প্রশ্ন: প্রাণিদেহে টিস্যু সাধারণত কত ধরনের হয়?
উত্তর: চার ধরনের। যথা- ক. আবরণী টিস্যু, খ. যোজক টিস্যু, গ. পেশি টিস্যু, এবং ঘ. স্নায়ু টিস্যু
প্রশ্ন: আবরণী টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু কাকে বলে?
উত্তর: যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে।
প্রশ্ন: মানুষের দেহের কোথায় আবরণী টিস্যু থাকে?
উত্তর: মানুষের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলোও আবরণী টিস্যু দিয়ে তৈরি।
প্রশ্ন: আবরণী টিস্যুর বৈশিষ্ট্য কী?
উত্তর: আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
- আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে।
- কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে।
- এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না।
প্রশ্ন: আবরণী কলার কাজ কী?
উত্তর: আবরণী কলার কাজ নিম্নরূপ-
- দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে।
- পাকস্থলি ও অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে।