হাইড্রার জনন | অযৌন জনন


@@@ হাইড্রা কোন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে?
(ক) অযৌন (খ) যৌন (গ) অযৌন ও যৌন (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে জনন বলে। এ প্রক্রিয়ায় জীব দেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে (অযৌন) বা একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় ও গ্যামেট সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে (যৌন) নিজ আকৃতি-সদৃশ বংশধর সৃষ্টি করে। হাইড্রা অযৌন ও যৌন উভয় প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে।
@@@ এ ধরনের জনন পদ্ধতিতে একটি মাত্র জনিতা থেকেই নতুন জীবের সৃষ্টি হয়-
(ক) অযৌন (খ) যৌন (গ) অযৌন ও যৌন (ঘ) কোনটিই নয় উত্তর: (ক)
ব্যাখ্যা: গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত হয় তাকে অযৌন জনন বলে। 
@@@ হাইড্রা কতভাবে অযৌন জনন সম্পন্ন করে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
উত্তর: হাইড্রা দুভাবে অযৌন জনন সম্পন্ন করে, যথা- মুকুলোদগম ও বিভাজন।
@@@ হাইড্রার জননের ক্ষেত্রে বছরের সব ঋতুতেই বিশেষ করে গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকায় এটি বেশি ঘটে-
(ক) যৌন জনন (খ) মুকুলোদগম (গ) বিভাজন (ঘ) ক অথবা গ উত্তর: (খ)
@@@ মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হয়ে স্বাধীনভাবে জীবন যাপন করতে প্রায় ........... সপ্তাহ সময় লাগে।
(ক) ছয় (খ) পাঁচ (গ) চার (ঘ) তিন উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ঘটনাক্রমে একটি হাইড্রায় বেশ কয়েকটি মুকুলের সৃষ্টি হতে পারে। এসব মুকুল আবার নতুন মুকুল সৃষ্টি করতে পারে। সম্পূর্ণ মাতৃ হাইড্রাকে তখন একটি দলবদ্ধ প্রাণীর মতো দেখায়। মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হয়ে স্বাধীনভাবে জীবন যাপন করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে।
@@@ হাইড্রার কোন জনন প্রক্রিয়াটি স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়?
(ক) মুকুলোদগম (খ) বিভাজন (গ) যৌন জনন (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই যে কোষের তড়িৎ বিভাজনের কারণে-
(ক) পেশি-আবরণী কোষ (খ) গ্রন্থি কোষ (গ) ইন্টারস্টিশিয়াল কোষ (ঘ) সংবেদী কোষ উত্তর: (গ)
ব্যাখ্যা: কোন বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খন্ডে বিভক্ত হলে প্রতিটি খন্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। একে পুনরুৎপত্তি বলে, কারণ এ প্রক্রিয়ায় হৃত বা বিনষ্ট দেহাংশ পুনর্গঠিত হয়। ট্রেম্বলে  ১৭৪৪ সালে সর্ব প্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তড়িৎগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই।
@@@ হাইড্রার বিভাজন কত ভাবে হতে পারে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
ব্যাখ্যা: বিভাজন দুভাবে হতে পারে, যথা- অনুদৈর্ঘ্য বিভাজন ও অনুপ্রস্থ বিভাজন।
অনুদৈর্ঘ্য বিভাজন: হাইড্রার দেহ কোনো কারণে লম্বালম্বিভাবে দুই বা ততোধিক খন্ডে বিভক্ত হলে প্রত্যেক খন্ড থেকে পৃথক হাইড্রার উৎপত্তি হয়।
অনুপ্রস্থ বিভাজন: কোনো কারণে হাইড্রার দেহ অনুপ্রস্থভাবে একাধিক খন্ডে খন্ডিত হলে প্রত্যেক খন্ড থেকে পুনরুৎপাদন প্রক্রিয়ায় নতুন হাইড্রা জন্ম লাভ করে।


Comments