রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ এর মধ্যে পার্থক্য

 

রাইবোজ (Ribose) এর আণবিক গঠনে অক্সিজেন পরমাণু থাকে ৫টি। অপরদিকে ডিঅক্সিরাইবোজ (Deoxyribose) এর আণবিক গঠনে অক্সিজেন পরমাণুর সংখ্যা ৪।

আরএনএ (RNA) এর অপরিহার্য উপাদান হলো রাইবোজ। আর ডিঅক্সিরাইবোজ হলো ডিএনএ (DNA) এর অপরিহার্য উপাদান।

রাইবোজ এর ২ নম্বর কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল (OH) থাকে কিন্তু ডিঅক্সিরাইবোজের ২নং কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল থাকে না।

রাইবোজ যখন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে ফারফিউরাল অ্যাসিড। অন্যদিকে একই এসিডের সাথে বিক্রিয়া করে ডিঅক্সিরাইবোজ লেভুলিনিক অ্যাসিড তৈরি করে।

রাইবোজ একদিকে নিউক্লিয়োটাইড এবং কার্বহাইড্রেট তৈরিতে অংশগ্রহণ করে। অন্যদিকে ডিঅক্সিরাইবোজ অংশগ্রহন করে ডিঅক্সিনিউক্লিয়োটাইড তৈরিতে।


Comments