রর. আখ ররর. মুথা ঘাস
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৪৬। C4 সম্পর্কে সঠিক তথ্য হলো-
র. C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে উৎপাদন বেশি রর. ঘাসজাতীয় উদ্ভিদে C4 হয় না ররর. অ্যামারেনথাস উদ্ভিদে C4 পরিচালিত হয়
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (গ)
৪৭। আখ কী ধরনের উদ্ভিদ?
ক) C2 উদ্ভিদ খ) C3 উদ্ভিদ
গ) C4 উদ্ভিদ ঘ) C5 উদ্ভিদ (গ)
৪৮। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক. একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে পারে
খ. পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়
গ. ক্লোরোফিল খুব বেশি থাকলে এনজাইমের অভাব দেখা দেয়
ঘ. ক্লোরোফিল খুব বেশি থাকলে সালোকসংশ্লেষণ বেড়ে যায় (ঘ)
৪৯। সালোকসংশ্লেষণ ভালো হয় আলোক বর্ণালির-
র. লাল আলোতে রর. নীল আলোতে ররর. বেগুনি আলোতে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৫০। সালোকসংশ্লেষণ ভালো হয় না আলোক বর্ণালির-
র. লাল আলোতে রর. সবুজ আলোতে ররর. হলুদ আলোতে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (খ)
৫১। আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতায় কী ঘটে?
ক) এনজাইম নষ্ট হয় খ) নতুন এনজাইম সৃষ্টি হয়
গ) পানি উৎপন্ন হয় ঘ) তাপ উৎপন্ন হয় (ক)
৫২। কত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?
র. 400-480 nm রর. 680 nm ররর. 800-1000 nm
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
৫৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমন্ডলের শতকরা কতভাগ কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করতে পারে?
ক. এক খ. দশ গ. পঞ্চাশ ঘ. শতভাগ (ক)
৫৪। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মেসোফিল কোষে বেড়ে যায়-
ক. অম্লত্ব খ. ক্ষারত্ব
গ. ক ও খ ঘ. কোনটিই নয় (ক)
৫৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না যে তাপমাত্রায়-
র. ০ ডিগ্রি সেলসিয়াস, এর কাছাকাছি রর. ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস
ররর. ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (গ)
৫৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত (optimum) তাপমাত্রা-
র. ১০-১২ ডিগ্রি সেলসিয়াস রর. ২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস
ররর. ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াস
কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর (খ)
৫৭। সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে-
ক. অক্সিজেনবিহীন পরিবেশে খ. নাইট্রোজেনবিহীন পরিবেশে
গ. হাইড্রোজেনবিহীন পরিবেশে ঘ. ক, খ ও গ (ক)
৫৮। ক্লোরোফিলের প্রধান উপকরণ হলো-
র. নাইট্রোজেন রর. ক্যালসিয়াম ররর. ম্যাগনেসিয়াম
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (গ)
৫৯। কিসের অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ না করতে পেরে হলুদ হয়ে যায়?
ক. সালফার খ. আয়রন গ. বোরন ঘ. ক্যালসিয়াম (খ)
৬০। বাতাসে কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে?
ক) নাইট্রোজেন খ) ক্লোরোফর্ম
গ) অ্যামোনিয়া ঘ) অক্সিজেন (খ)
৬১। সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে বাতাসে উপস্থিত-
র. ক্লোরোফরমের জন্য
রর. হাইড্রোজেন সালফাইডের জন্য
ররর. মিথেন বা কোনো বিষাক্ত গ্যাসের জন্য
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৬২। ক্লোরোফিলের পরিমাণ কম থাকে-
র. একেবারে কচি পাতায় রর. একেবারে বয়স্ক পাতায় ররর. মধ্যবয়সী পাতায়
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
৬৩। সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে-
র. একেবারে কচি পাতায় রর. একেবারে বয়স্ক পাতায় ররর. মধ্যবয়সী পাতায়
কোনটি সঠিক?
ক) র খ) রর ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর (গ)
৬৪। বিকেলে পাতায় কী জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়?
ক. শর্করা খ. অম্ল গ. ক্ষার ঘ. খনিজ লবণ (ক)
৬৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পটাসিয়ামের ভূমিকা-
র. পটাসিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যায়
রর. এ প্রক্রিয়ায় পটাসিয়াম অনুঘটক হিসাবে কাজ করে
ররর. পাতার সংখ্যা বেশি হলে পটাসিয়াম কাজ করে
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর (ক)
৬৬। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া-
ক. জারণ খ. শ্বসন
গ. সালোকসংশ্লেষণ ঘ. বিজারণ (গ)
৬৭। কোন বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে?
ক. জারণ খ. শ্বসন গ. সালোকসংশ্লেষণ ঘ. বিজারণ (গ)
৬৮। কোনো কোনো বিজ্ঞানী কোন প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন?
ক. শ্বসন খ. সালোকসংশ্লেষণ গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ (খ)
৬৯। বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে-
ক. ০.০৩৩, ২০.৯৫ খ. ২০.৯৫, ০.০৩৩
গ. ৭৮, ০.৩ ঘ. ০.৩, ৭৮ (খ)
৭০। কুইনাইন কী?
ক) খাদ্য খ) যানবাহন গ) ঔষধ ঘ) গ্যাস (গ)
৭১। নিচের কোনটি ঔষধ?
ক. নাইলন খ. রেয়ন গ. মরফিন ঘ. সেলুলোজ (গ)
৭২। প্রায় কত বছর আগে বায়ুমন্ডলে কোনো গ্যাসীয় অক্সজেন ছিল না?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ (ঘ)
৭৩। শ্বসনিক বস্তু কোনটি?
ক) প্রোটিন খ) পানি গ) আলো ঘ) তাপ (ক)
৭৪। শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়-
র. শর্করা রর. ফ্যাট ররর. জৈব এসিড
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৭৫। জীবদেহের প্রতিটি কোষে শ্বসন ঘটে-
ক. দিনের বেলায় খ. রাতে
গ. দিন রাত ২৪ ঘন্টা ঘ. শুধু সূর্যালোকের উপস্থিতিতে (গ)
৭৬। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
ক) মাইটোকন্ড্রিয়াতে খ) সাইটোপ্লাজমে
গ) ক ও খ ঘ) প্লাস্টিডে (গ)
৭৭। উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গাণু?
ক) নিউক্লিয়াস খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইসোবোম ঘ) প্লাস্টিড (খ)
৭৮। শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কীরূপে মুক্ত হয়?
ক) তাপরূপে খ) আলোরূপে
গ) বিদ্যুৎরূপে ঘ) পানিরূপে (ক)
৭৯। উদ্ভিদের কোন অংশে শ্বসন হার বেশি?
ক) অঙ্কুরিত বীজে খ) শাখা-প্রশাখায় গ) পাতায় ঘ) কান্ডে (ক)
৮০। শ্বসন কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার (ক)
৮১। সবাত শ্বসনে উৎপন্ন হয়-
র. CO2 রর. H2O ররর. শক্তি
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ঘ)
৮২। সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়?
ক. ২ টি খ. ২০ টি গ. ৩০ টি ঘ. ৩৮ টি (ঘ)
৮৩। ঈস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়?
ক) সালোকসংশ্লেষণ খ) ব্যাপন গ) সবাত শ্বসন ঘ) অবাত শ্বসন (ঘ)
৮৪। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) ৩টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৬টি (গ)
৮৫। ১ অণু NADH2 = ?
ক) ২ অণু ATP খ) ৩ অণু ATP
গ) ৪ অণু ATP ঘ) ৫ অণু ATP (খ)
৮৬। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক. ৪ খ. ৬ গ. ৮ ঘ. ১৮ (ক)
৮৭। পাইরুভিক এসিড কয় কার্বনবিশিষ্ট?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ (খ)
৮৮। অ্যাসিটাইল কো-এ কয় কার্বনবিশিষ্ট?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ (ক)
৮৯। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়-
র. গ্লাইকোলাইসিস রর. ক্রেবস চক্র ররর. ইলেকট্রন প্রবাহতন্ত্র
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (খ)
৯০। GTP এর পূর্ণরূপ কী?
ক) Guanosine Monophosphate
খ) Adenosine Triphosphote
গ) Guanosine Triphosphate
ঘ) Guanosine Diphosphate (গ)
৯১। সবাত শ্বসন প্রক্রিয়ায় কয় অণু পানি উৎপন্ন হয়?
ক) ২ অণু খ) ৪ অণু গ) ৫ অণু ঘ) ৬ অণু (ঘ)
৯২। সবাত শ্বসন প্রক্রিয়ায় কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?
ক) ২ অণু খ) ৪ অণু গ) ৫ অণু ঘ) ৬ অণু (ঘ)
৯৩। শ্বসনের কোন ধাপে উৎপন্ন NADH2 এবং FADH2 জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয়?
ক. গ্লাইকোলাইসিস খ. অ্যাসিটাইল কো-এ সৃষ্টি
গ. ক্রেবস চক্র ঘ. ETS (ঘ)
৯৪। অবাত শ্বসনের ধাপ দুটি কোথায় সংঘটিত হয়?
ক) সাইটোপ্লাজমে খ) মাইটোকন্ড্রিয়ায়
গ) কোষগহ্বরে ঘ) রাইবোসোমে (ক)
৯৫। অবাত শ্বসনে উৎপন্ন হয়-
র. ল্যাকটিক এসিড রর. কার্বোনিক এসিড ররর. ইথাইল অ্যালকোহল
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (গ)
৯৬। অবাত শ্বসন হয়-
র. ব্যাকটেরিয়ায় রর. ইস্টে ররর. ভাইরাসে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর (ক)
৯৭। অবাত শ্বসনে নিট কতটি অঞচ অণু পাওয়া যায়?
ক. ২ খ. ৬ গ. ৮ ঘ. ৩৮ (ক)
৯৮। শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনটি?
ক) উৎসেচক খ) কোষের বয়স গ) খাদ্যদ্রব্য ঘ) তাপমাত্রা (ক)
৯৯। শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক) উৎসেচক খ) আলো গ) পানি ঘ) তাপমাত্রা (ক)
১০০। কত ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় শ্বসন হার কমে যায়?
ক) ১০ খ) ২০ গ) ৩০ ঘ) ৪০ (খ)
১০১। কত ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় শ্বসন হার কমে যায়?
ক) ৩০ খ) ৪০ গ) ৪৫ ঘ) ৫০ (গ)
১০২। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক) ২০-৪৫ খ) ৩০-৪০ গ. ৩৫-৪৫ ঘ. ৪০-৫০ ( ক)
১০৩। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি আসে কোন প্রক্রিয়া হতে?
ক) প্রস্বেদন খ) অভিস্রবণ গ) ব্যাপন ঘ) শ্বসন (ঘ)
১০৪। কিসের ফার্মেন্টেশনের মাধ্যমে দই, পনির, রুটি ইত্যাদি তৈরি হয়?
ক) অক্সালিক এসিড খ. ম্যালিক এসিড
গ. ল্যাকটিক এসিড ঘ. সাইট্রিক এসিড (গ)