যোজক টিস্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

 প্রশ্ন: যোজক টিস্যু কী?

উত্তর: যে সকল টিস্যু প্রাণিদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে সে সকল টিস্যুকে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু বলে।

প্রশ্ন: যোজক টিস্যু প্রধানত কেমন হয়?

উত্তর: প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়।

প্রশ্ন: যোজক টিস্যুর উদাহরণ কী?

উত্তর: রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ।

প্রশ্ন: হাড় গঠনের প্রধান উপাদান কী?

উত্তর: ক্যালসিয়াম।

প্রশ্ন: হাড় কী কাজ করে?

উত্তর: হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে ও দৃঢ়তা দান করে।

প্রশ্ন: পেশিবন্ধনী কী কাজ করে?

উত্তর: পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে।

প্রশ্ন: মেদ কলার কাজ কী?

উত্তর: মেদ কলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে।

প্রশ্ন: তন্তুময় যোজক টিস্যু কী কাজ করে?

উত্তর: তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালির প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে।

প্রশ্ন: তরুণাস্থির কাজ কী?

উত্তর: তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। যেমন- নাক ও কানের তরুণাস্থি।

প্রশ্ন: রক্ত কী?

উত্তর: রক্ত এক ধরনের তরল যোজক কলা।

প্রশ্ন: রক্তের কাজ কী?

উত্তর: রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন- অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে।

প্রশ্ন: স্নায়ুটিস্যু বা নার্ভটিস্যু কাকে বলে?

উত্তর: প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ুটিস্যু বা নার্ভটিস্যু বলে।

প্রশ্ন: স্নায়ুটিস্যুর একক কি?

উত্তর: স্নায়ুটিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন।

প্রশ্ন: মস্তিষ্ক কী দ্বারা তৈরি?

উত্তর: অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ।

প্রশ্ন: প্রতিটি নিউরন কতটি অংশ নিয়ে গঠিত?

উত্তর: তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-

(ক) কোষদেহ (খ) ডেনড্রন এবং (গ) অ্যাক্সন।

প্রশ্ন: স্নায়ুটিস্যুর কাজ কী?

উত্তর: স্নায়ুটিস্যুর কাজসমূহ নিম্নরূপ:

(১)  দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় সাড়া দেয়। যেমন- মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এ কথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে।

(২)   উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে।

(৩)  দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে।