১। একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয়-
(ক) টিস্যু বা কোষকলা (খ) অঙ্গ (গ) অঙ্গতন্ত্র (ঘ) ক,খ,গ
উত্তর: (ক)
২। টিস্যু সৃষ্টির মূল কারণ হলো-
(ক) উদ্ভিদ দেহ গঠনকারী কোষের শ্রমবিভাগ (খ) উদ্ভিদ দেহ গঠনকারী কোষের সমন্বয় সাধন
(গ) উদ্ভিদের প্রজনন (ঘ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন
উত্তর: (ক)
৩। উদ্ভিদের সব ধরনের টিস্যুকে, টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ৫টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ২টি
উত্তর: (ঘ)
৪। গাছের কোনো কোনো বিশেষ স্থানে অবস্থিত কোষগুচ্ছ বিরামহীনভাবে বিভাজিত হয়েই চলেছে। এই বৃদ্ধির কারণ কি?
(ক) কোষে ক্রমাগত সালোকসংশ্লেষণ (খ) কোষের ক্রমাগত বিভাজন
(গ) সর্বদা সূর্যালোকের উপস্থিতি (ঘ) অধিক হারে ফুল ও ফল সৃষ্টি
উত্তর: (খ)
৫। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই-
(ক) স্থায়ী টিস্যু (খ) প্রাথমিক টিস্যু (গ) ভাজক টিস্যু (ঘ) সেকেন্ডারি টিস্যু
উত্তর: (গ)
৬। ভাজক টিস্যুর অপর নাম কি?
(ক) মেরিস্টেম (খ) প্রোটোডার্ম (গ) পেরিব্লেম (ঘ) প্লিরোম
উত্তর: (ক)
৭। ভাজক টিস্যুর কোষগুলো-
(ক) মৃত, অপেক্ষাকৃত বড় এবং সমব্যাসীয়
(খ) জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়
(গ) জীবিত, অপেক্ষাকৃত বড় এবং অসম আকৃতিবিশিষ্ট
(ঘ) মৃত বা জীবিত, সমব্যাসীয়
উত্তর: (খ)
৮। ভাজক টিস্যুর কোষগুলো-
(ক) বিভাজনে অক্ষম (খ) কখনো কখনো বিভাজনক্ষম
(গ) বিভাজন ক্ষমতাসম্পন্ন (ঘ) বিভাজনে অক্ষম বা কখনো বিভাজনক্ষম
উত্তর: (গ)
৯। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত-
(ক) আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার (খ) লম্বা, গোলাকার বা বর্গাকার
(গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
১০। ভাজক টিস্যুর কোষগুলো-
(ক) সেলুলোজ নির্মিত হয় (খ) পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়
(গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (গ)
১১। ভাজক টিস্যুর কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত-
(ক) বড় আকারের (খ) ছোট আকারের (গ) বড় বা ছোট আকারের (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
১২। ভাজক টিস্যুর সাইটোপ্লাজম-
(ক) পাতলা থাকে (খ) থাকে না (গ) ঘন থাকে (ঘ) ঘন বা পাতলা থাকে
উত্তর: (গ)
১৩। ভাজক টিস্যুর কোষে-
(ক) সাধারণত কোষ গহ্বর থাকে না (খ) সাধারণত বড় কোষ গহ্বর থাকে
(গ) সাধারণত ছোট কোষ গহ্বর থাকে (ঘ) বড় বা ছোট কোষ গহ্বর থাকে
উত্তর: (ক)
১৪। ........... কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না।
(ক) স্থায়ী টিস্যুর (খ) ভাজক টিস্যুর (গ) ভাজক ও স্থায়ী টিস্যুর (ঘ) ভাজক বা স্থায়ী টিস্যুর
উত্তর: (খ)
১৫। কোনটি ভুল?
(ক) ভাজক টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি
(খ) ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে
(গ) ভাজক টিস্যুর কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না
(ঘ) ভাজক টিস্যুর কোষে কোন প্লাস্টিড থাকে না
উত্তর: (ঘ)
১৬। কোনটি সঠিক?
(ক) শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়
(খ) পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়
(গ) ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়
(ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
১৭। উৎপত্তির উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: (খ)
১৮। মূল বা কান্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে,
তাকে বলে-
(ক) প্রারম্ভিক ভাজক টিস্যু (খ) সেকেন্ডারি ভাজক টিস্যু (গ) শীর্ষস্থ ভাজক টিস্যু (ঘ) ভ্রƒণ টিস্যু
উত্তর: (ক)
১৯। কোন অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়?
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক অথবা খ
উত্তর: (ক)
২০। যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রƒণাবস্থায়ই উৎপত্তি লাভ করে, তাকে বলা হয়-
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক অথবা খ
উত্তর: (খ)
২১। মূল এবং কান্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তা-
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক অথবা খ
উত্তর: (খ)
২২। প্রারম্ভিক ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি হয় এবং এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়।
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক ও খ
উত্তর: (খ)
২৩। .............. হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়।
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক অথবা খ
উত্তর: (খ)
২৪। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, তাকে কি বলে?
(ক) প্রোমেরিস্টেম (খ) প্রাইমারি ভাজক টিস্যু (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (ঘ) ক অথবা খ
উত্তর: (গ)
২৫। সেকেন্ডারি ভাজক টিস্যু কখন সৃষ্টি হয়?
(ক) ভ্রƒণাবস্থায় (খ) ভ্রƒণাবস্থার অল্পকাল পরে (গ) ভ্রƒণাবস্থার অনেক পরে (ঘ) ক ও গ
উত্তর: (গ)
২৬। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি?
(ক) কর্ক ক্যাম্বিয়াম (খ) জাইলেম টিস্যু (গ) ফ্লোয়েম টিস্যু (ঘ) ক,খ,গ
উত্তর: (ক)
২৭। মূল, কান্ড বা এদের শাখাপ্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকে বলে-
(ক) মাস ভাজক টিস্যু (খ) শীর্ষস্থ ভাজক টিস্যু বলে (গ) প্লেট ভাজক টিস্যু (ঘ) রিব ভাজক টিস্যু
উত্তর: (খ)
২৮। কোনটি সঠিক?
(ক) কতক পাতা ও ফলের শীর্ষেও ভাজক টিস্যু থাকতে পারে
(খ) শীর্ষস্থ ভাজক টিস্যু প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে
(গ) পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত
(ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
২৯। শীর্ষস্থ ভাজক টিস্যু-
(ক) প্রাইমারি টিস্যু (খ) সেকেন্ডারি টিস্যু
(গ) প্রাইমারি ও সেকেন্ডারি টিস্যু (ঘ) প্রাইমারি বা সেকেন্ডারি টিস্যু
উত্তর: (ক)
৩০। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে বলে-
(ক) ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু (খ) সেকেন্ডারি ভাজক টিস্যু
(গ) মেরিস্টেমেটিক টিস্যু (ঘ) ক বা গ
উত্তর: (ক)
৩১। ইন্টারক্যালারি বা নিবেশিত টিস্যু-
(ক) প্রাইমারি টিস্যু (খ) সেকেন্ডারি টিস্যু
(গ) প্রাইমারি ও সেকেন্ডারি টিস্যু (ঘ) প্রাইমারি বা সেকেন্ডারি টিস্যু
উত্তর: (ক)
৩২। নিবেশিত টিস্যু থাকতে পারে-
(ক) পত্রমূলে (খ) মধ্যপর্বের গোড়ায় (গ) পর্বসন্ধির নিচে (ঘ) পত্রমূলে, মধ্যপর্বের গোড়ায় বা পর্বসন্ধির উত্তর: (ঘ)
৩৩। পার্শ্বীয় ভাজক টিস্যুর অবস্থান-
(ক) দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে (খ) দুটি প্রাথমিক টিস্যুর মাঝখানে (গ) ক অথবা খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
৩৪। পার্শ্বীয় ভাজক টিস্যু-
(ক) প্রাইমারি ভাজক টিস্যু (খ) সেকেন্ডারি ভাজক টিস্যু
(গ) প্রাইমারি ও সেকেন্ডারি টিস্যু (ঘ) প্রাইমারি বা সেকেন্ডারি টিস্যু
উত্তর: (খ)
৩৫। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূল ও কান্ডের বৃদ্ধি হয়
(ক) দৈর্ঘ্যে (খ) প্রস্থে (গ) দৈর্ঘ্যে অথবা প্রস্থে (ঘ) দৈর্ঘ্যে ও প্রস্থে
উত্তর: (ক)
৩৬। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ?
(ক) ইন্টারক্যালারি (খ) শীর্ষস্থ (গ) পার্শ্বীয় (ঘ) কোনটিই নয়
উত্তর: (গ)
৩৭। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদের-
(ক) সেকেন্ডারি বৃদ্ধি ঘটে (খ) প্রাইমারি বৃদ্ধি ঘটে (গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
৩৮। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?
(ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয়
উত্তর: (ক)
৩৯। যে ভাজক টিস্যুর কোষ সব তলে বিভাজিত হয় তাকে বলে-
(ক) প্লেট ভাজক টিস্যু (খ) মাস ভাজক টিস্যু (গ) রিব ভাজক টিস্যু (ঘ) ক অথবা গ
উত্তর: (খ)
৪০। মাস বিভাজনের ফলে অঙ্গটি-
(ক) ভলিউমে অর্থৎ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় (খ) আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় (গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)
৪১। বর্ধনশীল ভ্রƒণ ও রেণুথলিতে দেখা যায়-
(ক) মাস ভাজক টিস্যু (খ) প্লেট ভাজক টিস্যু
(গ) রিব ভাজক টিস্যু (ঘ) ক, খ, গ
উত্তর: (ক)
৪২। মাস ভাজক টিস্যু কোথায় দেখা যায়-
(ক) বর্ধনশীল ভ্রƒণ, রেণুথলি (খ) এন্ডোস্পার্ম তথা সস্য টিস্যু (গ) মজ্জা, কর্টেক্স (ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
৪৩। এই ভাজক টিস্যুর কোষ মাত্র দুইতলে বিভাজিত হয়-
(ক) প্লেট ভাজক টিস্যু (খ) মাস ভাজক টিস্যু (গ) রিব ভাজক টিস্যু (ঘ) ক অথবা গ
উত্তর: (ক)
৪৪। প্লেট ভাজক টিস্যুর বিভাজনের ফলে অঙ্গটি-
(ক) ভলিউমে অর্থৎ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় (খ) আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়
(গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
উত্তর: (খ)
৪৫। যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে একসারিতে অবস্থান করে
এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়, তাকে..............বলে।
(ক) প্লেট ভাজক টিস্যু (খ) মাস ভাজক টিস্যু (গ) রিব ভাজক টিস্যু (ঘ) ক অথবা গ
উত্তর: (গ)
৪৬। এ প্রকার টিস্যুর বিভাজনের ফলে একসারি কোষ সৃষ্টি হয়।
(ক) প্লেট ভাজক টিস্যু (খ) মাস ভাজক টিস্যু (গ) রিব ভাজক টিস্যু (ঘ) ক অথবা গ
উত্তর: (গ)
৪৭। কর্মপ্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর: (খ)
৪৮। যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে বলে-
(ক) প্রোক্যাম্বিয়াম (খ) প্রোটোডার্ম (গ) প্রোমেরিস্টেম (ঘ) পেরিব্লেম
উত্তর: (খ)
৪৯। মূল, কান্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক (এপিডার্মিস বা এপিব্লেমা) সৃষ্টি করা হলো ........... এর কাজ।
(ক) প্রোক্যাম্বিয়াম (খ) প্রোটোডার্ম (গ) প্রোমেরিস্টেম (ঘ) পেরিব্লেম
উত্তর: (খ)
৫০। ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে বলে-
(ক) প্রোক্যাম্বিয়াম (খ) প্রোটোডার্ম (গ) প্রোমেরিস্টেম (ঘ) পেরিব্লেম
উত্তর: (ক)
৫১। পরিবহন টিস্যু সৃষ্টি করাই .................. এর কাজ।
(ক) প্রোক্যাম্বিয়াম (খ) প্রোটোডার্ম (গ) প্রোমেরিস্টেম (ঘ) পেরিব্লেম
উত্তর: (ক)
৫২। শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে-
(ক) মেরিস্টেম বলে (খ) গ্রাউন্ড মেরিস্টেম বলে (গ) ক্যাম্বিয়াম বলে (ঘ) প্রোক্যাম্বিয়াম বলে
উত্তর: (খ)
৫৩। কোনটি সঠিক?
(ক) যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম সে টিস্যুকে স্থায়ী টিস্যু বলে
(খ) স্থায়ী টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার-আকৃতিবিশিষ্ট
(গ) ভাজক টিস্যু হতে কোষের পূর্ণ বিকাশ লাভের পর বিভাজন ক্ষমতা স্থগিত হওয়ার মাধ্যমে স্থায়ী টিস্যুর উদ্ভব ঘটে
(ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
৫৪। স্থায়ী টিস্যুর-
(ক) কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম
(খ) টিস্যুতে দু’রকম কোষ থাকে- জীবিত ও মৃত
(গ) জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম
(ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
৫৫। স্থায়ী টিস্যুর-
(ক) মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন (খ) কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থ’ূল অর্থাৎ বেশ পুরু
(গ) কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় (ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
৫৬। স্থায়ী টিস্যুর-
(ক) নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট (খ) নিউক্লিয়াস কোষের এক পাশে অবস্থান করে।
(গ) কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায় (ঘ) ক,খ,গ
উত্তর: (ঘ)
৫৭। গঠন ও কাজের ভিত্তিতে স্থায়ী টিস্যু কত প্রকার?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর: (খ)
৫৮। কোষের আকৃতি ও প্রকৃতির উপর নির্ভর করে সরল টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়েছে?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর: (খ)
৫৯। কাজ, অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল টিস্যু প্রধানত ...... প্রকার।
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর: (ক)
৬০। যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ (উৎসেচক, বর্জ্য পদার্থ = রেজিন, গঁদ, উদ্বায়ী তেল, আঠা ইত্যাদি) নিঃসৃত হয়ে থাকে, তাকে ............... টিস্যু বলে।
(ক) প্যারেনকাইমা (খ) অ্যারেনকাইমা (গ) ক্ষরণকারী বা নিঃস্রাবী (ঘ) স্কে¬রেনকাইমা
উত্তর: (গ)
৬১। ক্ষরণকারী টিস্যু কত প্রকার?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (ক)
Comments
Post a Comment