কোষীয় অঙ্গাণু | কোষস্থ নির্জীব বস্তু

@@ কোষীয় বিপাক ক্রিয়ায় সৃষ্ট বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজমে এবং .............. জমা হয়।
(ক) রাইবোসোমে (খ) গলগি বডিতে (গ) লাইসোসোমে (ঘ) কোষ গহ্বরে উত্তর: (ঘ)
ব্যাখ্যা: নির্জীব বস্তুগুলো দ্রবীভূত অবস্থায়, ক্রিস্টাল হিসেবে, ফোঁটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে।
@@ কোষস্থ নির্জীব বস্তুগুলোকে প্রধানত কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি উত্তর: (ক)
ব্যাখ্যা: নির্জীব বস্তুগুলোকে প্রধানত তিন শ্রেণিতে ভাগ করা যায়: (ক) সঞ্চিত পদার্থ, (খ) নিঃসৃত পদার্থ এবং (গ) বর্জ্য পদার্থ।
@@ কোষের প্রধান সঞ্চিত পদার্থ হলো-
(ক) শর্করা (খ) আমিষ (গ) চর্বি (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
ব্যাখ্যা: প্রধান প্রধান সঞ্চিত পদার্থগুলো হলো শর্করা (কার্বোহাইড্রেট), আমিষ (প্রোটিন) এবং চর্বি (লিপিড)।
@@ নিচের কোনটি দ্রবণীয় শর্করা?
(ক) গ্লুকোজ (খ) চিনি (গ) ইনুলিন (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ কোষে কোন অদ্রবণীয় শর্করাটি থাকে?
(ক) স্টার্চগ্রেইন (খ) সেলুলোজ (গ) গ্লাইকোজেন (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
ব্যাখ্যা: অদ্রবণীয় শর্করার মধ্যে থাকে স্টার্চগ্রেইন (শ্বেতসার দানা), সেলুলোজ এবং গ্লাইকোজেন। তৈল এবং চর্বি সাধারণত ফোঁটা ফোঁটা হিসেবে সাইটোপ্লাজমে বিরাজ করে। আমিষ তথা নাইট্রোজেনঘটিত সঞ্চিত পদার্থগুলো তরল এবং নিরেট উভয় অবস্থায় বিরাজ করে। সঞ্চিত পদার্থের অধিকাংশই সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে।
@@ কোষের নিঃসৃত পদার্থ কোনটি?
(ক) পিগমেন্ট (খ) এনজাইম (গ) নেকটার (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: প্রধান প্রধান নিঃসৃত পদার্থ হলো পিগমেন্ট, এনজাইম, হরমোন এবং নেকটার। ক্লোরোফিল, এনথোসায়ানিন, ক্যারোটিনয়েড ইত্যাদি উল্লেখযোগ্য পিগমেন্ট।
@@ কোষীয় বর্জ্য পদার্থের অন্তর্ভূক্ত নয়-
(ক) রেজিন, ট্যানিন, গাম (খ) ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড
(গ) উদ্বায়ী তেল ও খনিজ ক্রিস্টাল (ঘ) এনজাইম, হরমোন এবং নেকটার উত্তর: (ঘ)
ব্যাখ্যা: বর্জ্য পদার্থসমূহ অধিকাংশই প্রোটোপ্লাজমের মেটাবলিক কার্য প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। উদ্ভিদে বর্জ্য পদার্থ নির্গমনের পৃথক তন্ত্র না থাকায় এরা কোষে জমা হয়। উল্লেখযোগ্য বর্জ্য পদার্থসমূহ হলো রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল এবং খনিজ ক্রিস্টাল।
@@ কোষের প্রধান খনিজ ক্রিস্টাল কোনটি?
(ক) ক্যালসিয়াম অক্সালেট (খ) ক্যালসিয়াম কার্বনেট (গ) ক ও খ (ঘ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড উত্তর: (ক)
@@ কোষে আঙ্গুরের থোকার মতো থাকা ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয়-
(ক) অটোলিথ (খ) সিস্টোলিথ (গ) ক্রিস্টেলাইন (ঘ) র‌্যাফাইড উত্তর: (খ)
ব্যাখ্যা: কোষে প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট। কখনো এরা সূঁচের মতো আকারে অবস্থান করে। তখন একে বলা হয় র‌্যাফাইড, আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ (cystolith)।


Comments