উদ্ভিদ টিস্যু সম্পর্কে কিছু প্রশ্ন

প্রশ্ন: জীবদেহ কেমন হতে পারে?

উত্তর: এককোষী অথবা বহুকোষী।

 প্রশ্ন: এককোষী জীব কারা?

উত্তর: যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা এককোষী।

প্রশ্ন: এককোষী জীবের যাবতীয় জৈবিক কাজ কোথায় সম্পন্ন হয়/কিভাবে সম্পন্ন হয়?

উত্তর: এককোষী জীবে একটি মাত্র কোষ দিয়েই এদের যাবতীয় জৈবিক কাজ তথা- পুষ্টি, রেচন, শ্বসন, জনন প্রভৃতি সম্পন্ন হয়।

প্রশ্ন: বহুকোষী জীব কাকে বলে?

উত্তর: বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে।

 প্রশ্ন: বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে কী ঘটে?

উত্তর: শ্রেণিবিন্যাস এবং শ্রম বিভাজন।

প্রশ্ন: বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে শ্রেণিবিন্যাস ও শ্রমবিভাজন ঘটে কেন?

উত্তর: কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকম ভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকত না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবন ধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে।

প্রশ্ন: টিস্যু বা কলা কাকে বলে?

উত্তর: উৎপত্তির দিক থেকে একইরকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগত ভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে।

প্রশ্ন: বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার?

উত্তর: প্রধানত দুই প্রকার, যথা- ক) ভাজক টিস্যু ও খ) স্থায়ী টিস্যু।

প্রশ্ন: ভাজক টিস্যু কী?

উত্তর: উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে।

প্রশ্ন: ভাজক টিস্যু উদ্ভিদের কোথায় অবস্থান করে?

উত্তর: ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে। বিশেষত কান্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে।

প্রশ্ন: ভাজক টিস্যুর কাজ কী?

উত্তর: ভাজক টিস্যুর কাজগুলো নিম্নরূপ:

(১) ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে।

(২) এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়।

(৩) ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়।

প্রশ্ন: স্থায়ী টিস্যু কী?

উত্তর: ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে।

প্রশ্ন: স্থায়ী টিস্যু উদ্ভিদের কোথায় দেখা যায়?

উত্তর: উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়।

প্রশ্ন: স্থায়ী টিস্যুর কাজ কী?

উত্তর: স্থায়ী টিস্যুর কাজ হলো-

-         খাদ্য প্রস্তুত ও পরিবহন করা।

-         দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা।