প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়া কী?
উত্তর: সজীব উদ্ভিদ ও প্রাণিকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দন্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে (এক বচনে মাইটোকন্ড্রিয়ন)।
প্রশ্ন: প্রতিটি মাইটোকন্ড্রিয়নে কতটি স্তরবিশিষ্ট পর্দা থাকে?
উত্তর: প্রতিটি মাইটোকণ্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে ।
প্রশ্ন: ক্রিস্টি কী?
উত্তর: প্রতিটি মাইটোকণ্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে। এর বহিঃপর্দাটি মসৃণ। কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে।
প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন?
উত্তর: জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এ জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘পাওয়ার হাউস’ বলে।
প্রশ্ন: কোন ধরণের কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে?
উত্তর: সবুজ উদ্ভিদকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক।
প্রশ্ন: গলজি বডি কী?
উত্তর: গলজি বডি হলো পর্দাঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে।
প্রশ্ন: গলজি বডির কাজ কী?
উত্তর: উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা।
প্রশ্ন: সেন্টিওল কী?
উত্তর: প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকারা বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। এদেরকে সেন্ট্রিওল বলে।
প্রশ্ন: সেন্ট্রোজোম কী?
উত্তর: সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। এ অংশকে সেন্ট্রোজোম বলে।
প্রশ্ন: কোন ধরণের কোষে সেন্ট্রিওল অনুপাস্থিত?
উত্তর: উদ্ভিদকোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না, তবে নিম্নশ্রেণির উদ্ভিদকোষে যেমন- ছত্রাকে থাকে।
প্রশ্ন: সেন্ট্রিওলের কাজ কী?
উত্তর: প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ।