উদ্ভিদের বংশবৃদ্ধি বিষয়ক ছোট ছোট কিছু প্রশ্নোত্তর

 ১। পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে কি রেখে যেতে চায়? বংশধর

২। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে কি বলে? প্রজনন বা জনন

৩। প্রজনন বা জনন প্রধানত কত প্রকার? দুই প্রকার; অযৌন ও যৌন জনন

৪। যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে বলে? অযৌন জনন

৫। নিম্নশ্রেণির জীবে কোন ধরনের জননের প্রবণতা বেশি? অযৌন

৬। অযৌন জনন প্রধানত কত ধরনের? দুই ধরনের; স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন

৭। কোন ধরনের উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়? নিম্নশ্রেণির

৮। কি পরিবর্তিত হয়ে অণুবীজথলি সৃষ্টি করে? উদ্ভিদের দেহকোষ

৯। একটি অণুবীজথলিতে সাধারণত কতটি অণুবীজ থাকে? অসংখ্য

১০। অণুবীজ থলির বাইরে উৎপন্ন হলে তাকে কি বলে? বহিঃঅণুবীজ

১১। কোন কোন বহিঃঅণুবীজ কি নামে পরিচিত? কনিডিয়াম

১২। কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে কোনটি? Penicillium

১৩। কোনো অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে কি বলে? অঙ্গজ জনন

১৪। অঙ্গজ জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফুর্তভাবে ঘটলে তাকে কি বলে? প্রাকৃতিক অঙ্গজ জনন

১৫। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কি বলে? কৃত্রিম অঙ্গজ জনন

১৬। Spirogyra, Mucor  ইত্যাদি উদ্ভিদে কিসের মাধ্যমে অঙ্গজ জনন হয়? দেহের খন্ডায়ন

১৭। কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়? পটল, সেগুন ইত্যাদি

১৮। কোন উদ্ভিদে রসাল মূলের সাহায্যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? মিষ্টি আলু

১৯। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের কি বলে? টিউবার

২০। গোলা আলু কি ধরনের কান্ড? টিউবার

২১। আদা কি ধরনের কান্ড? রাইজোম

২২। স্টোলন কোন উদ্ভিদের জননে সাহায্য করে? কচু, পুদিনা

২৩। কচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদে কি সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন হয়? অফসেট

২৪। চুপড়ি আলু কিসের উদাহরন? বুলবিল

২৫। উৎপাদিত উদ্ভিদ মাতৃউদ্ভিদের মতো গুণসম্পন্ন হওয়ায় নতুন বৈশিষ্ট্যর সমাবেশ ঘটে না কোন জননে? প্রাকৃতিক অঙ্গজ জনন

২৬। কলম / গ্রাফটিং এবং শাখা কলম কিসের উদাহরণ? কৃত্রিম অঙ্গজ জনন

২৭। কি কলম ব্যবহার করে নতুন গোলাপ গাছ উৎপন্ন করা যায়? শাখা কলম

২৮। একটি সম্পূর্ণ ফুলের মোট কতটি অংশ থাকে? পাঁচটি 

২৯। ফুলের পাঁচটি অংশের নাম কি কি? পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর

৩০। কোনো ফুলে পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকলে তাকে কি বলে? অসম্পূর্ণ ফুল

৩১। কোন কোন ফুলে পাঁচটি অংশ ছাড়াও বৃতির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে তাকে কি বলে? উপবৃতি

৩২। কোন ফুলে উপবৃতি দেখা যায়? জবা

৩৩। সে সব ফুলে বৃন্ত থাকে সেগুলোকে কি বলে? সবৃন্তক ফুল

৩৪। যে ফুলগুলোয় বৃন্ত থাকে না সেগুলোকে কি বলে? অবৃন্তক ফুল

৩৫। ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কি বলে? বৃতি

৩৬। বৃতি সাধারণত কি রঙের হয়? সবুজ

৩৭। বৃতি খণ্ডিত না হলে সেটি কি বলে? যুক্ত বৃতি

৩৮। বৃতি খণ্ডিত হলে তাকে কি বলে? বিযুক্ত বৃতি

৩৯। বিযুক্ত বৃতির প্রতিটি খণ্ডকে কি বলে? বৃত্যাংশ

৪০। ফুলের কোন অংশ অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকা-মাকড় থেকে রক্ষা করে? বৃতি

৪১। ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি? দলমন্ডল

৪২। অনেকগুলো কি মিলে দলমন্ডল গঠন করে? পাপড়ি

৪৩। দলমন্ডলের প্রতিটি অংশকে কি বলে? পাপড়ি বা দলাংশ

৪৪। ফুলের কোন অংশ রঙিন হওয়ায় কারণে পোকা-মাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে? দলমন্ডল

৪৫। ফুলের অন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে কোন অংশ? দলমন্ডল

৪৬। ফুলের তৃতীয় স্তবকের নাম কি? পুংস্তবক / পুংকেশর

৪৭। পুংকেশরের দণ্ডের মতো অংশকে কি বলে? পুংদণ্ড 

৪৮। পুংকেশরের শীর্ষের থলির মতো অংশকে কি বলে? পরাগধানী

৪৯। পরাগধানীর মধ্যে কি উৎপন্ন হয়? পরাগরেণু

৫০। পরাগরেণু থেকে কি উৎপন্ন হয়? পুং জননকোষ

৫১। ফুলের চতুর্থ স্তবকের নাম কি? স্ত্রীস্তবক বা গর্ভকেশর

৫২। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে কি গঠিত হয়? একটি স্ত্রীস্তবক

৫৩। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে কি বলে? যুক্তগর্ভপত্রী

৫৪। গর্ভপত্রগুলো আলাদা থাকলে তাকে কি বলে? বিযুক্তগর্ভপত্রী

৫৫। একটি গর্ভপত্রের তিনটি অংশ কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড

৫৬। গর্ভাশয়ের ভিতরে কি সাজানো থাকে? ডিম্বক

৫৭। ডিম্বকে কি সৃষ্টি হয়? স্ত্রী জননকোষ বা ডিম্বাণু

৫৮। সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কারা? পুংজনননকোষ, স্ত্রীজননকোষ বা ডিম্বাণু

৫৯। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনগুলো? পুংস্তবক ও স্ত্রীস্তবক

৬০। ফুলের সাহায্যকারী স্তবক কোনগুলো? বৃতি ও দলমন্ডল

৬১। কান্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন বিশেষ নিয়মে সাজানো ফুলসহ শাখাকে কি বলে? পুষ্পমঞ্জরি

৬২। পুষ্পমঞ্জরির শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কি বলে? অনিয়ত পুষ্পমঞ্জরি 

৬৩। পুষ্পমঞ্জরির শাখার বৃদ্ধি সসীম হলে তাকে কি বলে? নিয়ত পুষ্পমঞ্জরি

৬৪। পরাগায়নের অপর নাম কি? পরাগসংযোগ

৬৫। ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত কি? পরাগায়ন

৬৬। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলে? পরাগায়ন

৬৭। দু’প্রকার পরাগায়ন কি কি? স্ব-পরাগায়ন ও পর পরাগায়ন

৬৮। একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে কি বলে? স্ব-পরাগায়ন

৬৯। সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে কোন পরাগায়ন ঘটে? স্ব / পর? স্ব

৭০। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে কি বলে? পর-পরাগায়ন

৭১। শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে স্ব পরাগায়ন হতে দেখা যায়। সত্য/মিথ্যা? মিথ্যা

৭২। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুন্ড পর্যন্ত নিয়ে যায় তাকে কি বলে? পরাগায়নের মাধ্যম

৭৩। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, মানুষ কি হিসেবে কাজ করে? পরাগায়নের মাধ্যম

৭৪। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে যে পরিবর্তন লক্ষ করা যায় তাকে কি বলা হয়? অভিযোজন

৭৫। জবা, কুমড়া, সরিষা প্রভৃতি কি পরাগী ফুল? পতঙ্গ

৭৬। ধান কি পরাগী ফুল? বায়ু

৭৭। কি পরাগী স্ত্রী ফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট? পানি পরাগী

৭৮। পাতা শ্যাওলা কি পরাগী ফুল? পানি

৭৯। কদম, শিমুল, কচু ইত্যাদি কি পরাগী ফুল? প্রাণি

৮০। নিষিক্তকরণের পূর্বশর্ত কি? জননকোষ/গ্যামেট সৃষ্টি

৮১। একটি পুংগ্যামেট অন্য একটি স্ত্রী-গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে কি বলে? নিষিক্তকরণ

৮২। পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়? গর্ভমুন্ডে

৮৩। পরাগরেণু গর্ভমুন্ড নিঃসৃত রস শুষে নিয়ে যে নালি গঠন করে তাকে কি বলে? পরাগনালি

৮৪। পরাগনালি গর্ভদন্ড ভেদ করে গর্ভাশয়ে কিসের কাছে পৌঁছে? ডিম্বকের

৮৫। পরাগনালিতে কতটি পুংগ্যামেট সৃষ্টি হয়? দুটি

৮৬। ভ্রƒণথলি কিসের ভিতরে থাকে? ডিম্বক

৮৭। ভ্রƒণথলির মধ্যে কি উৎপন্ন হয়? স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু

৮৮। পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় কি উৎপন্ন করে? সস্য

৮৯। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? গর্ভাশয়

৯০। গর্ভাশয়ের ডিম্বকগুলো কিসে রূপান্তরিত হয়? বীজে

৯১। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে কি বলে? ফল

৯২। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কি বলে? প্রকৃত ফল

৯৩। আম, কাঁঠাল প্রভৃতি প্রকৃত/অপ্রকৃত ফল? প্রকৃত

৯৪। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে কি বলে? অপ্রকৃত

৯৫। আপেল, চালতা ইত্যাদি কি ধরনের ফল? প্রকৃত / অপ্রকৃত? অপ্রকৃত

৯৬। প্রকৃত ও অপ্রকৃত ফলকে যে তিনভাগে ভাগ করা হয় তা কি কি? সরল ফল, গুচ্ছ ফল ও যৌগিক ফল

৯৭। ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি তাকে কি বলে? সরল

৯৮। আম একটি রসাল সরল/যৌগিক ফল? সরল

৯৯। আম, জাম, কলা প্রভৃতি কেমন ফল?  সরল রসাল 

১০০। কোন ফল পাকলে ফলত্বক ফেটে যায় না? রসাল

১০১। যে ফলের ফলত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে কি ফল বলে? নীরস

১০২। শিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি কেমন ফল? সরল নীরস

১০৩। একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোঁটার উপর গুচ্ছাকারে থাকে তখন তাকে কি  বলে? গুচ্ছ ফল

১০৪। চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি কেমন ফল? গুচ্ছ

১০৫। একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে কি বলে? যৌগিক ফল

১০৬। আনারস, কাঁঠাল ইত্যাদি কি ধরনের ফল? যৌগিক

১০৭। ছোলা বীজের সুঁচালো অংশের কাছে একটি ছিদ্র আছে, একে কি বলে? মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র

১০৮। বীজের মাইক্রোপাইল দিয়ে কি বাইরে বেরিয়ে আসে? ভ্রƒণমূল

১০৯। ভ্রƒণকান্ডের নিচের অংশকে কি বলে? বীজপত্রাধিকান্ড (এপিকোটাইল)

১১০। ভ্রƒণমূলের উপরের অংশকে কি বলে? বীজপত্রাবকান্ড (হাইপোকোটাইল)

১১১। বীজের ভ্রƒণমূল, ভ্রƒণকান্ড ও বীজপত্রকে একত্রে কি বলে? ভ্রƒণ 

১১২। বীজের বাইরের আবরণকে কি বলে? বীজত্বক

১১৩। বীজত্বকের বাইরের অংশকে কি বলে? টেস্টা

১১৪। বীজত্বকের ভিতরের অংশকে কি বলে? টেগমেন

১১৫। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অঙ্কুরোদগম

১১৬। যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য কি প্রয়োজন? পানি, তাপ ও অক্সিজেন

১১৭। যখন ভ্রƒণকান্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে কি বলে? মৃদগত অঙ্কুরোদগম

১১৮। ছোলা, ধান ইত্যাদি উদ্ভিদে কোন অঙ্কুরোদগম ঘটে? মৃদগত

১১৯। যখন বীজপত্রসহ ভ্রƒণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে কি বলে? মৃদভেদী অঙ্কুরোদগম

১২০। কুমড়া, রেড়ী, তেঁতুল প্রভৃতি বীজে কোন অঙ্কুরোদগম দেখা যায়? মৃদভেদী

১২১। ছোলাবীজ একটি সস্যল দ্বিবীজপত্রী বীজ, সত্য / মিথ্যা? মিথ্যা

১২২। ছোলা বীজের মৃদগত অঙ্কুরোদগমের কারণ কি? বীজপত্রাধিকান্ডের অতিরিক্ত বৃদ্ধি