কোষচক্র ও ইন্টারফেজ



@@@ কোষচক্রের প্রবর্তন করেন-
(ক) হাওয়ার্থ ও পেল্ক (খ) ওয়াল্টার ফ্লেমিং (গ) স্লাইখার (ঘ) স্লেইডেন উত্তর: (ক)
ব্যাখ্যা: একটি সুস্থ বর্ধিষ্ণু কোষের জীবন শুরু হয় মাতৃকোষের বিভাজনের ফলে তার সৃষ্টির মাধ্যমে এবং শেষ হয় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির মধ্য দিয়ে। একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন- এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। হাওয়ার্ড ও পেল্ক এই কোষ চক্রের প্রস্তাব করেন। এই চক্রটি বার বার চলতেই থাকে।
@@@ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কত ট্রিলিয়ন কোষ থাকে?
(ক) ৫০ (খ) ১০০ (গ) ১৫০ (ঘ) ২০০ উত্তর: (খ)
@@@ নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) কোষ বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োজনীয় সিগনাল বা সংকেত
(খ) কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত (যেমন ভ্রƒণ কোষ, মূল ও কান্ডের শীর্ষ মেরিস্টেম কোষ)
(গ) কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, যেমন-
(ক) মানুষের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ (খ) পেশিকোষ ও স্নায়ুকোষ (গ) উদ্ভিদের স্থায়ী কোষসমূহ (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ কোষ চক্র কতটি প্রধান ধাপে বিভক্ত?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (ক)
@@@ কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস এবং দুটি এম. ফেজ-এর মধ্যবর্তী অবিভাজন অবস্থাকে বলা হয়-
(ক) ইনারফেজ (খ) ইন্টারফেজ (গ) এন ফেজ (ঘ) সিস্টেমিক ফেজ উত্তর: (খ)
ব্যাখ্যা: এম. ফেজ এবং ইন্টারফেজ পর্যায়ক্রমিকভাবে পরপর এসে কোষ চক্র সম্পন্ন করে।
@@@ কোষ চক্রের মোট সময়ের কত ভাগ এম. ফেজ-এ ব্যয় হয়?
(ক) ৫-১০ (খ) ২০-৩০ (গ) ৪০-৫০ (ঘ) ৪০-৬০ উত্তর: (ক)
ব্যাখ্যা: বাকি ৯০-৯৫ ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজ অবস্থায়। এখানে উল্লেখযোগ্য যে, কোনো নির্দিষ্ট সময়ে মাত্র অল্পসংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ সময় অধিকাংশ কোষই ইন্টারফেজ পর্যায়ে থাকে।
@@@ কোষ চক্র নিয়ন্ত্রিত হয়-
(ক) একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা (খ) একটি এনজাইম দ্বারা
(গ) আলো, তাপ প্রভৃতি দ্বারা (ঘ) ক,খ,গ উত্তর: (ক)
@@@ কোষ চক্রে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে-
(ক) হরমোন (খ) এনজাইম (গ) সাইক্লিন-Cdk যৌগ (ঘ) ক,খ,গ উত্তর: (গ)
@@@ কোষ চক্রে বাহ্যিক উদ্দীপক-
(ক) বিভিন্ন হরমোন (খ) গ্রোথ ফ্যাক্টর (গ) ক ও খ (ঘ) সাইক্লিন-Cdk যৌগ উত্তর: (গ)
@@@ আমাদের দেহের কোনো স্থান কেটে গেলে রক্তের ............... একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে যার উদ্দীপনায় চারপাশের কোষ বিভাজিত হয়ে ক্ষতস্থান জোড়া লাগিয়ে দেয়।
(ক) লোহিত রক্ত কণিকা (খ) শ্বেত রক্ত কণিকা (গ) অনুচক্রিকা (ঘ) ক ও খ উত্তর: (গ)
@@@ দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়।
(ক) লোহিত রক্ত কণিকা (খ) শ্বেত রক্ত কণিকা (গ) অনুচক্রিকা (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ Bone marrow তে লোহিত রক্তকণিকা কোষ সংখ্যা বৃদ্ধির জন্য ‘.....................’ erythropoietin তৈরি করে।
(ক) যকৃত (খ) কিডনি (গ) ফুসফুস (ঘ) প্লীহা উত্তর: (খ)
@@@ ইন্টারফেজ উপপর্যায়কে কতটি উপপর্যায়ে ভাগ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (খ)
ব্যাখ্যা: ইন্টারফেজ-কে সাধারণত ৩টি উপ-পর্যায়ে ভাগ করা হয়; যথা- G1, S , ঝ এবং G2। টার্গেট কোষের (যে কোষ বিভাজিত হবে) সার্ফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে।
@@@ বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়-
(ক) এম ফেজে কোষের নিউক্লিয়াসকে (খ) মায়োসিস কোষ বিভাজনরত কোষের নিউক্লিয়াসকে
(গ) ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে (ঘ) উপরের কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: ইন্টারফেজ অবস্থাটি বেশ দীর্ঘ। পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া-বিক্রিয়া ঘটে থাকে। তাই ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এক কথায় বলা যায় এম. ফেজ (মাইটোসিস)-কে সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেজ অবস্থায়।
@@@ একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা, তার সিদ্ধান্ত নেয়া হয় কোন উপপর্যায়ে?
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (ক)
@@@ G1-এর প্রথমেই ................... নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা Cdk (Cyclin dependent kinase) এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে।
(ক) মায়োলিন (খ) সাইক্লিন (গ) কিউটিন (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ G1 দশায় ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে-
(ক) বিভিন্ন হরমোন (খ) গ্রোথ ফ্যাক্টর (গ) ক ও খ (ঘ) Cdk উত্তর: (ঘ)
@@@ এ সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, RNA এবং DNA প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়-
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (ক)
@@@ যে কোষটি আর বিভাজিত হবে না তা এক সপ্তাহ বা এক বছর অর্থাৎ আমৃত্যু ................ উপপর্যায়েই আবদ্ধ হয়ে যায়।
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (ক)
@@@ মোট কোষ চক্রের কত ভাগ সময় গ্যাপ১ উপপর্যায়ে ব্যয় হয়?
(ক) ৫-১০ (খ) ২০-৩০ (গ) ৩০-৪০ (ঘ) ৪০-৬০ উত্তর: (গ)
@@@ এই উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াসে ক্রোমোসোমস্থ DNA সূত্রের প্রতিলিপন-
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (গ)
ব্যাখ্যা: পরবর্তী উপ-পর্যায়ে প্রবেশের আগেই DNA প্রতিলিপন সম্পন্ন হয়।
@@@ মোট কোষ চক্রের কত ভাগ সময় সিনথেসিস উপপর্যায়ে ব্যয় হয়?
(ক) ৫-১০ (খ) ১০-২০ (গ) ৩০-৪০ (ঘ) ৩০-৫০ উত্তর: (ঘ)
@@@ এটি হলো এম. ফেজ-এ (মাইটোসিস দশা) প্রবেশ করার প্রস্তুতি পর্যায়।
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হবে।
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
ব্যাখ্যা: একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোম-এ পরিণত হয়। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি সূচনা করে।
@@@ বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি (ATP) কোন পর্যায়ে তৈরি হয়?
(ক) গ্যাপ১ (খ) গ্যাপ২ (গ) সিনথেসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ G2 থেকে মাইটোসিস-এ প্রবেশ করতে হলে কি প্রয়োজন-
(ক) ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর (MPF) নামক প্রোটিন (খ) বিভিন্ন হরমোন 
(গ) গ্রোথ ফ্যাক্টর (ঘ) খ ও গ উত্তর: (ক)
ব্যাখ্যা: কিছু সংখ্যক কোষ G2 উপপর্যায়ে এসেও আটকা পড়ে যায়, আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না।
@@@ মোট কোষ চক্রের কত ভাগ সময় গ্যাপ২ উপপর্যায়ে ব্যয় হয়?
(ক) ৫-১০ (খ) ১০-২০ (গ) ৩০-৪০ (ঘ) ৩০-৫০ উত্তর: (খ)
@@@ G1 থেকে S-উপপর্যায় এবং S-উপপর্যায় থেকে G2-তে স্থানান্তরের জন্য প্রয়োজন হয়-
(ক) ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর নামক প্রোটিন (খ) বিভিন্ন হরমোন 
(গ) Cdk প্রোটিনের অ্যাক্টিভেশন (ঘ) খ ও গ উত্তর: (গ)
@@@ জীব জীবনে ইন্টারফেজ-এর গুরুত্বের অন্তর্ভূক্ত-
(ক) কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেজ-এর প্রথম দিকেই ঠিক হয়
(খ) পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, RNA ও DNA প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়
(গ) ATP প্রতিলিপন হয় 
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ কোষ চক্রের ইন্টারফেজ দশার গুরুত্বের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়।
(খ) কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি (অঞচ) তৈরি হয়।
(গ) ইন্টারফেজ পর্যায় না থাকলে বিভাজন পর্যায় সম্পন্ন হবে না।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ কোনটি সঠিক নয়?
(ক) কোষ চক্র না হলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই বংশবৃদ্ধি হবে না
(খ) কোষ চক্রের ইন্টারফেজ-এর প্রস্তুতির কারণেই মায়োসিস হয়
(গ) প্রতিটি জীবে স্বাভাবিক কোষ চক্র ঐ জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে
(ঘ) অস্বাভাবিক অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ চক্র জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে। এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি করে থাকে।
উত্তর: (খ)
ব্যাখ্যা: কোষ চক্রের ইন্টারফেজ-এর প্রস্তুতির কারণেই মাইটোসিস হয় জীবের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, প্রজননঅঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করে। 
@@@ কোষ চক্র G2 ফেজ থেকে কোন পর্যায়ে প্রবেশ করে?
(ক) মাইটোসিস (খ) মায়োসিস (গ) অ্যামাইটোসিস (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
ব্যাখ্যা: একটি জটিল প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ও পুনঃগঠন, সাইটোপ্লাজমের নতুন দুই কোষে গমন, সেলমেমব্রেন এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ দুটি অপত্য কোষ সৃষ্টির মধ্য দিয়ে এম পর্যায় সমাপ্ত হয়।


Comments