একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য

একবীজপত্রীর সাধারণ ফলত্বক এবং সাধারণ বীজত্বক পৃথক করা যায় না। অন্যদিকে দ্বিবীজপত্রীর ফলত্বক ও বীজত্বক সহজেই পৃথক করা যায়। 

একবীজপত্রীর একটি বীজপত্র থাকে। অপরদিকে দ্বিবীজপত্রীর বীজপত্র থাকে দুইটি।

একবীজপত্রীর ভ্রƒণ সাধারণত ছোট হয়। কিন্তু দ্বিবীজপত্রীর ভ্রƒণ সাধারণত তুলনামূলকভাবে বড় হয়।

একবীজপত্রীর ভ্রƒণমুকুল হয় পার্শ্বীয় এবং বীজপত্র হয় শীর্ষক। অপরদিকে ভ্রƒণমুকুল শীর্ষক এবং বীজপত্র হয় পার্শীয়।

একবীজপত্রী বীজে এপিথেলিয়াম আছে। দ্বিবীজপত্রীর বীজে এপিথেলিয়াম নেই।

একবীজপত্রী বীজ সাধারণত সস্যল হয়। কিন্তু দ্বিবীজপত্রী বীজ সাধারণত অসস্যল।

একবীজপত্রী বীজের সাধারণত মৃদগত অঙ্কুরোদগম হয়। অপরদিকে দ্বিবীজপত্রী বীজের অঙ্কুরোদগম মৃদগত ও মৃদভেদী দুরকমই হতে পারে।

একবীজপত্রীর প্রাথমিক মূল মরে যায় এবং সেখানে গুচ্ছমূল সৃষ্টি হয়। অন্যদিকে দ্বিবীজপত্রীর প্রাথমিক মূল ঠিক থাকে এবং তা মূলতন্ত্র গঠন করে।


Comments