সমন্বয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ

 উদ্ভিদে হরমোন বা প্রাণরস নিয়ন্ত্রণ করে-

র. বৃদ্ধি  রর. বিকাশ  ররর. বিভিন্ন অঙ্গ সৃষ্টি

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

ফাইটোহরমোন নয় কোনটি?

ক. সাইটোকাইনিন      খ. অ্যাবসিসিক এসিড 

গ. ইথিলিন                  ঘ. ইস্ট্রোজেন

পসটুলেটেড হরমোন-

র. অক্সিন  রর. ফ্লোরিজেন  ররর. ভার্নালিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  খ

পাতায় উৎপন্ন হয় এবং পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে-

র. অক্সিন  রর. ফ্লোরিজেন ররর. ভার্নালিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর  গ) ররর  ঘ) রর ও ররর 

উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে-

র. অক্সিন  রর. ফ্লোরিজেন  ররর. ভার্নালিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর  গ) ররর  ঘ) রর ও ররর 

অক্সিন হরমোন প্রথম কে আবিষ্কার করেন?

ক. ডারউইন  খ. কোল  গ. হ্যাগেন স্নিট  ঘ. মার্শাল

অক্সিন নামকরণ করেন-

র. ডারউইন  রর. হ্যাগেন স্নিট  ররর. কোল

কোনটি সঠিক?  ক) র  খ) রর ও ররর  গ) ররর  ঘ) রর

ধানের বাকানি রোগের কারণ-

র. অক্সিন  রর. ইথিলিন  ররর. জিবেরেলিন

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

ডাবের পানিতে কোন ফাইটোহরমোনটি পাওয়া যায়?

ক. অক্সিন  খ. ইথিলিন  গ. জিবেরেলিন  ঘ. সাইটোকাইনিন

নিচের কোন হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ?

ক. অক্সিন  খ. ইথিলিন  গ. জিবেরেলিন  ঘ. সাইটোকাইনিন

ফল পাকাতে সাহায্য করে-

ক. অক্সিন  খ. ইথিলিন  গ. জিবেরেলিন  ঘ. সাইটোকাইনিন

কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহার করা হয়-

ক. অক্সিন  খ. ইথিলিন  গ. জিবেরেলিন  ঘ. সাইটোকাইনিন

বীজহীন ফল উৎপাদনে ব্যবহার রয়েছে-

র. অক্সিন   রর. ইথিলিন   ররর. জিবেরেলিন

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র ও ররর

নিচের কোনটি ছোটদিনের উদ্ভিদ?

ক. চন্দ্রমল্লিকা  খ. লেটুস  গ. ঝিঙা  ঘ. শসা

কোনটি বড়দিনের উদ্ভিদ?

ক. চন্দ্রমল্লিকা  খ. ডালিয়া  গ. ঝিঙা  ঘ. শসা

নিচের কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ?

ক. চন্দ্রমল্লিকা  খ. লেটুস  গ. ঝিঙা  ঘ. শসা

সামগ্রিক চলন দেখা যায়-

র. Volvox  

রর. Chlamydomonas  

ররর. ডায়াটম

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

বক্রচলনের উদাহরণ-

র. কান্ডের আলোকমুখী চলন  

রর. আকর্ষী অবলম্বনকে পেঁচিয়ে ধরা 

ররর. মূলের অন্ধকারমুখী চলন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

রাসায়নিক দূত-

ক. এনজাইম  খ. হরমোন  গ. লসিকা  ঘ. রক্ত

পিঁপড়া যে হরমোন ক্ষরণ করে যোগাযোগ করে-

ক. সোমাটোট্রোপিন  খ. সিরাম  গ. ফেরোমন  ঘ. অক্সিন

মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে কোন স্নায়ুর মাধ্যমে পেশি বা গ্রন্থিতে সাড়া জাগায়?

ক. মোটর  খ. সংবেদি  গ. মিশ্র  ঘ. স্বয়ংক্রিয়

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র-

র. সিম্প্যাথেটিক 

রর. সুষুম্না স্নায়ু  

ররর. প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার যে নিউরনগুচ্ছ দিয়ে সংযুক্ত থাকে-

ক. সিরাম  খ. কর্পাস ক্যালোসাম  গ. ভেগাস  ঘ. পনস

অগ্রমস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত থাকে-

ক. মেনেনজেস  খ. এপিডার্মিস  গ. প্লাজমাপর্দা  ঘ. মায়েলিন

নিউরনের অ্যাক্সন যে সাদা রঙের আবরণে আবৃত থাকে-

ক. মেনেনজেস  খ. এপিডার্মিস  গ. প্লাজমাপর্দা  ঘ. মায়েলিন

পশ্চাৎমস্তিষ্কের অংশ-

র. সেরিবেলাম  রর. পনস  ররর. মেডুলা অবলংগাটা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

সেরিবেলাম:

দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণ করে-

ক. সেরিবেলাম  খ. পনস  গ. মেডুলা অবলংগাটা  ঘ. মধ্যমস্তিষ্ক

সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার মধ্যে সংযোগ স্থাপন করে-

ক. সেরিব্রাম  খ. পনস  গ. কর্পাস ক্যালোসাম  ঘ. মধ্যমস্তিষ্ক

করোটিক স্নায়ুর সংখ্যা-

ক. ২ জোড়া  খ. ১০ জোড়া  গ. ১২ জোড়া  ঘ. ১৪ জোড়া

মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায় উৎপন্ন হয়?

ক. ৮ জোড়া  খ. ১০ জোড়া  গ. ১২ জোড়া  ঘ. ৪ জোড়া

মেরুরজ্জু:

মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা-

ক. ২ জোড়া  খ. ১০ জোড়া  গ. ১২ জোড়া  ঘ. ৩১ জোড়া

স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক-

ক. নেফ্রন  খ. নিউরন  গ. নেফ্রিডিয়া  ঘ. ফেরোমন

নিউরনের গঠন:

কোষদেহ:

নিউরনের সাইটোপ্লাজমে থাকে-

র. মাইটোকন্ড্রিয়া

রর. লাইসোজোম 

ররর. গলজিবস্তু

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

অ্যাক্সন এর চারদিকে যে পাতলা আবরণ থাকে তাকে কী বলে?

ক. মেনেনজেস  খ. এপিডার্মিস  গ. প্লাজমাপর্দা  ঘ. নিউরিলেমা

নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত স্নেহ পদার্থের স্তরকে কী বলে?

ক. মেনেনজেস  খ. এপিডার্মিস  গ. প্লাজমাপর্দা  ঘ. মায়েলিন

অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে কী বলে?

ক. মেনেনজেস  খ. এপিডার্মিস  গ. অ্যাক্সলেমা  ঘ. মায়েলিন

প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয়-

র. মস্তিস্ক দিয়ে  

রর. সুষুম্নাকাণ্ড দিয়ে 

ররর. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে

কোনটি সঠিক?  ক) রর  খ) র ও ররর  গ) র  ঘ) র, রর ও ররর

প্রতিবর্তী ক্রিয়ায় অংশ নেয়-

র. সংবেদী নিউরন  

রর. রিলে নিউরন  

ররর. মোটর স্নায়ু

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া?

ক. ১২  খ. ২০  গ. ৩১  ঘ. ৩৬

সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া প্রান্তীয় স্নায়ু বের হয়?

ক. ১২  খ. ২০  গ. ৩১  ঘ. ৩৬

স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়-

র. হৃৎপিণ্ড   রর. অন্ত্র    ররর. অগ্ন্যাশয়

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

হাইপোফাইসিস কোন গ্রন্থির আরেক নাম?

ক. পিটুইটারি  খ. থাইরয়েড  গ. থাইমাস  ঘ. অ্যাডরেনাল

মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি কোনটি?

ক. পিটুইটারি  খ. থাইরয়েড  গ. থাইমাস  ঘ. অ্যাডরেনাল

আকারে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি?

ক. পিটুইটারি  খ. থাইরয়েড  গ. থাইমাস  ঘ. অ্যাডরেনাল

পিটুইটারি থেকে নিঃসৃত হয়-

র. গোনাডোট্রপিক

রর. সোমাটোট্রপিক  

ররর. থাইমোসিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

পিটুইটারি থেকে নিঃসৃত হয় না-

র. এডরেনোকর্টিকোট্রপিন

রর. অ্যাডরেনালিন  

ররর. থাইরয়েড উদ্দীপক হরমোন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর  গ) র ও ররর  ঘ) রর ও ররর 

থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?

ক. পিটুইটারি  খ. থাইরয়েড  গ. প্যারাথাইরয়েড  ঘ. থাইমাস

প্যারাথরমোন কিসের বিপাক নিয়ন্ত্রণ করে?

র. ক্যালসিয়াম   রর. ম্যাগনেসিয়াম  ররর. ফসফরাস

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

শিশুকালে বিকশিত গ্রন্থি-

ক. পিটুইটারি  খ. থাইরয়েড  গ. প্যারাথাইরয়েড  ঘ. থাইমাস

কিডনির উপর অবস্থিত গ্রন্থি-

ক. অ্যাডরেনাল  খ. গোনাড  গ. প্যারাথাইরয়েড  ঘ. থাইমাস

আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিঃসৃত হয় কোন হরমোন?

ক. ইস্ট্রোজেন  খ. টেস্টোস্টেরন  গ. গ্লুকাগন  ঘ. থাইমোসিন

গোনাড বা জনন অঙ্গ গ্রন্থি:

জনন অঙ্গ গ্রন্থির হরমোন নয়-

র. থাইমোসিন   রর. টেস্টোস্টেরন   ররর. ইস্ট্রোজেন

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

কী যুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়?

ক. ক্যালসিয়াম  খ. আয়োডিন  গ. সোডিয়াম  ঘ. ফ্লোরিন

ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য-

র. ঘন ঘন প্রস্রাব   রর. সংক্রামক রোগ  ররর. বংশগতির প্রভাব

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

রক্ত ও প্রস্রাবে কীসের মাত্রা নির্ণয়ের মাধ্যমে ডায়াবেটিস রোগ নির্ণয় করা যায়?

ক. গ্লিসারল  খ. সুক্রোজ  গ. ফ্রুকটোজ  ঘ. গ্লুকোজ

স্ট্রোক হয়-

র. মস্তিষ্কে  রর. হৃৎপিণ্ডে  ররর. ফুসফুসে

কোনটি সঠিক?  ক) র  খ) র ও রর  গ) রর  ঘ) র, রর ও ররর

কীসের কারণে প্যারালাইসিস হয়?

ক. হার্ট অ্যাটাক  খ. স্ট্রোক  গ. এপিলেপসি  ঘ. ম্যানিনজাইটিস

এপিলেপসির উপসর্গ দেখা দেয় যে কারণে-

র. ম্যানিনজাইটিস   রর. এনসেফাইটিস  ররর. মস্তিষ্কে টিউমার

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

পারকিনসন রোগ সাধারণত কত বছরের পর হয়?

ক. ২০  খ. ৩০  গ. ৪০  ঘ. ৫০

রক্তে নিকোটিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণ-

ক. ধূমপান  খ. মদ  গ. আফিম  ঘ. মরফিন