ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র


ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র


@@@ যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্রের মাধ্যমে ঘাসফড়িং শ্বসনকার্য সম্পন্ন করে তার নাম-
(ক) হিমালতন্ত্র (খ) ট্রাকিয়ালতন্ত্র (গ) ব্রাঙ্কিয়ালতন্ত্র (ঘ) পালমোনারিতন্ত্র উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এ মোট কত জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে?
(ক) ৫ জোড়া (খ) ৮ জোড়া (গ) ১০ জোড়া (ঘ) ১২ জোড়া উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ হলো-
(ক) স্পাইরাকল (খ) ট্রাকিয়া (গ) বায়ুথলি (ঘ) ক,খ,গ উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর ট্রাকিয়ার প্রাচীর কতটি স্তরবিশিষ্ট?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ১টি উত্তর: (খ)
@@@ কোনটি থাকার জন্য ট্রাকিয়া কখনও চুপসে যায় না?
(ক) টিনিডিয়া (খ) ট্রাকিওল (গ) বায়ুথলি (ঘ) খ ও গ উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এ অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ডের সংখ্যা কতটি?
(ক) ৪টি (খ) ৬টি (গ) ৮টি (ঘ) ১০টি উত্তর: (খ)
@@@ এগুলোর অভ্যন্তর টিস্যুরসে পূর্ণ থাকে-
(ক) ট্রাকিয়া (খ) বায়ুথলি (গ) ট্রাকিওল (ঘ) ক ও খ উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর বায়ুথলি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) বায়ুথলি ইন্টিমাবিহীন (খ) বায়ুথলিতে বাতাস জমা থাকে
(গ) বায়ুথলি শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে (ঘ) সমগ্র দেহে শ্বসনিক গ্যাস পরিবহন করে। উত্তর: (ঘ)
ব্যাখ্যা: শ্বাসনালি বা ট্রাকিয়া সমগ্র দেহে শ্বসনিক গ্যাস পরিবহন করে।
@@@ ঘাসফড়িং এর প্রশ্বাসী শ্বাসরন্ধ্র-
(ক) প্রথম ২ জোড়া (খ) প্রথম ৩ জোড়া (গ) প্রথম ৪ জোড়া (ঘ) শেষ ৩ জোড়া উত্তর: (গ)
৯৫। ঘাসফড়িং এর নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র-
(ক) প্রথম ৪ জোড়া (খ) প্রথম ৬ জোড়া (গ) শেষ ৪ জোড়া (ঘ) শেষ ৬ জোড়া উত্তর: (ঘ)

Comments