ক্রোমোসোমের রাসায়নিক গঠন বা উপাদান



@@ ক্রোমোসোমে কত ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
ব্যাখ্যা: ক্রোমোসোমে দু’ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়; যথা: DNA ও RNA
@@ প্রকৃত ক্রোমোসোমের স্থায়ী উপাদান-
(ক) ডিএনএ (খ) আরএনএ
(গ) রাইবোসোম (ঘ) ক,খ ও গ উত্তর: (ক)
ব্যাখ্যা: DNA এর পুরো নাম Deoxyribo Nuclic Acid. DNA হলো প্রকৃত ক্রোমোসোমের স্থায়ী উপাদান। ক্রোমোসোমের বিভিন্ন উপাদানের মধ্যে এর পরিমাণ হচ্ছে শতকরা প্রায় ৪৫ ভাগ।
@@ জীবের প্রায় ........... ভাগ ক্রোমোসোমে DNA থাকে।
(ক) ৫০ (খ) ৭০ (গ) ৮০ (ঘ) ৯০ উত্তর: (ঘ)
@@ রাইবোজ শর্করা থাকে-
(ক) ডিএনএ-তে
(খ) আরএনএ-তে
(গ) ক ও খ
(ঘ) কোনটিই নয় উত্তর: (খ)
ব্যাখ্য: RNA এর পুরো নাম Ribo Nucleic Acid. ক্রোমোসোমে এর পরিমাণ হচ্ছে শতকরা ০.২-১.৪ ভাগ। RNA ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়। প্রতিটি RNA অণু সাধারণত একসূত্রবিশিষ্ট। এটি পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল ও সাইটোসিন দ্বারা গঠিত।
@@ ক্রোমোসোমে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
(ক) ৪০ (খ) ৫৫ (গ) ৬৮ (ঘ) ৮০ উত্তর: (খ)
ব্যাখ্যা: প্রোটিন ক্রোমোসোমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান। এ কাঠামোতে নিউক্লিক অ্যাসিড বিন্যস্ত থাকে। ক্রোমোসোমে প্রোটিনের পরিমাণ শতকরা ৫৫ ভাগ। ক্রোমোসোমে দু’ধরনের প্রোটিন পাওয়া যায়। যথা: 
(ক) নিম্ন আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন ও
(খ) উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন অম্লীয় প্রোটিন।
@@ প্রোটামিন কোথায় পাওয়া যায়?
(ক) সকল কোষের ক্রোমোসোমে
(খ) শুধু শুক্রাণুর ক্রোমোসোমে
(গ) শুধু ডিম্বাণুর ক্রোমোসোমে 
(ঘ) সকল উদ্ভিদের ক্রোমোসোমে উত্তর: (খ)
@@ নিচের কোনটি ক্রোমোসোমের অম্লীয় প্রোটিন?
(ক) ডিএনএ পলিমারেজ
(খ) আরএনএ পলিমারেজ
(গ) ক ও খ
(ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: ক্রোমোসোমে বেশ কয়েক ধরনের অম্লীয় প্রোটিন থাকে। উল্লেখযোগ্য হলো ডিএনএ পলিমারেজ ও আরএনএ পলিমারেজ।
উল্লিখিত উপাদান ছাড়াও ক্রোমোসোমে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিপিড, এনজাইম, আয়রন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ খুব অল্প পরিমাণে থাকে।
২৯৮। ক্রোমোসোমের কাজ কোনটি?
(ক) ক্রোমোসোম বংশগতির ধারক ও বাহক, তাই বংশপরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে, বহন করে এবং স্থানান্তর করে।
(খ) বিভক্তির মাধ্যমে ক্রোমোসোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
(গ) জিন-অণু ধারণ করে।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
২৯৯। কোষ বিভাজনের শুরু এবং শেষ উভয়ই ক্রোমোসোম নির্ভর।
(ক) সাইটোপ্লাজম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) সেন্ট্রিয়োল
(ঘ) ক্রোমোসোম উত্তর: (ঘ)

Comments