উদ্ভিদে হরমোন বা প্রাণরস নিয়ন্ত্রণ করে-
র. বৃদ্ধি রর. বিকাশ ররর. বিভিন্ন অঙ্গ সৃষ্টি
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
ফাইটোহরমোন নয় কোনটি?
ক. সাইটোকাইনিন খ. অ্যাবসিসিক এসিড
গ. ইথিলিন ঘ. ইস্ট্রোজেন ঘ
পসটুলেটেড হরমোন-
র. অক্সিন রর. ফ্লোরিজেন ররর. ভার্নালিন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর খ
পাতায় উৎপন্ন হয় এবং পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে-
র. অক্সিন রর. ফ্লোরিজেন ররর. ভার্নালিন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) রর ও ররর খ
উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে-
র. অক্সিন রর. ফ্লোরিজেন ররর. ভার্নালিন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) রর ও ররর খ
অক্সিন হরমোন প্রথম কে আবিষ্কার করেন?
ক. ডারউইন খ. কোল গ. হ্যাগেন স্নিট ঘ. মার্শাল ক
অক্সিন নামকরণ করেন-
র. ডারউইন রর. হ্যাগেন স্নিট ররর. কোল
কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) ররর ঘ) রর খ
ধানের বাকানি রোগের কারণ-
র. অক্সিন রর. ইথিলিন ররর. জিবেরেলিন
কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর গ
ডাবের পানিতে কোন ফাইটোহরমোনটি পাওয়া যায়?
ক. অক্সিন খ. ইথিলিন গ. জিবেরেলিন ঘ. সাইটোকাইনিন ঘ
নিচের কোন হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ?
ক. অক্সিন খ. ইথিলিন গ. জিবেরেলিন ঘ. সাইটোকাইনিন খ
ফল পাকাতে সাহায্য করে-
ক. অক্সিন খ. ইথিলিন গ. জিবেরেলিন ঘ. সাইটোকাইনিন খ
কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহার করা হয়-
ক. অক্সিন খ. ইথিলিন গ. জিবেরেলিন ঘ. সাইটোকাইনিন খ
বীজহীন ফল উৎপাদনে ব্যবহার রয়েছে-
র. অক্সিন রর. ইথিলিন ররর. জিবেরেলিন
কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ঘ
নিচের কোনটি ছোটদিনের উদ্ভিদ?
ক. চন্দ্রমল্লিকা খ. লেটুস গ. ঝিঙা ঘ. শসা ক
কোনটি বড়দিনের উদ্ভিদ?
ক. চন্দ্রমল্লিকা খ. ডালিয়া গ. ঝিঙা ঘ. শসা গ
নিচের কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ?
ক. চন্দ্রমল্লিকা খ. লেটুস গ. ঝিঙা ঘ. শসা ঘ
সামগ্রিক চলন দেখা যায়-
র. Volvox
রর. Chlamydomonas
ররর. ডায়াটম
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
বক্রচলনের উদাহরণ-
র. কান্ডের আলোকমুখী চলন
রর. আকর্ষী অবলম্বনকে পেঁচিয়ে ধরা
ররর. মূলের অন্ধকারমুখী চলন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
রাসায়নিক দূত-
ক. এনজাইম খ. হরমোন গ. লসিকা ঘ. রক্ত খ
পিঁপড়া যে হরমোন ক্ষরণ করে যোগাযোগ করে-
ক. সোমাটোট্রোপিন খ. সিরাম গ. ফেরোমন ঘ. অক্সিন গ
মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে কোন স্নায়ুর মাধ্যমে পেশি বা গ্রন্থিতে সাড়া জাগায়?
ক. মোটর খ. সংবেদি গ. মিশ্র ঘ. স্বয়ংক্রিয় ক
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র-
র. সিম্প্যাথেটিক
রর. সুষুম্না স্নায়ু
ররর. প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর গ
ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার যে নিউরনগুচ্ছ দিয়ে সংযুক্ত থাকে-
ক. সিরাম খ. কর্পাস ক্যালোসাম গ. ভেগাস ঘ. পনস খ
অগ্রমস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত থাকে-
ক. মেনেনজেস খ. এপিডার্মিস গ. প্লাজমাপর্দা ঘ. মায়েলিন ক
নিউরনের অ্যাক্সন যে সাদা রঙের আবরণে আবৃত থাকে-
ক. মেনেনজেস খ. এপিডার্মিস গ. প্লাজমাপর্দা ঘ. মায়েলিন ঘ
পশ্চাৎমস্তিষ্কের অংশ-
র. সেরিবেলাম রর. পনস ররর. মেডুলা অবলংগাটা
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
সেরিবেলাম:
দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণ করে-
ক. সেরিবেলাম খ. পনস গ. মেডুলা অবলংগাটা ঘ. মধ্যমস্তিষ্ক ক
সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার মধ্যে সংযোগ স্থাপন করে-
ক. সেরিব্রাম খ. পনস গ. কর্পাস ক্যালোসাম ঘ. মধ্যমস্তিষ্ক খ
করোটিক স্নায়ুর সংখ্যা-
ক. ২ জোড়া খ. ১০ জোড়া গ. ১২ জোড়া ঘ. ১৪ জোড়া গ
মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায় উৎপন্ন হয়?
ক. ৮ জোড়া খ. ১০ জোড়া গ. ১২ জোড়া ঘ. ৪ জোড়া ক
মেরুরজ্জু:
মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা-
ক. ২ জোড়া খ. ১০ জোড়া গ. ১২ জোড়া ঘ. ৩১ জোড়া ঘ
স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক-
ক. নেফ্রন খ. নিউরন গ. নেফ্রিডিয়া ঘ. ফেরোমন খ
নিউরনের গঠন:
কোষদেহ:
নিউরনের সাইটোপ্লাজমে থাকে-
র. মাইটোকন্ড্রিয়া
রর. লাইসোজোম
ররর. গলজিবস্তু
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
অ্যাক্সন এর চারদিকে যে পাতলা আবরণ থাকে তাকে কী বলে?
ক. মেনেনজেস খ. এপিডার্মিস গ. প্লাজমাপর্দা ঘ. নিউরিলেমা ঘ
নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত স্নেহ পদার্থের স্তরকে কী বলে?
ক. মেনেনজেস খ. এপিডার্মিস গ. প্লাজমাপর্দা ঘ. মায়েলিন ঘ
অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে কী বলে?
ক. মেনেনজেস খ. এপিডার্মিস গ. অ্যাক্সলেমা ঘ. মায়েলিন গ
প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয়-
র. মস্তিস্ক দিয়ে
রর. সুষুম্নাকাণ্ড দিয়ে
ররর. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে
কোনটি সঠিক? ক) রর খ) র ও ররর গ) র ঘ) র, রর ও ররর ক
প্রতিবর্তী ক্রিয়ায় অংশ নেয়-
র. সংবেদী নিউরন
রর. রিলে নিউরন
ররর. মোটর স্নায়ু
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া?
ক. ১২ খ. ২০ গ. ৩১ ঘ. ৩৬ ক
সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া প্রান্তীয় স্নায়ু বের হয়?
ক. ১২ খ. ২০ গ. ৩১ ঘ. ৩৬ গ
স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়-
র. হৃৎপিণ্ড রর. অন্ত্র ররর. অগ্ন্যাশয়
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
হাইপোফাইসিস কোন গ্রন্থির আরেক নাম?
ক. পিটুইটারি খ. থাইরয়েড গ. থাইমাস ঘ. অ্যাডরেনাল ক
মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি কোনটি?
ক. পিটুইটারি খ. থাইরয়েড গ. থাইমাস ঘ. অ্যাডরেনাল ক
আকারে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি?
ক. পিটুইটারি খ. থাইরয়েড গ. থাইমাস ঘ. অ্যাডরেনাল ক
পিটুইটারি থেকে নিঃসৃত হয়-
র. গোনাডোট্রপিক
রর. সোমাটোট্রপিক
ররর. থাইমোসিন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ক
পিটুইটারি থেকে নিঃসৃত হয় না-
র. এডরেনোকর্টিকোট্রপিন
রর. অ্যাডরেনালিন
ররর. থাইরয়েড উদ্দীপক হরমোন
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর খ
থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
ক. পিটুইটারি খ. থাইরয়েড গ. প্যারাথাইরয়েড ঘ. থাইমাস খ
প্যারাথরমোন কিসের বিপাক নিয়ন্ত্রণ করে?
র. ক্যালসিয়াম রর. ম্যাগনেসিয়াম ররর. ফসফরাস
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর গ
শিশুকালে বিকশিত গ্রন্থি-
ক. পিটুইটারি খ. থাইরয়েড গ. প্যারাথাইরয়েড ঘ. থাইমাস ঘ
কিডনির উপর অবস্থিত গ্রন্থি-
ক. অ্যাডরেনাল খ. গোনাড গ. প্যারাথাইরয়েড ঘ. থাইমাস ক
আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিঃসৃত হয় কোন হরমোন?
ক. ইস্ট্রোজেন খ. টেস্টোস্টেরন গ. গ্লুকাগন ঘ. থাইমোসিন গ
গোনাড বা জনন অঙ্গ গ্রন্থি:
জনন অঙ্গ গ্রন্থির হরমোন নয়-
র. থাইমোসিন রর. টেস্টোস্টেরন ররর. ইস্ট্রোজেন
কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ক
কী যুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়?
ক. ক্যালসিয়াম খ. আয়োডিন গ. সোডিয়াম ঘ. ফ্লোরিন খ
ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য-
র. ঘন ঘন প্রস্রাব রর. সংক্রামক রোগ ররর. বংশগতির প্রভাব
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর গ
রক্ত ও প্রস্রাবে কীসের মাত্রা নির্ণয়ের মাধ্যমে ডায়াবেটিস রোগ নির্ণয় করা যায়?
ক. গ্লিসারল খ. সুক্রোজ গ. ফ্রুকটোজ ঘ. গ্লুকোজ ঘ
স্ট্রোক হয়-
র. মস্তিষ্কে রর. হৃৎপিণ্ডে ররর. ফুসফুসে
কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) র, রর ও ররর ক
কীসের কারণে প্যারালাইসিস হয়?
ক. হার্ট অ্যাটাক খ. স্ট্রোক গ. এপিলেপসি ঘ. ম্যানিনজাইটিস খ
এপিলেপসির উপসর্গ দেখা দেয় যে কারণে-
র. ম্যানিনজাইটিস রর. এনসেফাইটিস ররর. মস্তিষ্কে টিউমার
কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ঘ
পারকিনসন রোগ সাধারণত কত বছরের পর হয়?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০ ঘ
রক্তে নিকোটিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণ-
ক. ধূমপান খ. মদ গ. আফিম ঘ. মরফিন ক