প্রশ্ন: অ্যামিবা কী?
উত্তর: প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার। অণুবীক্ষন যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে।
প্রশ্ন: ক্ষণপদ কী? উত্তর: অ্যামিবার দেহ থেকে তৈরি আঙ্গুলের মতো অভিক্ষেপকে ক্ষণপদ বলে।
প্রশ্ন: ক্ষণপদের কাজ কী?
উত্তর: ক্ষণপদের সাহায্যে অ্যামিবা খাদ্যগ্রহণ ও চলাচল করে।
প্রশ্ন: অ্যামিবার দেহে কী ধরনের গহ্বর থাকে?
উত্তর: অ্যামিবার দেহে পানিগহ্বর, খাদ্যগহ্বর ও সংকোচন গহ্বর থাকে।
প্রশ্ন: প্লাজমালেমা কী?
উত্তর: অ্যামিবার সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। এ পর্দাকে প্লাজমালেমা বলা হয়।
প্রশ্ন: অ্যামিবা কোথায় জন্মে?
উত্তর: অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটি এবং পুকুরের তলার পঁচা জৈব আবর্জনার মধ্যে জন্মে।
প্রশ্ন: আমাশয় রোগ কত ধরনের?
উত্তর: আমাশয় রোগ সাধারণত দুই ধরনের, যথা- এমিবিক ও ব্যাসিলারি।
প্রশ্ন: ব্যাসিলারি আমাশয়ের কারণ কী? উত্তর: এক ধরনের ব্যাসিলাস ব্যাক্টেরিয়া।
প্রশ্ন: এমিবিক আমাশয় কেন হয়?
উত্তর: এন্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এমিবিক আমাশয় হয়।
প্রশ্ন: এন্টামিবা কী?
উত্তর: এন্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়। এদের দেহের কোন নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে।
প্রশ্ন: সিস্ট কী?
উত্তর: কখনো কখনো প্রতিকূল পরিবেশে অ্যামিবা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এ অবস্থায় একে সিস্ট বলে।
প্রশ্ন: এন্টামিবা কোথায় বাস করে?
উত্তর: এন্টামিবা পরজীবী হিসেবে মানুষ, বানরজাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শুকর ও ইদুঁরের বৃহদন্ত্রে বাস করে।
প্রশ্ন: এন্টামিবা কিভাবে বংশবৃদ্ধি করে?
উত্তর: এন্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ বা স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নূতন অ্যামিবা হিসেবে বড় হয়।
প্রশ্ন: কোন ধরনের আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন? উত্তর: এমিবিক আমাশয়।
প্রশ্ন: কলেরা ও টাইফয়েড কি জনিত রোগ? উত্তর: ব্যাকটেরিয়া।
প্রশ্ন: ভাইরাস, ব্যাকটেরিয়া ও এন্টামিবাজনিত রোগ এক সময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত কেন?
উত্তর: নিরাপদ পানির অভাবে।
প্রশ্ন: যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে কী সমস্যা হয়?
উত্তর: যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দুরান্তে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন: আমাদের দেশে কিভাবে এন্টামিবা সংক্রমিত হয়?
উত্তর: আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। এন্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরের এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ঐ জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে এন্টামিবা সংক্রমিত হয়।