জেরোসেরি ও হাইড্রোসেরির মধ্যে তুলনা

জেরোসেরি শুষ্ক স্থান অর্থাৎ নুড়ি পাথর, মরুভূমি ইত্যাদিতে শুরু হয়। অপরদিকে হাইড্রোসেরি শুরু হয় পানিতে।

নীল-সবুজ শৈবাল ও সমাঙ্গ লাইকেন পর্যায় হলো জেরোসেরির প্রথম পর্যায়। অন্যদিকে হাইড্রোসেরির প্রথম পর্যায় হলো নিমজ্জিত উদ্ভিদ পর্যায়।

জেরোসেরির প্রথম পর্যায়ের উদ্ভদ হলো রাইজোকার্পন, রাইনোডিনা ইত্যাদি। হাইড্রোসেরির প্রথম পর্যায়ের উদ্ভিদের মধ্যে রয়েছে এলোডিয়া, হাইড্রিলা ইত্যাদি।

জেরোসেরি মোট ছয়টি পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় ৬টি হলো: সমাঙ্গ লাইকেন পর্যায়, পত্র সদৃশ লাইকেন পর্যায়, মস পর্যায়, ওষধি পর্যায়, গুল্ম পর্যায়, চূড়ান্ত অরণ্যভূমি পর্যায়। অপরদিকে হাইড্রোসেরিও ৬টি পর্যায়ে সমাপ্ত হয়। এর পর্যায়গুলি হলো: নিমজ্জিত পর্যায়, ভাসমান পর্যায়, নল-খাগড়া পর্যায়, তৃণচারণ ভূমি পর্যায়, গুল্ম ভূমি পর্যায়, চূড়ান্ত অরণ্যভূমি পর্যায়।

চূড়ান্ত অরণ্যভূমি পর্যায় হলো জোরোসেরি ও হাইড্রোসেরি উভয়েরই সর্বশেষ পর্যায়। 


Comments