রেচন পদার্থ বলতে মূলত কোনটিকে বুঝায়?
ক) ঘাম খ) নাইট্রোজেন গঠিত বর্জ্য
গ) লসিকা রস ঘ) কার্বন গঠিত বর্জ্য (খ)
মূত্রের উপাদানগুলো হল-
র. শতকরা ৯৫ ভাগ পানি রর. ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়াটিনন
ররর. বিভিন্ন ধরনের লবণ
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ঘ)
মানুষের মূত্রের অম্লতা বৃদ্ধি পায় কেন?
ক) ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণে খ) আমিষ জাতীয় খাদ্য গ্রহণে
গ) শর্করা জাতীয় খাদ্য গ্রহণে ঘ) স্নেহ জাতীয় খাদ্য গ্রহণে (খ)
কোনটি অম্লীয় মূত্র তৈরি করে?
ক) কুমড়া খ) বেগুন গ) শিমের বিচি ঘ) পুঁই শাক (গ)
কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
ক) জাম খ) ডাল গ) চিনাবাদাম ঘ) শিমের বিচি (ক)
কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়?
ক) চিনি খ) চর্বি গ) মাছ ঘ) কফি (গ)
নিচের কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়?
ক) ইউরিয়া খ) ইউরিক এসিড গ) ক্রিয়েটিনিন ঘ) ইউরোক্রোম (ঘ)
মানব দেহে বৃক্কের অবস্থান-
র. উদর গহবরের পিছনের অংশে রর. ফুসফুসের কাছাকাছি
ররর. বক্ষপিঞ্জরের নিচে পিঠ-সংলগ্ন অবস্থায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) ররর (খ)
বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে?
ক) হাইলাস খ) পিরামিড গ) পেলভিস ঘ) প্যাপিলা (ক)
মানব বৃক্কের-
র. অবতল অংশের ভাজকে পেলভিস বলে
রর. ভিতরের দিক অবতল হয় ররর. বাইরের দিক উত্তল হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (গ)
বৃক্কের হাইলামের ভিতর থেকে বের হয়-
র. ইউরেটার রর. রেনাল শিরা ররর. রেনাল ধমনি
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ক)
ইউরেটার থেকে মূত্র কোথায় যায়?
ক) বৃক্কে খ) পেলভিসে গ) মূত্র থলিতে ঘ) মূত্রনালিতে (গ)
বৃক্কের তন্তুময় আবরণবেষ্টিত অংশকে বলে-
ক) কর্টেক্স খ) পেলভিস গ) মেডুলা ঘ) ক্যাপসুল (ঘ)
বৃক্কের ভেতরের দিকের অংশকে কী বলে?
ক) মেডুলা খ) কর্টেক্স গ) প্যাপিলা ঘ) পেলভিস (ক)
কর্টেক্স ও মেডুলা গঠিত-
র. যোজক কলা দিয়ে রর. রক্তবাহী নালি দিয়ে ররর. ভিন্ন ভিন্ন কলা দিয়ে
কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর(ক)
বৃক্কের মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
ক) ৪-৮ টি খ) ৮-১২ টি গ) ১২-১৬ টি ঘ) ১৬-২০ টি (খ)
নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়?
ক) হাইলাস খ) প্যাপিলা গ) ইউরেটার ঘ) ক্যাপসুল (খ)
মানবদেহের প্রতিটি বৃক্কে কত সংখ্যক নেফ্রন থাকে?
ক) ১০-১২ লক্ষ খ) ১৫-১৬ লক্ষ
গ) ২০-২৫ লক্ষ ঘ) ৩০-৩৫ লক্ষ (খ)
প্রতিটি নেফ্রনে কতটি মালপিজিয়ান অঙ্গ রয়েছে?
ক) একটি খ) দশটি গ) একশটি ঘ) এক হাজারটি (ক)
গ্লোমেরুলাস কী দিয়ে তৈরি?
ক) একগুচ্ছ কৈশিক জালিকা খ) একগুচ্ছ কৈশিক নালিকা
গ) একগুচ্ছ মালপিজিয়ান নালিকা ঘ) একগুচ্ছ নিউরন (ক)
বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয়দেশ থেকে সংগ্রহনালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে কী বলে?
ক) গ্লোমেরুলাস খ) অ্যাফারেন্ট অ্যার্টারিওল
গ) ইফারেন্ট অ্যার্টারিওল ঘ) রেনাল টিউব্যুল (ঘ)
বৃক্কের ইউরিনিফেরাস নালিকা প্রধান কয়টি অংশে বিভক্ত?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি (ক)
অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতরে ঢুকে কতটি কৈশিকনালিকা তৈরি করে?
ক) প্রায় ৪০টি খ) প্রায় ৪৫টি গ) প্রায় ৫০টি ঘ) প্রায় ৮০টি (গ)
প্রতিটি রেনাল টিউব্যুল কতটি অংশ বিভক্ত?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি (খ)
রেনাল টিউব্যুল এর অংশ নয় কোনটি?
ক) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা খ) হেনলির লুপ
গ) ডিস্টাল পাঁচানো নালিকা ঘ) গ্লোমেরুলাস (ঘ)
রেনাল টিউব্যুলের অংশগুলো হলো-
র. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা রর. হেনলির লুপ
ররর. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ঘ)
মূত্রে নিচের কোন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পর্দাথটি থাকে?
ক) মিথেন খ) নাইট্রাস অক্সাইড
গ) নাইট্রোজেন মনোঅক্সাইড ঘ) ক্রিয়েটিনিন (ঘ)
একজন মানুষ প্রতিদিন মূত্র ত্যাগ করে প্রায়-
ক) ১০০০ মিলিলিটার খ) ১৫০০ মিলিলিটার
গ) ২০০০ মিলিলিটার ঘ) ২৫০০ মিলিলিটার (খ)
নেফ্রনে উৎপন্ন মূত্র কিসের মাধ্যমে পেলভিসে পৌছায়?
ক) ইউরেটার খ) ইফারেন্ট ধমনি গ) সংগ্রাহী নালিকা ঘ) ইউরেথ্রা (গ)
কিসের মাধ্যমে মূত্র মূত্রথলিতে আসে?
ক) ইউরেটার খ) ইফারেন্ট ধমনি
গ) সংগ্রাহী নালিকা ঘ) অ্যাফারেন্ট ধমনি (ক)
মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায়-
র. প্রোটিন ও লিপিডের ভারসাম্য রর. পানির ভারসাম্য
ররর. অম্ল ও ক্ষারের ভারসাম্য
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (গ)
মূত্র কোন নালির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে?
ক) ইউরেটার খ) ইউরেথ্রা গ) সংগ্রাহী নালিকা ঘ) হেনলির লুপ (খ)
রেচন বর্জ্য, পানি এবং অন্যান্য তরল পদার্থ কোথায় পরিস্রুত হয়?
ক) গ্লোমেরুলাসে খ) হেনলির লুপে গ) বোম্যান্স ক্যাপসুলে ঘ) পেলভিসে উ: (ক)
অসমোরেগুলেশন জনিত ত্রুটির লক্ষণ কোনটি?
ক) দেহে পানি জমতে থাকা
খ) উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়া
গ) শরীর ফুলে যাওয়া
ঘ) ক, খ ও গ উ: ঘ
অসমোরেগুলেশনের মাধ্যমে কিডনি নিয়ন্ত্রণ করে-
ক) ব্যাপন চাপ খ) অভিস্রবণ চাপ গ) প্রস্বেদন চাপ ঘ) ক ও খ উ: খ
বৃক্কে পাথর হবার কারণ হল-
র. অতিরিক্ত শারীরিক ওজন রর. কম পানি পান করা
ররর. কিডনির সংক্রমণ
কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ঘ)
বৃক্কে পাথর হলে যেসব উপসর্গ দেখা দেয় তা হল-
র. কোমরের পিছনে ব্যথা হয় রর. প্রস্রাবের সাথে রক্ত বের হয়
ররর. কাঁপুনি দিয়ে জ্বর আসে
কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর(ঘ)
কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি-
ক) মেয়েদের খ) পুরুষের গ) শিশুদের ঘ) বয়স্কদের উ: খ
বৃক্ক নিয়ন্ত্রণ করে-
র. সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণ রর. দেহের রক্তচাপ
ররর. খাদ্যের পরিপাক ক্রিয়া
কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ক)
বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
র. বৃক্কে অস্ত্রোপচার রর. কম পানি গ্রহণ ররর. ঔষধ সেবন
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (খ)
বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কী?
ক) অল্ট্রাসনোগ্রাফি খ) এক্স-রে
গ) আল্ট্রাসনিক লিথট্রিপসি ঘ) এমআরআই (গ)
কিডনী বিকল হলে রক্তে কীসের পরিমাণ বৃদ্ধি পায়?
ক) সালেফেট খ) ইউরেট গ) ইউরিক এসিড ঘ) ক্রিয়েটিনিন (ঘ)
ডায়ালাইসিস প্রক্রিয়া-
র. রক্ত পরিশোধনে ব্যবহৃত হয় রর. কিডনি বিকল হলে প্রয়োজন হয়
ররর. ব্যয়বহুল ও সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র রর ও ররর (ঘ)
কিডনি প্রতিস্থাপনের অত্যাবশ্যকীয় শর্ত কোনটি?
ক) নিকট আত্মীয় খ) বয়স বেশি হওয়া
গ) টিস্যু ম্যাচ ঘ) রক্তের গ্রুপ মিল (গ)