প্রধান মূল ও গুচ্ছমূলের মধ্যে পার্থক্য

উদ্ভিদের প্রধান মূল মূলত মাটির গভীরে যায় এবং এ কারণে তারা প্রচুর পানি ও খনিজ লবণ শোষণে সক্ষম হয়। অপরদিকে গুচ্ছমূল থাকে মাটির উপরে আর তাই তারা সামান্য পরিমাণ পানি মাটি হতে শোষণ করতে পারে।

প্রধান মূলের মূলতন্ত্র মাটির অনেক গভীরে যাওয়ার কারণে উদ্ভিদ মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকতে পারে। অন্যদিকে গুচ্ছমূলের মূলতন্ত্র মাটির গভীরে যায় না বিধায় উদ্ভিদকে হালকাভাবে আটকে রাখে।

প্রধান মূল সহজে উঠানো যায় না। কিন্তু গুচ্ছমূল সহজেই উঠানো যায়।

প্রধান মূল মাটির গভীরে থাকার কারণে তা মাটি ক্ষয় রোধ করতে পারে না। অপরদিকে মাটির উপরিস্তরে থাকার কারণে গুচ্ছমূল মাটি ক্ষয় রোধ করতে সক্ষম হয়।

প্রধান মূলের পানির জন্য অনেক বৃষ্টি প্রয়োজন হয়। অন্যদিকে গুচ্ছমূল অল্প পরিমাণ বৃষ্টি হতে তাদের প্রয়োজনীয় পানি শোষণ করে নিতে পারে।


Comments