ঘাসফড়িং-এর প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর





@@@ স্ত্রী ঘাসফড়িং এর .............. দেখে পুরুষ সদস্য আলাদা করা হয়। 
(ক) অ্যানাল সারকি (খ) ওভিপজিটর (গ) টিমপেনিক পর্দা (ঘ) টার্সোমিয়ার উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর পুংপ্রজননতন্ত্রের অংশ নয়-
(ক) ভাস ডিফারেন্স (খ) সেমিনাল ভেসিকল (গ) শুক্রাশয় (ঘ) স্পার্মাথিকা উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর পুংজননতন্ত্রের মুখ্য অঙ্গ হলো-
(ক) ভাস ডিফারেন্স (খ) সেমিনাল ভেসিকল (গ) শুক্রাশয় (ঘ) ক্ষেপন নালি উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর শুক্রাশয় সংযুক্ত অবস্থায় থাকে-
(ক) তৃতীয় উদর খন্ডকে (খ) চতুর্থ উদর খন্ডকে
(গ) পঞ্চম উদর খন্ডকে (ঘ) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদর খন্ডকে উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর প্রতিটি শুক্রাশয় কতগুলো ক্ষুদ্র স্বচ্ছ ............... নিয়ে গঠিত। 
(ক) ফলিকল (খ) ওভারিওল (গ) স্পার্মাথিকা (ঘ) মিডিয়ান লিগামেন্ট উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এর স্ত্রীজননতন্ত্রের অংশ নয়-
(ক) ডিম্বনালি (খ) সেমিনাল রিসেপ্টেকল (গ) যোনি (ঘ) ভাস ডিফারেন্স উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর প্রতিটি ডিম্বশয় নলের মতো অনেকগুলো ............. নিয়ে গঠিত।
(ক) ফলিকল (খ) ওভারিওল (গ) স্পার্মাথিকা (ঘ) মিডিয়ান লিগামেন্ট উত্তর: (খ)
@@@ স্ত্রী ঘাসফড়িং এর যোনি কততম উদরীয় খন্ডকে অবস্থিত?
(ক) ৫ম (খ) ৬ষ্ঠ (গ) ৭ম (ঘ) ৮ম উত্তর: (গ)
@@@ অল্প সময়ের জন্য শুক্রাণুকে স্ত্রীদেহে জমা রাখে-
(ক) স্পার্মাথিকা (খ) ওভারিওল (গ) ডিম্বনালি (ঘ) শুক্রনালি উত্তর: (ক)
@@@ স্ত্রী ঘাসফড়িং এর প্রজননতন্ত্রের .............. নিঃসৃত তরল দেহের বাইরে আসার আগে ডিমকে গুচ্ছবদ্ধ রাখতে সহায়তা করে।
ক) ফলিকল (খ) সহায়ক গ্রন্থি (গ) স্পার্মাথিকা (ঘ) মিডিয়ান লিগামেন্ট উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া কোনটি?
(ক) অযৌন (খ) যৌন (গ) বাডিং (গ) ক, খ, গ উত্তর: (ক)
ব্যাখ্যা: প্রজনন প্রধানত দুধরনের-অযৌন ও যৌন। ঘাসফড়িং যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটায়।
@@@ ঘাসফড়িং এর যৌনমিলন ঘটে-
(ক) গ্রীষ্মের প্রথম দিকে (খ) গ্রীষ্মের শেষদিকে (গ) শীতের শুরুতে (ঘ) শীতের শেষদিকে উত্তর: (খ)
ব্যাখ্যা: গ্রীষ্মের শেষদিকে ঘাসফড়িং-এর যৌনমিলন ঘটে। এ সময় পুরুষ ফড়িং স্ত্রী ফড়িং-এর পিঠে উঠে আটকে থাকে এবং এ অবস্থায় শিশ্নপথে স্ত্রী ফড়িং-এর যোনিতে সেমিনাল ফ্লুইড ত্যাগ করে। ডিম পাড়ার আগে কয়েকবার মিলন হতে পারে।
@@@ সেমিনাল ফ্লুইডে থাকে-
(ক) ডিম্বাণু (খ) শুক্রাণু (গ) শুক্রাণু ও ডিম্বাণু (ঘ) জাইগোট উত্তর: (খ)
@@@ ডিম না পাড়া পর্যন্ত শুক্রাণুগুলো জমা থাকে-
(ক) ডিম্বনালিতে (খ) ডিম্বাশয়ে (গ) স্পার্মাথিকায় (ঘ) মিডিয়ান লিগামেন্টে উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর নিষেক-
(ক) অন্তঃস্থ (খ) বহিঃস্থ (গ) ক অথবা খ (ঘ) ক ও খ উত্তর: (ক)
ব্যাখ্যা: যৌন মিলনের এক পর্যায়ে পুরুষ-প্রাণিদেহ থেকে শুক্রাণু স্ত্রী-প্রাণিদেহে স্থানান্তরিত হয় এবং শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের পরস্পর একীভবনে নিষেক সম্পন্ন হয়। ঘাসফড়িং-এর নিষেক অন্তঃস্থ।
@@@ ঘাসফড়িং এর ডিম্বাণুতে কোন আবরণটি থাকে?
(ক) অ্যামনিয়ন (খ) কোরিয়ন (গ) ভাইটেলাইন (ঘ) খ ও গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ৩-৫ মিমি লম্বা ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ এবং ডিম্বনালি দিয়ে বেরিয়ে আসার সময় নরম ভাইটেলাইন ঝিল্লি ও শক্ত-নমনীয় বহিঃস্থ কোরিওন -এ আবৃত হয়।
@@@ .....................রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় ডিম নিষিক্ত হয়।
(ক) ডিম্বাশয় (খ) ডিম্বনালি (গ) স্পার্মাথিকা (ঘ) মিডিয়ান লিগামেন্ট উত্তর: (গ)
@@@ কোরিওনের একটি ক্ষুদ্র ছিদ্রপথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। এ ছিদ্রটিকে বলে-
(ক) মাইক্রোপাইল (খ) মিনিপাইল (গ) ম্যাক্রোপাইল (ঘ) ক অথবা গ উত্তর: (ক)
@@@ স্ত্রী ঘাসফড়িং কোন ঋতু পর্যন্ত ডিম পাড়া অব্যাহত রাখে?
(ক) বর্ষা (খ) শরৎ (গ) শীত (ঘ) বসন্ত উত্তর: (খ)
ব্যাখ্যা: মিলনের পর থেকে কিছুদিন পর পর স্ত্রী ঘাসফড়িং লম্বা, বাদামি রংয়ের ডিম পাড়তে শুরু করে। শরৎকাল পর্যন্ত ডিমপাড়া অব্যাহত থাকে।
@@@ স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ার সময় কিসের সাহায্যে গর্ত করে?
(ক) পা (খ) মুখোপাঙ্গ (গ) শুঙ্গ (ঘ) ওভিপজিটর উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ওভিপজিটরের সাহায্যে ১০ সে.মি. গভীর একটি গর্ত করে এর ভেতরে গুচ্ছাকারে ২০ টি ডিম পাড়ে। আঠালো পদার্থের সাহায্যে ডিমগুলো পরস্পরের সঙ্গে আটকে থাকে। একটি স্ত্রী ফড়িং এভাবে ১০টি গুচ্ছে মোট ২০০টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী উভয় ঘাসফড়িংই মারা যায়।
@@@ ঘাসফড়িং এর ডিম্বাণুর ধরণ-
(ক) অ্যাল্যাসিথাল (খ) সেন্ট্রোলেসিথাল (গ) মাইক্রোলেসিথাল (ঘ) ম্যাক্রোল্যাসিথাল উত্তর: (খ)
ব্যাখ্যা: ঘাসফড়িং-এর ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল ধরনের অর্থাৎ এর কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। 
@@@ ঘাসফড়িং এর নিষিক্ত ডিম্বাণুর ক্লিভেজ (বিভাজন) শুরু হওয়ার পর প্রায় ....... সপ্তাহ ধরে পরিস্ফুটন অব্যাহত থাকে।
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর ডিম্বাণুর পরিস্ফুটন বন্ধ থাকে-
(ক) শরৎকালে (খ) বর্ষাকালে (গ) বসন্তকালে (ঘ) শীতকালে উত্তর: (ঘ)
ব্যাখ্যা: শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। এ সময়কালটি ডায়াপজ নামে পরিচিত। তখন শীতকালীন প্রতিকূল অবস্থার (প্রচন্ড শীত ও খাদ্যাভাব) মুখোমুখি যেন শিশু ফড়িংকে পরতে না হয় সে কারণে ডায়াপজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বসন্তের আগমনে উষ্ণ পরিবেশ ফিরে এলে আবার বৃদ্ধি শুরু হয় এবং অতি ক্ষুদ্রাকায় শিশু ঘাসফড়িং-এর জন্ম হয়।
@@@ রূপান্তর কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
ব্যাখ্যা: রূপান্তর প্রধানত দুধরনের- ১। অসম্পূর্ণ ও ২। সম্পূর্ণ রূপান্তর।
@@@ অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে কি বলে?
(ক) লার্ভা (খ) নিম্ফ (গ) পিউপা (ঘ) ক অথবা খ উত্তর: (খ)
ব্যাখ্যা: যে রূপান্তরে একটি পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে কয়েকটি নিম্ফ দশা অতিক্রমের পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয় তাকে অসম্পূর্ণ রূপান্তর বলে। প্রত্যেক নিম্ফ দশা দেখতে প্রায় পূর্ণাঙ্গ পতঙ্গের ক্ষুদ্র প্রতিরূপের মতো দেখায়, কিন্তু এগুলো ডানা ও জননাঙ্গবিহীন থাকে এবং স্পষ্ট বর্ণপার্থক্য প্রদর্শন করে। অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে নিম্ফ বলে।
@@@ নিচের কোন প্রাণিটির রূপান্তর অসম্পূর্ণ ধরনের?
(ক) ঘাসফড়িং (খ) তেলাপোকা (গ) প্রজাপতি (ঘ) ক ও খ উত্তর: (ঘ)
@@@ নিচের কোন প্রাণিটির রূপান্তর সম্পূর্ণ ধরনের?
(ক) ঘাসফড়িং (খ) মৌমাছি (গ) প্রজাপতি (ঘ) খ ও গ উত্তর: (ঘ)
@@@ সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে কি বলে?
(ক) লার্ভা (খ) নিম্ফ (গ) পিউপা (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
ব্যাখ্যা: যে রূপান্তরে শিশু প্রাণী ও পূর্ণঙ্গ প্রাণীর মধ্যে কোনো আঙ্গিক মিল থাকে না এবং ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশুপ্রাণী পূর্ণাঙ্গ অবস্থাপ্রাপ্ত হয়, সে ধরনের রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর বলে। সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা (ষধৎাধ) বলে। উদাহরণ: মৌমাছি ও প্রজাপতির রূপান্তর।
@@@ সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরের ৪টি সুস্পষ্ট ধাপ হচ্ছে:
(ক) লার্ভা → ডিম → পিউপা → ইমোগো (পূর্ণাঙ্গ)
(খ) পিউপা → লার্ভা → ডিম → ইমোগো (পূর্ণাঙ্গ)
(গ) ডিম → লার্ভা → পিউপা → ইমোগো (পূর্ণাঙ্গ)
(ঘ) পিউপা → ডিম → পিউপা → ইমোগো (পূর্ণাঙ্গ) উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর জীবন ইতিহাসের ধাপগুলো হলো-
(ক) নিম্ফ → ডিম → পিউপা → ইমোগো (পূর্ণাঙ্গ)
(খ) ডিম → নিম্ফ → পূর্ণাঙ্গ প্রাণী
(গ) ডিম → লার্ভা → নিম্ফ → পূর্ণাঙ্গ প্রাণী
(ঘ) পিউপা → ডিম → পিউপা → ইমোগো (পূর্ণাঙ্গ) উত্তর: (খ)
ব্যাখ্যা: ঘাসফড়িং-এর রূপান্তর অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস ধরনের কারণ এদের অপরিণত নিম্ফ আংশিক পরিস্ফুটনের মাধ্যমে কয়েকটি নিম্ফ দশা পেরিয়ে পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এ রূপান্তরিত হয়। অর্থাৎ ঘাসফড়িংয়ের জীবন ইতিহাসে তিনটি ধাপ রয়েছে: ডিম → নিম্ফ → পূর্ণাঙ্গ প্রাণী।
@@@ নিম্ফে কোনটি থাকে না?
(ক) ডানা (খ) সরলাক্ষি (গ) অ্যান্টেনি (ঘ) মুখোপাঙ্গ উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এর খোলস মোচনে দুটি মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয়-
(ক) ইনস্টার (খ) অফস্টার (গ) আউটস্টার (ঘ) আপস্টার উত্তর: (ক)
১৫৭। ঘাসফড়িং-এর রূপান্তর সম্পন্ন হতে প্রায় ................ সময় লাগে।
(ক) ১৫ দিন (খ) এক মাস (খ) দুই মাস (ঘ) ছয় মাস উত্তর: (খ)

Comments