মানবদেহের শ্বসনতন্ত্র সম্পর্কে কয়েকটি এমসিকিউ

 ১.যে বিশেষ জৈবনিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব কোষস্থ খাদ্যের স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং ........................ উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে।

ক. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড খ. অক্সিজেন ও পানি

গ. কার্বন ডাই অক্সাইড ও পানি         ঘ. গ্লুকোজ ও কার্বন ডাই অক্সাইড

উত্তর ঃ গ

২. এটি পেছনদিকে কোয়ানি নামে দুটি ছিদ্রপথে নাসাগলবিল এ উন্মুক্ত।

ক. নাসাগহ্বর খ. ল্যারিংক্স  

গ. শ্বাসনালী ঘ. ব্রঙ্কাই

উত্তর ঃ ক

৩. ল্যারিংক্সের গহ্বরে .................  স্থিতি¯থাপক, পর্দার মতো স্বরতন্ত্রী থাকে।

ক. একটি খ. একজোড়া

গ. তিনটি         ঘ. দুইজোড়া

উত্তর ঃ খ

৪. এটি গলবিলের নিম্নাংশের সামনের দিকে অবস্থিত এবং শ্বাসনালীতে উন্মুক্ত ও ছোট ছোট খন্ডবিশিষ্ট তরুণাস্থি নির্মিত অংশ।

ক. ব্রঙ্কিওল খ. ল্যারিংক্স  

গ. শ্বাসনালী ঘ. ব্রঙ্কাই

উত্তর ঃ খ। ল্যারিংক্স বা স্বরযন্ত্র।

৫. এর উপরিভাগের তরুণাস্থির উপরে এপিগ্লটিস নামে একটি জিহ্বাকৃতির ঢাকনা থাকে।

ক. ব্রঙ্কিওল খ. ল্যারিংক্স  

গ. শ্বাসনালী ঘ. ব্রঙ্কাই

উত্তর ঃ খ  

৬. ট্রাকিয়া বা শ্বাসনালী লিগামেন্ট সংযুক্ত কতকগুলো অর্ধবৃত্তাকার তরুণাস্থি নির্মিত প্রায় ............. সেন্টিমিটার লম্বা ও ২ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট ফাঁপা নল।

ক. ১০ খ. ১২ 

গ. ১৪ ঘ. ১৬

উত্তর ঃ খ

৭. ট্রাকিয়া সম্পর্কে কোন তথ্যটি সঠিক?

ক. এর পশ্চাৎ প্রাচীর নরম এবং যোজক কলার ঝিল্লি নির্মিত ও অন্ননালী সংলগ্ন।

খ. ট্রাকিয়ার অন্তর্গাত্র মিউকাস ঝিল্লিতে আবৃত।

গ. এতে মসৃণ পেশীতন্তু, সিলিয়া ও মিউকাস- নিঃসারী গ্রন্থি থাকে। শ্বাসনালীর বহিঃপ্রাচীর যোজক কলার ঝিল্লি আবৃত।

ঘ. সবগুলো

উত্তর ঃ ঘ

৮. বিরক্তিকর কোনো বস্তু ................... ঢুকে গেলে ঝিল্লির সূক্ষ্ম রোম কাশির উদ্রেক করে তা উপরের দিকে পাঠিয়ে দেয় এবং ট্রাকিয়া পরিষ্কার রাখে।

ক. ব্রঙ্কিওল-এ         খ. ল্যারিংক্সে  

গ. শ্বাসনালীতে ঘ. ব্রঙ্কাই-এ

উত্তর ঃ গ। ট্রাকিয়া বা শ্বাসনালী

৯. ট্রাকিয়া বক্ষগহ্বরে প্রবেশ করে ............... থোরাসিক কশেরুকার লেভেলে দ্বিধাবিভক্ত হয়ে যে দুটি শাখার সৃষ্টি করে, তাদের ব্রঙ্কাই বলে ।

ক. ৪র্থ বা ৫ম খ. ১ম বা দ্বিতীয় 

গ. ৭ম বা ৮ম ঘ. ৯ম

উত্তর ঃ ক।

১০. মানবদেহের ডান ফুসফুস কত খন্ডবিশিষ্ট?

ক. ১ খ. ২ 

গ. ৪         ঘ. ৩

উত্তর ঃ ঘ। মানবদেহে ডান ও বাম- এ দুটি ফুসফুস রয়েছে। এ দুটি আবার খাঁজের সাহায্যে খন্ডে বিভক্ত। ডান ফুসফুস তিন খন্ডবিশিষ্ট এবং বাম ফুসফুস দুই খন্ডবিশিষ্ট।

১১. কোন তথ্যটি সঠিক নয়?

ক. ব্রঙ্কিওলের অতিসূক্ষ্ম ও তরুণাস্থিবিহীন প্রান্তগুলোকে অ্যালভিওলার নালী বলে।

খ. ট্রাকিয়ায় রক্ত সংবহনতন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে। গ. প্রতিটি অ্যালভিওলার থলি কতকগুলো অ্যালভিওলাই নিয়ে গঠিত।

ঘ. ফুসফুসের বহির্তল দ্বিস্তরী ভিসেরাল প্ল্যুরা নামক পাতলা ঝিল্লিতে আবৃত।

উত্তর ঃ খ। ফুসফুসে রক্ত সংবহনতন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে।

১২. মানুষের ফুসফুসে প্রায় ৭০- ৯০ বর্গমিটার আয়তনের তল জুড়ে .............. মিলিয়ন এরও বেশি সংখ্যক অ্যালভিওলাই রয়েছে।

ক. ৭ খ. ৭০ 

গ. ৭০০ ঘ. ৭০০০

উত্তর ঃ গ। ৭০০ মিলিয়ন (৭০ কোটি)

১৩. কত সপ্তাহ বয়স্ক মানবভ্রুণে সর্বপ্রথম সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়?

ক. ১৩ খ. ২৩

গ. ২৫ ঘ. ৩০

উত্তর ঃ খ। এ কারণে ২৪ সপ্তাহের আগে মানবভ্রƒণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। অনেক দেশে তাই এ সময়কাল পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয়া হয়। অ্যালভিওলাস-প্রাচীরের কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্ট এর মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে। এ পদার্থ অ্যালভিওলাসে আগত জীবাণুও(ব্যাকটেরিয়া) ধ্বংস করে।

১৪. প্রশ্বাসের সময় কোনটি ঘটে?

ক. বহিঃস্থ ইন্টারকোস্টাল পেশী সংকুচিত হয় 

খ. অন্তঃস্থ ইন্টাকোস্টাল শিথিল হয়

গ. বহিঃস্থ ইন্টারকোস্টাল পেশী সংকুচিত হয় এবং অন্তঃস্থ ইন্টাকোস্টাল শিথিল হয়।

ঘ. বহিঃস্থ ইন্টারকোস্টাল পেশী শিথিল হয় এবং অন্তঃস্থ ইন্টাকোস্টাল সংকুচিত হয়।

উত্তর ঃ গ

১৫. শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণ বয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে এ প্রক্রিয়া প্রতিমিনিটে বার এবং নবজাত শিশুতে ৪০ বার সংঘঠিত হয়।

ক. ১৪-১৮ খ. ২৩ - ২৫

গ. ২৫ - ৩০ ঘ. ৩০ - ৩৫

উত্তর ঃ ক।