প্লাস্টিড সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন: প্লাস্টিড কী?

উত্তর: সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। সাধারণত প্রাণিকোষে প্লাস্টিড নেই। এ অঙ্গাণুটি উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য।

প্রশ্ন: উদ্ভিদে প্লাস্টিড কী ভূমিকা পালন করে?

উত্তর: প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে।

প্রশ্ন: রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত কতটি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর: দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- (১) ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং (২) লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড।

প্রশ্ন: ক্রোমোপ্লাস্টিড কত প্রকার?

উত্তর: ক্রোমোপ্লাস্টিড দুই রকম- ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট।

প্রশ্ন: প্লাস্টিডে কতটি অংশ পরিলক্ষিত হয়?

উত্তর: তিনটি অংশ পরিলক্ষিত হয়। যথা- আবরণী, স্ট্রোমা এবং গ্রানা।

প্রশ্ন: প্লাস্টিড সবুজবর্ণ ধারণ করে কেন?

উত্তর: প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারন করে। সালোকসংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ।

প্রশ্ন: কিসে ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে?

উত্তর: ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে।

প্রশ্ন: সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট কিসে রূপান্তরিত হয়ে বর্ণ-বৈচিত্র্য সৃষ্টি করে?

উত্তর: ক্রোমোপ্লাস্টে।

প্রশ্ন: টমেটোর লাল টকটকে রং কেন হয়?

উত্তর: ক্রোমোপ্লাস্টে অবস্থিত লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য।

প্রশ্ন: ক্রোমোপ্লাস্টে কি কি বর্ণের রঞ্জক পদার্থ থাকে?

উত্তর: লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে।

প্রশ্ন: লিউকোপ্লাস্টিড কোথায় থাকে?

উত্তর: উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। যেমন মূলের কোষের প্লাস্টিড।

প্রশ্ন: সূর্যালোকের প্রভাবে লিউকোপ্লাস্টিড কিসে রূপান্তরিত হয়?

উত্তর: ক্লোরোপ্লাস্টে।

প্রশ্ন: সবুজ দুর্বাঘাস ইট দিয়ে কিছু দিন ঢাকা থাকলে কী ঘটনা ঘটে?

উত্তর: যদি সবুজ দুর্বাঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হওয়ায় এ ধরণের ঘটনা ঘটে।