জীবে পরিবহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ

প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?

ক. ৬০  খ. ৭০  গ. ৮০  ঘ. ৯০         

ফ্লুইড অফ লাইফ-

ক. পানি  খ. রক্ত  গ. লসিকা  ঘ. মধু

উদ্ভিদের কোন প্রক্রিয়া চালু রাখতে পরিমাণমতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার?

র. প্রস্বেদন  রর. সালোকসংশ্লেষণ   ররর. খনিজ লবণ শোষণ

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

উদ্ভিদে পানির ভূমিকা রয়েছে?

র. কোষের বৃদ্ধিতে  রর. চলনে  ররর. প্রস্বেদনে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

উদ্ভিদে পানি শোষণ কাজ সম্পাদন করে যে প্রক্রিয়া-

র. ইমবাইবিশন  রর. ব্যাপন  ররর. অভিস্রবণ

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থের তরল পদার্থ শুষে নেওয়ার ঘটনাকে বলা হয়-

ক. প্রস্বেদন  খ. ব্যাপন  গ. ইমবাইবিশন  ঘ. অভিস্রবণ

নিচের কোনটি হাইড্রোফিলিক?

র. সেলুলোজ  রর. জিলেটিন  ররর. স্টার্চ

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

কোনটি কলয়েডধর্মী?

র. প্লাজমামেমব্রেন  রর. কোষপ্রাচীর  ররর. প্রোটোপ্লাজম 

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  খ

ব্যাপন: 

যে প্রক্রিয়ায় কোন দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে কি বলে?

ক. ব্যাপন  খ. প্রস্বেদন  গ. অভিস্রবণ  ঘ. ইমবাইবিশন

অভিস্রবণ:

অভিস্রবণ প্রকৃতপক্ষে কিসের ব্যাপন?

ক. দ্রবের  খ. দ্রাবকের  গ. দ্রব ও দ্রাবকের  ঘ. গ্যাসীয় পদার্থের

পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির কারণ-

ক. খনিজ লবণ শোষণ  খ. প্রস্বেদন  গ. অভিস্রবণ  ঘ. ইমবাইবিশন

মূলরোমে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করে-

র. অভিস্রবণ  রর. প্রস্বেদন  ররর. ব্যাপন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা কোন কলার মাধ্যমে উপরের দিকে ও পাশের দিকে প্রবাহিত হয়?

ক. জাইলেম  খ. ফ্লোয়েম  গ. নিঃস্রাবী  ঘ. আবরণী

খনিজ লবন শোষণ:

উদ্ভিদের খনিজ লবণ শোষণের ক্ষেত্রে-

র. আয়ন হিসেবে শোষিত হয়

রর. নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ হয়

ররর. প্রধান শোষণ অঞ্চল মূলের গোড়ায় অবস্থিত

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায়-

র. বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না

রর. ইমবাইবিশন হয়

ররর. অভিস্রবণ হয়

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

উদ্ভিদে পরিবহন:

উদ্ভিদে পরিবহন বলতে বোঝায়-

র. শোষিত পানি পরিবহন

রর. খনিজ লবণ পরিবহন

ররর. পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচল

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায়-

র. প্রস্বেদনের টানে  রর. কৈশিক শক্তিতে   ররর. মূলজ চাপে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

উদ্ভিদের মৃত্যু অবধারিত-

র. জাইলেমের ভেসেল বন্ধ হলে  রর. ফ্লোয়েমের সিভনল বন্ধ হলে

ররর. জাইলেম ও ফ্লোয়েমের ফাইবার বন্ধ হলে 

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) ররর

পানি ও খনিজ পদার্থের পরিবহন:

কোষরসে থাকে-

র. পানি  রর. খনিজ লবণ  ররর. লসিকা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

উদ্ভিদে পানি এবং খনিজ লবণ শোষণ ও পরিবহনে প্রথম ধাপে ভূমিকা রাখে-

র. প্রস্বেদন  রর. ব্যাপন   ররর. অভিস্রাবণ

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

পানি সুউচ্চ বৃক্ষের সর্বোচ্চ স্থানে পৌছায়-

র. ভেসেলের মাধ্যমে   রর. সিভকোষের মাধ্যমে   ররর. সঙ্গীকোষের মাধ্যমে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) র  গ) রর  ঘ) র, রর ও ররর 

ঘৃতকুমারীতে কোথায় খাদ্য জমা থাকে?

ক. ফলে  খ. ফুলে  গ. কান্ডে  ঘ. পাতায়

ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন:

উদ্ভিদের পাতায় উৎপাদিত খাদ্য পরিবহন করে-

র. ট্রাকিড  রর. ভেসেল  ররর. সিভনল

কোনটি সঠিক?  ক) র  খ) রর ও ররর  গ) ররর  ঘ) রর ও ররর

ক্যালোজ জমা হয়-

র. সিভনলে  রর. সঙ্গীকোষে  ররর. ভেসেলে

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

ক্যালোজ জমা হয়-

র. গ্রীষ্মকালে  রর. শরৎকালে  ররর. শীতকালে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর  গ) ররর  ঘ) রর ও ররর

প্রস্বেদনের প্রকার-

র. স্টোম্যাটাল  রর. কিউটিকুলার   ররর. লেন্টিকুলার

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

পত্ররন্ধ্র থাকে-

র. পাতায়   রর. ফুলের বৃতিতে   ররর. কচিকান্ডে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

পত্ররন্ধ্রে কতটি রক্ষীকোষ থাকে?

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. অসংখ্য

উদ্ভিদের মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?

ক. ৪০-৫০  খ. ৬০-৭০  গ. ৮০-৮৫ ঘ. ৯০-৯৫

কিউটিকল কী উপাদানে গঠিত?

ক. কাইটিন  খ. কিউটিন  গ. সেলুলোজ  ঘ. লিগনিন

উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কান্ডের বাকল ফেটে যে ছিদ্র সৃষ্টি হয়-

ক. কিউটিকল  খ. স্টোম্যাটা  গ. প্লাজমোডেজমাটা  ঘ. লেন্টিসেল

বাহ্যিক প্রভাবক:

প্রস্বেদনের ক্ষেত্রে-

র. তাপমাত্রা বাড়লে প্রস্বেদন তরান্বিত হয়

রর. আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রস্বেদন হার কমে

ররর. আলোর উপস্থিতিতে প্রস্বেদন হার বাড়ে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

অভ্যন্তরীণ প্রভাবক:

উদ্ভিদের অতি প্রয়োজনীয় অমঙ্গল প্রক্রিয়া কোনটি?

ক. ব্যাপন  খ. প্রস্বেদন  গ. অভিস্রবণ  ঘ. ইমবাইবিশন

কোন প্রক্রিয়া উদ্ভিদে পানি ও খনিজ লবণের ঘাটতি সৃষ্টি করে?

ক. ব্যাপন  খ. প্রস্বেদন  গ. অভিস্রবণ  ঘ. ইমবাইবিশন

কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন?

ক. কার্টিস  খ. ওয়ারেন  গ. মার্শাল  ঘ. রবিন


মানবদেহে রক্ত সংবহন:


রক্তের মাধ্যমে পরিবাহিত হয়-

র. খাদ্য  রর. অক্সিজেন  ররর. বর্জ্য

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

মানবদেহে রক্ত থাকে-

র. হৃদপিন্ডে  রর. রক্তনালিতে  ররর. কোষাভ্যন্তরে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

রক্তসংবহনতন্ত্রের অংশ-

র. শিরা  রর. কৈশিকনালি  ররর. ল্যাকটিয়েলনালি

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

লসিকাতন্ত্রের অংশ-

র. লসিকা  রর. কৈশিকনালি   ররর. ল্যাকটিয়েলনালি

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

রক্ত-

র. স্বচ্ছ  রর. মৃদু অম্লীয়  ররর. লবণাক্ত

কোনটি সঠিক?  ক) র  খ) রর ও ররর  গ) ররর  ঘ) র, রর ও ররর

হিমোগ্লোবিন থাকে-

র. লোহিত রক্তকণিকায়  রর. শ্বেত রক্তকণিকায়  ররর. অনুচক্রিকায়

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

রক্তকণিকার জন্ম হয়-

ক. যকৃতে  খ. প্লীহায়  গ. অস্থিমজ্জায়  ঘ. কিডনিতে

রক্তের শতকরা কত ভাগ রক্তরস?

ক. ৩০  খ. ৪৫  গ. ৫৫  ঘ. ৯০

রক্তরসে থাকে-

র. ক্ষুদ্র চর্বিকণা

রর. হরমোন

ররর. এন্টিবডি

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

রক্তকণিকা কত ধরনের?

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. ৫   খ

লোহিত রক্তকণিকা:

শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

র. লোহিত রক্তকণিকা  রর. শ্বেত রক্তকণিকা  ররর. অনুচক্রিকা

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

লোহিত রক্তকণিকার আয়ু কতদিন?

ক. ৯০  খ. ১০০  গ. ১২০  ঘ. ১৩০

একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে প্রতি কিউবিক মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

ক. ৫ হাজার  খ. ৫ লক্ষ  গ. ৫ মিলিয়ন  ঘ. ৫ কোটি

একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে প্রতি কিউবিক মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার চেয়ে কত গুণ বেশি?

ক. ৫  খ. ৫০  গ. ৫০০  ঘ. ৫০০০

বাংলাদেশের কত সংখ্যক জনগোষ্ঠী অ্যানিমিয়াতে আক্রান্ত?

ক. এক তৃতীয়াংশ  খ. দুই তৃতীয়াংশ  গ. অর্ধেক  ঘ. তিন চতুর্থাংশ     খ

শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট:

শ্বেত রক্তকণিকা-

র. নির্দিষ্ট আকার নেই

রর. হিমোগ্লোবিনযুক্ত 

ররর. নিউক্লিয়াস নেই

কোনটি সঠিক?  ক) র  খ) রর ও ররর  গ) ররর  ঘ) র, রর ও ররর

শ্বেতরক্তকণিকার গড় আয়ু-

ক. ১-১৫ দিন  খ. ৩০ দিন  গ. ৪৫-৬০ দিন  ঘ. ১২০ দিন

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-

র. লোহিত রক্তকণিকা  রর. শ্বেত রক্তকণিকা  ররর. অনুচক্রিকা

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে-

র. লোহিত রক্তকণিকা  রর. শ্বেত রক্তকণিকা  ররর. অনুচক্রিকা

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা থাকে-

ক. ৪-১০ হাজার  খ. ৫০ হাজার  গ. ৫০ লাখ  ঘ. ১ কোটি

স্তন্যপায়ীদের মধ্যে ডিএনএ থাকে-

র. লোহিত রক্তকণিকায়  রর. শ্বেত রক্তকণিকায়  ররর. অনুচক্রিকায়

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেতরক্তকণিকাকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. ৫

অ্যাগ্রানুলোসাইট:

অ্যাগ্রানুলোসাইট-

র. লিম্ফোসাইট  রর. বেসোফিল   ররর. মনোসাইট

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

অ্যাগ্রানুলোসাইট তৈরি হয়-

র. লিম্ফনোডে  রর. টনসিলে  ররর. প্লিহায়

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর   ঘ

অ্যান্টিবডি তৈরি করে জীবাণু ধ্বংস করে-

র. লিম্ফোসাইট  রর. মনোসাইট  ররর. বেসোফিল

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর   ক

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-

র. লিম্ফোসাইট  রর. মনোসাইট  ররর. নিউট্রোফিল

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর   খ

গ্রানুলোসাইট:

গ্রানুলোসাইট-

র. নিউট্রোফিল  রর. ইওসিনোফিল  ররর. বেসোফিল

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর   ঘ

হিস্টামিন নিঃসৃত করে-

র. নিউট্রোফিল  রর. ইওসিনোফিল  ররর. বেসোফিল

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  খ

এলার্জি প্রতিরোধ করে-

র. নিউট্রোফিল  রর. ইওসিনোফিল  ররর. বেসোফিল

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  খ

রক্তবাহিকার ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়-

ক. হেপারিন  খ. হিস্টামিন  গ. প্রোলিন  ঘ. হিমোগ্লোবিন

হেপারিন নিঃসৃত করে-

র. নিউট্রোফিল  রর. ইওসিনোফিল  ররর. বেসোফিল

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

অনুচক্রিকা বা থ্রম্বোসাইট:

অণুচক্রিকায় থাকে-

র. মাইটোকন্ড্রিয়া  রর. গলগি বস্তু  ররর. নিউক্লিয়াস

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

অণুচক্রিকার গড় আয়ু-

ক. ৫-১০ দিন  খ. ৩০ দিন  গ. ৪৫-৬০ দিন  ঘ. ১২০ দিন

পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা-

ক. ৪-১০ হাজার  খ. ৫০ হাজার  গ. ৫০ লাখ  ঘ. আড়াই লক্ষ        ঘ

রক্ত তঞ্চন করে-

র. লোহিত রক্তকণিকা  রর. শ্বেত রক্তকণিকা  ররর. অনুচক্রিকা

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর            গ

থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে-

র. লোহিত রক্তকণিকা  রর. শ্বেত রক্তকণিকা  ররর. অনুচক্রিকা

কোনটি সঠিক?  ক) র   খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে-

ক. ফাইব্রিনোজেন  খ. ক্যালসিয়াম  গ. ভিটামিন কে  ঘ. থ্রম্বোপ্লাস্টিন   ঘ

রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে-

ক. থ্রম্বিন  খ. ক্যালসিয়াম  গ. ভিটামিন কে  ঘ. থ্রম্বোপ্লাস্টিন   

রক্ত তঞ্চনের সাথে জড়িত থাকে-

র. ভিটামিন কে

রর. ক্যালসিয়াম আয়ন 

ররর. শ্বেতরক্তকণিকা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

রক্তরস কার্বন ডাইঅক্সাইডকে কীরূপে বহন করে?

ক. অক্সি হিমোগ্লোবিন  খ. সোডিয়াম বাইকার্বনেট  

গ. কার্বন মনোঅক্সাইড ঘ. ক্যালসিয়াম কার্বনেট

রক্তরস কোষে সরবরাহ করে-

র. গ্লুকোজ

রর. অ্যামাইনো এসিড

ররর. চর্বিকণা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

অ্যান্টিজেন কোথায় থাকে?

ক. রক্তরসে  খ. লোহিত রক্তকণিকায়  

গ. শ্বেত রক্তকণিকায়  ঘ. অনুচক্রিকায়

অ্যান্টিবডি থাকে-

ক. রক্তরসে  খ. লোহিত রক্তকণিকায়  

গ. শ্বেত রক্তকণিকায়  ঘ. অনুচক্রিকায়

সর্বপ্রথম ব্লাড গ্রুপ করেন-

ক. কার্টিস  খ. মার্শাল  গ. ল্যান্ডস্টেইনার  ঘ. ওয়ারেন

কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?

ক. ১৮০১  খ. ১৮৯৮  গ. ১৯০১  ঘ. ১৯১৯

মানুষের রক্তগ্রুপ কতটি?

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. ৫

সর্বজনীন দাতা রক্তগ্রুপ কোনটি?

ক. এ  খ. বি  গ. এবি  ঘ. ও

সর্বজনীন গ্রহীতা রক্তগ্রুপ কোনটি?

ক. এ  খ. বি  গ. এবি  ঘ. ও

হৃদপিন্ডের গঠন ও কাজ:

হৃৎপিণ্ডের গঠন:

হৃৎপিণ্ড সম্পর্কে সঠিক তথ্য হলো-

র. হৃৎপিণ্ড একটি পাম্পযন্ত্র

রর. দুই ফুসফুসের মাঝে অবস্থিত

ররর. ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দ্বারা আকৃত থাকে তার নাম কী?

ক. কিউটিকল  খ. কাইটিন  গ. পেরিকার্ডিয়াম  ঘ. এপিডার্মিস

হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর-

র. মায়োকার্ডিয়াম

রর. এন্ডোকার্ডিয়াম

ররর. এপিকার্ডিয়াম

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

হৃৎপিণ্ডের যে স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে-

র. মায়োকার্ডিয়াম

রর. এন্ডোকার্ডিয়াম

ররর. এপিকার্ডিয়াম

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতটি:

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. ৫

হৃৎপিণ্ডের-

র. অলিন্দ দুটির প্রাচীর পুরু

রর. নিলয় দুটির প্রাচীর পাতলা

ররর. উপরের প্রকোষ্ঠ দুটি আকারে ছোট

কোনটি সঠিক?  ক) র  খ) রর ও ররর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে কোন ভালভ থাকে?

ক. বাইকাসপিড  খ. ট্রাইকাসপিড  গ. মাইট্রাল  ঘ. অর্ধচন্দ্রাকার

হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে কোন ভালভ থাকে?

র. ট্রাইকাসপিড

রর. মাইট্রাল

ররর. অর্ধচন্দ্রাকার

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) ররর  ঘ) র, রর ও ররর

মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে কোন কপাটিকা থাকে?

ক. বাইকাসপিড  খ. ট্রাইকাসপিড  গ. মাইট্রাল  ঘ. অর্ধচন্দ্রাকার

হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয়-

ক. সিস্টোল  খ. ডায়াস্টল  গ. হৃৎস্পন্দন  ঘ. পেরিস্টালসিস

হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয়-

ক. সিস্টোল  খ. ডায়াস্টল  গ. হৃৎস্পন্দন  ঘ. পেরিস্টালসিস

হৃৎপিণ্ডের একবার সিস্টোল-ডায়াস্টলকে বলা হয়-

ক. সিস্টোল  খ. ডায়াস্টল  গ. হৃৎস্পন্দন  ঘ. পেরিস্টালসিস

রক্তবাহিকা বা রক্তনালি-

র. ধমনি

রর. শিরা 

ররর. কৈশিক জালিকা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

ধমনির প্রাচীরের স্তর-

র. টিউনিকা এক্সটার্না

রর. টিউনিকা মিডিয়া 

ররর. টিউনিকা ইন্টারনা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর   ঘ

ধমনি সম্পর্কে সঠিক তথ্য-

র. ধমনির প্রাচীর পুরু

রর. ধমনির প্রাচীর স্থিতিস্থাপক

ররর. ধমনিতে কপাটিকা থাকে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

ধমনির স্ফীতি এবং সংকোচনকে কী বলে?

ক. সিস্টোল  খ. ডায়াস্টল  গ. হৃৎস্পন্দন  ঘ. নাড়িস্পন্দন

যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের কী বলে?

ক. ধমনি  খ. শিরা  গ. লসিকা  ঘ. ল্যাকটিয়েল

শিরা সম্পর্কে সঠিক তথ্য-

র. প্রাচীর তিন স্তরবিশিষ্ট

রর. নালিপথে কপাটিকা থাকে না

ররর. প্রাচীর কম স্থিতিস্থাপক

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

কৈশিক জালিকা:

রক্তে দ্রবীভূত সব বস্তু কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে?

ক. ব্যাপন  খ. অভিস্রবণ  গ. ইমবাইবিশন  ঘ. প্রস্বেদন

আদর্শ রক্তচাপ:

একজন পূর্ণবয়স্ক মানুষের আদর্শ রক্তচাপ-

ক. ১০০/৮০ মিলিমিটার  খ. ১২০/৮০ মিলিমিটার

গ. ১৪০/৯০ মিলিমিটার  ঘ. ১৬০/১১০ মিলিমিটার

সুস্থ অবস্থায় হাতের কব্জিতে রেট তথা হৃৎস্পন্দনের মান প্রতি মিনিটে-

ক. ৫০-৬০  খ. ৬০-১০০  গ. ৮০-১২০  ঘ. ৩০-৪০

রক্তচাপ মাপার যন্ত্রের নাম-

ক. স্টোথোস্কোপ  খ. ব্যারোমিটার  

গ. স্ফিগমোম্যানোমিটার  ঘ. ক্যালরিমিটার

উচ্চ রক্তচাপ যে রোগের কারণ-

র. স্ট্রোক  রর. হৃদরোগ  ররর. গ্যাস্ট্রিক আলসার

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

উচ্চ রক্তচাপ হলে-

র. সিস্টোলিক চাপ ১২০ মিলিমিটারের উপরে

রর. ডায়াস্টোলিক চাপ ৮০ মিলিমিটারের উপরে 

ররর. ডায়াস্টোলিক ও সিস্টোলিক চাপ ৮০/১২০ মিলিমিটার   

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) ররর  ঘ) র, রর ও ররর 

উচ্চ রক্তচাপ ঝুঁকির কারণ:

উচ্চ রক্তচাপের কারণ-

র. স্নায়বিক চাপ  রর. ধূমপান   ররর. দেহের ওজন বেশি

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

কোন রোগের কারণে সন্তান প্রসবের সময় মায়ের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে?

ক. Eclampsia   খ. Dyspepsia  

গ. Peptic ulcer             ঘ. Appendicitis

উচ্চ রক্তচাপের লক্ষণ-

র. মাথাব্যথা  রর. ঘাড় ব্যথা  ররর. বুক ধড়ফড় করা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

কত শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ প্রকাশ পায় না?

ক. ৩০  খ. ৪০  গ. ৫০  ঘ. ৮০

রক্তচাপ নির্ণয় করা:

উচ্চ রক্তচাপের প্রতিকার:

মস্তিস্কে রক্তক্ষরণ-

র. স্ট্রোক  রর. হৃদরোগ  ররর. গ্যাস্ট্রিক আলসার

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) র ও রর  ঘ) র, রর ও ররর 

কোলেস্টেরল:

কোলেস্টেরল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়?

ক. গ্লাইকোপ্রোটিন  খ. লিপোপ্রোটিন  

গ. গ্লাইকোজেন  ঘ. পাইরুভিক এসিড

হৃদরোগের ঝুঁকি বাড়ায়-

র. LDL

রর. HDL

ররর. Tryglyceride

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

সাধারণত আমাদের রক্তে শতকরা কত ভাগ LDL থাকে?

ক. ৩০  খ. ৪০  গ. ৫৫  ঘ. ৭০

ভালো কোলেস্টেরল-

র. LDL  রর. HDL  ররর. Tryglyceride

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) র ও রর  ঘ) র, রর ও ররর

আমাদের শরীরে ট্রাই-গ্লিসারাইড তৈরি হয়-

র. প্রাণিজ চর্বি থেকে  রর. ভিটামিন থেকে  ররর. কার্বোহাইড্রেট থেকে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

অধিক পরিমাণ কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য-

র. চিংড়ি, ঝিনুক

রর. মাখন, গবাদিপশুর যকৃৎ 

ররর. ডিম ও ডিমের কুসুম

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যা:

হৃৎপিন্ডে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হলে সৃষ্টি হয়-

র. স্ট্রোক  রর. অ্যানজিনা  ররর. গ্যাস্ট্রিক আলসার

কোনটি সঠিক?  ক) র  খ) রর  গ) র ও রর  ঘ) র, রর ও ররর 

কোলেস্টেরলের কাজ: উপকারিতা ও স্বাস্থ্যঝুঁকি

কোষপ্রাচীর তৈরি ও রক্ষার কাজ করে-

ক. কোলেস্টেরল  খ. গ্লাইকোজেন  গ. শ্বেতসার  ঘ. ভিটামিন

মানবদেহের যে জনন হরমোন তৈরিতে কোলেস্টেরল সাহায্য করে-

র. এনড্রোজেন  রর. ইস্ট্রোজেন  ররর. সোমাটোট্রোপিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

কোলেস্টেরল সম্পর্কে সঠিক তথ্য-

র. কোলেস্টেরল পিত্ত তৈরি করে

রর. স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন 

ররর. অ্যাডরেনাল গ্রন্থির হরমোন তৈরি করে

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ঘ

সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে কোন ভিটামিন তৈরি হয়?

ক. এ  খ. বি  গ. সি  ঘ. ডি

চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি?

ক. এ  খ. ই  গ. সি  ঘ. ডি

কোলেস্টেরলের মাত্রা কোন ভিটামিনকে বিপাকে সহায়তা করে না?

ক. এ  খ. বি  গ. ই  ঘ. ডি

কোলেস্টেরল ছাড়াও পিত্তথলির পাথরের জন্য দায়ী-

র. ফসফেট  রর. ক্যালসিয়াম  ররর. ভিটামিন

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  ক

অস্থিমজ্জা ও রক্তের অস্বাভাবিক অবস্থা: লিউকেমিয়া

ভ্রƒণ অবস্থায় লোহিত রক্ত কণিকা তৈরি স্থান-

র. যকৃৎ  রর. কিডনী   ররর. প্লীহা

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

রক্তের ক্যান্সার-

ক. লিউকেমিয়া  খ. স্ট্রোক  গ. বাতজ্বর  ঘ. অ্যানিমিয়া

বর্তমানে বাংলাদেশের কোথায় অস্থিমজ্জা প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে?

ক. ঢাকা মেডিকেল কলেজ  খ. রাজশাহী মেডিকেল কলেজ 

গ. চট্টগ্রাম মেডিকেল কলেজ  ঘ. বরিশাল মেডিকেল কলেজ

হার্ট অ্যাটাক:

হার্ট অ্যাটাক-

র. লিউকেমিয়া

রর. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন 

ররর. করোনারি থ্রোমবোসিস

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  খ

হৃৎপেশির অক্সিজেন এবং পুষ্টি অর্জনের জন্য হৃৎপিন্ডের কতটি প্রধান রক্তনালি আছে?

ক. ২  খ. ৩  গ. ৪  ঘ. ৫

হার্ট অ্যাটাকের লক্ষণ-

র. বুকে অসহনীয় ব্যথা

রর. অ্যান্টাসিড ঔষধ খেলে ব্যথা কমে যাওয়া 

ররর. প্রচন্ডভাবে ঘামানো

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

হার্ট অ্যাটাক থেকে বাঁচতে-

র. নিয়মিত হাঁটতে ও ব্যায়াম করতে হবে

রর. চর্বি ও মশলাযুক্ত খাবার বেশি খেতে হবে 

ররর. ফাস্টফুড খাওয়া যাবে না

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর  গ

বাতজ্বরের কারণ যে অণুজীব-

ক. স্ট্রেপটোকক্কাস  খ. ব্যাসিলাস  

গ. প্লাজমোডিয়াম  ঘ. হেলিকোব্যাকটার

বাতজ্বরের লক্ষণ-

র. শ্বাসনালির প্রদাহ

রর. টনসিলের প্রদাহ 

ররর. মধ্যকর্ণের সংক্রমণ

কোনটি সঠিক?  ক) র ও রর  খ) রর ও ররর  গ) র ও ররর  ঘ) র, রর ও ররর

কোন রোগ হলে হৃৎপিন্ডের ভালভ ক্ষতিগ্রস্থ হয়?

ক. লিউকেমিয়া  খ. স্ট্রোক  গ. বাতজ্বর  ঘ. অ্যানিমিয়া