মানুষের হৃৎপিন্ড





১। রক্ত সংবহনতন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত সংবহন করে, সেটি হৃৎপিন্ড। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিন্ড মানবদেহের পাম্পযন্ত্র রূপে কাজ করে। জীবন্ত এ পাম্পযন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে           মাধ্যমে আনীত রক্ত          সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে।
ক। ধমনির, শিরার
খ। শিরার, ধমনির
গ। কৈশিক জালিকার, শিরার
ঘ। লসিকা নালির, ধমনির
উত্তর: খ। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিন্ড গড়ে ২৬০০ মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় ১৫৫ লিটার (বা দেড় লক্ষ টন) রক্ত বের করে দেয়। 
২। একটি হৃৎপিন্ডের ওজন প্রায় কত গ্রাম?
ক। ৩০০ গ্রাম।
খ। ৫০০ গ্রাম।
গ। ৮০০ গ্রাম।
ঘ। ১০০ গ্রাম। 
উত্তর: ক। স্ত্রীলোকে তা পুরুষের চেয়ে এক-তৃতীয়াংশ কম হয়।
৩। মানুষের হৃৎপিন্ড বক্ষ গহ্বরে মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ-বরাবর        দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। 
ক। ডান
খ। বাম
গ। উপর
ঘ। নিচের
উত্তর: খ।
এটি দেখতে লালচে রংয়ের ও ত্রিকোণাকার; গোড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সুঁচালো শীর্ষদেশে নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে।
৪। লালচে-খয়েরী রংয়ের হৃৎপিন্ডটি ত্রিকোণা মোচার মতো। এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটি বেস, ক্রমশ সরু নিম্নমুখী অংশটি এপেক্স। একজন পূর্ণ বয়স্ক মানুষের হৃৎপিন্ডের দৈর্ঘ্য     সেন্টিমিটার ও প্রস্থ     সেন্টিমিটার।
ক। ১২, ৯
খ। ১৪, ১২
গ। ৯, ৬
ঘ। ৪, ৩
উত্তর : ক।
৫। হৃৎপিন্ড একটি দ্বিস্তরী          নামক পাতলা ঝিল্লিতে আবৃত।
ক। এক্টোকার্ডিয়াম
খ। মায়োকার্ডিয়াম
গ। এপিকার্ডিয়াম
ঘ। পেরিকার্ডিয়াম 
উত্তর : ঘ। এর বাইরের স্তরটি প্যারাইটাল এবং ভেতরেরটি ভিসেরাল পেরিকার্ডিয়াম। দুই স্তরের মাঝখানে অবস্থিত তরল পদার্থ পেরিকার্ডিয়াল ফ্লুইড হৃৎপিন্ডের সংকোচন সহজসাধ্য ও নিয়ন্ত্রণে সাহায্য করে।
৬। হৃৎপিন্ডের প্রাচীর কি ধরণের পেশি দিয়ে গঠিত?
ক। ঐচ্ছিক
খ। অনৈচ্ছিক
গ। ঐচ্ছিক ও অনৈচ্ছিক
ঘ। কোনটিই নয়।
উত্তর : খ। এসব পেশি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি নামে পরিচিত। 
৭। হৃৎপেশিগুলো কতটি স্তরে স্তরে বিন্যস্ত থাকে?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ। যেমন-
১। এপিকার্ডিয়াম ঃ এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। এ স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে।
২। মায়োকার্ডিয়াম ঃ এটি হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। এ স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিন্ড সঙ্কোচন-প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
৩। এন্ডোকার্ডিয়াম ঃ এটি হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর যা হৃৎপিন্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাগুলোকে ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিন্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
৮। মানুষের হৃদপিন্ড কতটি প্রকোষ্ঠে বিভক্ত?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর: গ। উপরের দুটিকে ডান ও বাম  অ্যাট্রিয়াম এবং নিচের দুটিকে ডান ও বাম ভেন্ট্রিকল বলা হয়। 
৯। নিম্নের কোন তথ্যটি সঠিক? 
ক। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও পেশীবহুল। 
খ। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পাতলা।
গ। অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল উভয়ের প্রাচীর একই রকম পুরু।
ঘ। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর অধিক স্নেহ পদার্থপূর্ণ।
উত্তর : ক। অ্যাট্রিয়ামের প্রাচীর পাতলা হওয়ার কারণ হচ্ছে অ্যট্রিয়াম রক্তকে শুধু ভেন্ট্রিকলে সঞ্চালিত করে। 
১০। ভেন্ট্রিকলের প্রাচীর অ্যাট্রিয়াম অপেক্ষা পুরু হলেও বাম ভেন্ট্রিকলের প্রাচীর ডান ভেন্ট্রিকলের প্রাচীর থেকে প্রায় কত গুণ পুরু থাকে?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ। এর কারণ হচ্ছে ডান ভেন্ট্রিকল কেবলমাত্র ফুসফুসে রক্ত সঞ্চালিত করে কিন্তু বাম ভেন্ট্রিকলের সংকোচনে সারাদেহে রক্ত সঞ্চালিত হয়। 
অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল উভয়ে লম্বালম্বিভাবে যে পর্দা দিয়ে বিভক্ত থাকে তাদের যথাক্রমে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা এবং আন্তঃভেন্ট্রিকুলার পর্দা বলে।
১১। ঊর্ধ্ব-মহাশিরা বা সুপিরিয়র ভেনাক্যাভা, নিম্ন-মহাশিরা বা ইনফিরিয়র ভেনাক্যাভা এবং করোনারী সাইনাস নামক তিনটি শিরা              প্রবেশ করে।
ক। ডান অ্যাট্রিয়ামে। 
খ। ডান ভেন্ট্রিকলে।
গ। বাম অ্যাট্রিয়ামে।
ঘ। বাম ভেন্ট্রিকলে।
উত্তর: ক।
১২। কোথায় পালমোনারি ধমনি উন্মুক্ত হয়? 
ক। ডান অ্যাট্রিয়ামে। 
খ। ডান ভেন্ট্রিকলে।
গ। বাম অ্যাট্রিয়ামে।
ঘ। বাম ভেন্ট্রিকলে।
উত্তর: খ।
১৩। দুটি ফুসফুস থেকে আগত পালমোনারি শিরা                প্রবেশ করে। 
ক। ডান অ্যাট্রিয়ামে। 
খ। ডান ভেন্ট্রিকলে।
গ। বাম অ্যাট্রিয়ামে।
ঘ। বাম ভেন্ট্রিকলে।
উত্তর: গ।
১৪।           থেকে পালমোনারি ধমনি এবং বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনি বের হয়।
ক। ডান অ্যাট্রিয়ামে। 
খ। ডান ভেন্ট্রিকলে।
গ। বাম অ্যাট্রিয়ামে।
ঘ। বাম ভেন্ট্রিকলে।
উত্তর: খ।
১৫। হৃৎপিন্ডের ভেতরে বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা যুক্ত থাকে। হৃৎপিন্ড প্রাচীরের           স্তর ভাঁজ হয়ে এসব কপাটিকা গঠন করে।
ক। এক্টোকার্ডিয়াম
খ। মায়োকার্ডিয়াম
গ। এন্ডোকার্ডিয়াম
ঘ। পেরিকার্ডিয়াম 
উত্তর : গ
১৬। ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগকারী ছিদ্র                কপাটিকায় সংরক্ষিত থাকে।
ক। ট্রাইকাসপিড
খ। বাইকাসপিড
গ। সেমিলুনার
ঘ। কর্ডি টেন্ডিনি
উত্তর : ক।
১৭। বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথের কপাটিকা               কপাটিকা নামে পরিচিত।
ক। ট্রাইকাসপিড
খ। বাইকাসপিড
গ। সেমিলুনার
ঘ। কর্ডি টেন্ডিনি
উত্তর : খ। বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা ভেন্ট্রিকল প্রাচীরের মাংসল অভিক্ষেপরূপী  প্যাপিলারি পেশীর সাথে কর্ডি টেন্ডিনি নামক তন্তু দিয়ে যুক্ত থাকে। 
১৮। ডান ভেন্ট্রিকল থেকে উদ্ভূত পালমোনারী ধমনীর ছিদ্রপথে এবং বাম ভেন্ট্রিকল থেকে সৃষ্ট অ্যাওর্টার মুখের কপাটিকা কেমন?
ক। ট্রাইকাসপিড
খ। বাইকাসপিড
গ। সেমিলুনার
ঘ। কর্ডি টেন্ডিনি
উত্তর : গ। এরা রক্তকে পেছনদিকে প্রবাহিত হতে বাধা দেয়।
১৯। অ্যাট্রিয়ামে আগত শিরাগুলোর প্রবেশ পথে কোন ধরণের কপাটিকা থাকে?
ক। ট্রাইকাসপিড
খ। বাইকাসপিড
গ। সেমিলুনার
ঘ। কপাটিকাবিহীন।
উত্তর : ঘ।