১। ব্যাকটেরিয়া শব্দটির উৎপত্তি কোথা থেকে? উত্তর: গ্রিক শব্দ Bakterion
= little rod থেকে।
২। ব্যাকটেরিয়া (একবচনে ব্যাকটেরিয়াম) কি? উত্তর: এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব।
৩। কে কতসালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন?
উত্তর: ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লীউয়েনহুক (Antony
Van Leeuwenhoek, 1632-1723) ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে। তিনি এগুলোর নাম দেন Animalcule বা ক্ষুদ্র প্রাণী।
৪। কে ব্যাকটেরিয়া নামকরন করেন? উত্তর: জার্মান বিজ্ঞানী এরেনবার্গ (Christian
Gottfried Ehrenberg); ১৮২৯ খ্রিস্টাব্দে।
৫। কে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠিত করেন? উত্তর: ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর (Louis
Pasteur); ১৮৬৯ খ্রিস্টাব্দে।
৬। কে সর্বপ্রথম প্রমাণ করেন প্রাণীর বহু রোগের কারণ হলো ব্যাক্টেরিয়া? উত্তর: জার্মান ডাক্তার রবার্ট কচ (Robert
Koch)
৭। যক্ষ্মা রোগের জন্য দায়ী কি? উত্তর: Mycobacterium tuberculosis ব্যাকটেরিয়া
৮। যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করার জন্য ১৯০৫ সালে নোবেল পুরষ্কার প্রদান করা হয় কাকে? উত্তর: রবার্ট কচকে।
৯। মানুষের দেহে যতগুলো কোষ আছে তার চেয়ে কত গুণ বেশি ব্যাক্টেরিয়া আছে? উত্তর: ১০।
১০। মানুষের শরীরের কোথায় সর্বাধিক সংখ্যক ব্যাক্টেরিয়া থাকে? উত্তর: অন্ত্র ও ত্বকে।
১১। মানুষের দেহে ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট রোগের মধ্যে কোন রোগটি বেশি ভয়ানক? উত্তর: যক্ষ্মা।
১২। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর কত সংখ্যক মানুষ মারা যায়? উত্তর: প্রায় ২ মিলিয়ন।
১৩। যুক্তরাষ্ট্রে AIDS সংক্রমণে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মারা যায় কিসের সংক্রমণে?
উত্তর: Methicillin-resistant
Staphylococcus aureus (MRSA) নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণে।
১৪। ব্যাক্টেরিওলজি কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, আবাস, রোগতত্ত্ব, বংশবিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয়।
১৫। ব্যাক্টেরিওলজির জনক কাকে বলা হয়? উত্তর: জার্মান ডাক্তার Robert
Koch-কে।
১৬। ব্যাকটেরিয়া কেমন ধরনের জীব? উত্তর: আদিকোষী।
১৭। আদিকোষী জীবের কোষে কি কি থাকে না?
উত্তর: কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু- যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, সাইটোস্কেলেটন।
১৮। আদিকোষী জীবের কোষে কেবলমাত্র কি থাকে? উত্তর: রাইবোজোম
১৯। আদিকোষী জীবকোষে একটি দ্বিসূত্রক অখন্ড, কার্যত বৃত্তাকার DNA অণু থাকে, যা কি হিসেবে পরিচিত? উত্তর: ক্রোমোসোম।
২০। আদিকোষী জীবকোষে কোন প্রোটিন থাকে না? উত্তর: হিস্টোন-প্রোটিন।
২১। ব্যাকটেরিয়ার আকার কিরূপ? উত্তর: অত্যন্ত ক্ষুদ্রাকায়, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না।
২২। ব্যাকটেরিয়া কোন দিক দিয়ে উদ্ভিদের সাথে মিলসম্পন্ন? উত্তর: কোষে জড় কোষ প্রাচীর থাকে।
২৩। ব্যাকটেরিয়াকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়?
উত্তর: ব্যাকটেরিয়া হলো জড় কোষপ্রাচীর বিশিষ্ট এককোষী, আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব যা সাধারণত ক্লোরোফিল বিহীন এবং প্রধানত দ্বি-ভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে।
২৪। কখন আদি কোষী জীবের উৎপত্তি ঘটেছিল? উত্তর: ৩৬০ কোটি বছর পূর্বে আর্কিওজোইক যুগে।
Comments
Post a Comment