প্রোক্যারিওট ও ইউক্যারিওটের মধ্যে পার্থক্য

প্রোক্যারিওটদের কোষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন নেই। অপরদিকে ইউক্যারিওটদের কোষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে। 

প্রোক্যারিওটদের আবরণী বিশিষ্ট ক্ষুদ্রাঙ্গ থাকে না। কিন্তু ইউক্যারিওটদের আবরণী বিশিষ্ট ক্ষুদ্রাঙ্গ থাকে।

প্রোক্যারিওটদের কোষে ক্ষুদ্র রাইবোজোম মুক্ত অবস্থায় থাকে। অপরদিকে ইউক্যারিওটদের রাইবোজোম বড় যা মুক্ত অবস্থায় অথবা আবরণীতে যুক্ত উভয় অবস্থায় বিরাজ করে।

প্রোক্যারিওটদের সাইটোস্কেলিটন নেই কিন্তু ইউক্যারিওটদের সাইটোস্কেলিটন আছে।

প্রোক্যারিওটদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই কিন্তু ইউক্যারিওটদের আছে।

প্রোক্যারিওটদের মাইটোকন্ড্রিয়া নেই কিন্তু ইউক্যারিওটদের আছে।

প্রোক্যারিওটদের ক্লোরোপ্লাস্ট নেই কিন্তু ইউক্যারিওটদের আছে।

প্রোক্যারিওটদের ডিএনএ সাধারণত গোলাকার যা একটি ক্রোমোসোমে অবস্থিত। অপরদিকে ইউক্যারিওটদের লম্বা ডিএনএ একাধিক ক্রোমোজোমে অবস্থিত।

প্রোক্যারিওটদের কোষ অ্যামাইটোসিস প্রোক্রিয়ায় বিভাজিত হয়। অন্যদিকে ইউক্যারিওটদের কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিস। 


Comments