রাইবোসোম ও লাইসোসোমের মধ্যে পার্থক্য

রাইবোসোম প্রোক্যারিওট ও ইউক্যারিওট অর্থাৎ আদি ও প্রকৃত উভয় কোষে বিদ্যমান। অপরদিকে লাইসোসোম শুধু প্রকৃত কোষে বিদ্যমান থাকে।

রাইবোসোম সাধারণত গোলাকার, ত্রিকোণাকার অথবা পঞ্চকোণ বিশিষ্ট নিরেট কাঠামো। অন্যদিকে লাইসোসোম হলো দ্বিস্তরবিশিষ্ট আবরণী পর্দা দিয়ে আবৃত ফাঁকা স্থান।

রাইবোসোম দুইটি সাব ইউনিটে বিভক্ত থাকে। কিন্তু লাইসোসোমের কোনো সাব ইউনিট থাকে না।

প্রোটিন তৈরিতে সাহায্য করাই রাইবোসোমের প্রধান কাজ। অপরদিকে লাইসোসোমের প্রধান কাজ হলো জীবাণু ধ্বংস করা এবং অন্তঃকোষীয় বিপাকে সাহায্য করা।

রাইবোসোমের মূল উপাদান হলো আরএনএ এবং প্রোটিন। লিপোপ্রোটিন এবং এনজাইম সমষ্টি হলো লাইসোসোমের মূল উপাদান।


Comments