উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সম্পর্কে কয়েকটি প্রশ্ন

 প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশে জীবদের মধ্যে কোথায়/কিসে মিল-অমিল রয়েছে?

উত্তর: সাংগঠনিক ও কার্যপ্রণালিতে।

ব্যাখ্যা: প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চশ্রেণির উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালিতে প্রচুর মিল-অমিল রয়েছে।

 প্রশ্ন: সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি কোথায়?

উত্তর: জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত।

 প্রশ্ন: কোষ নিয়ে বিজ্ঞানীগণ অতীতে কি কাজ করেছেন?

উত্তর: বিগত কয়েকশ বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করছেন।

 প্রশ্ন: একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি কেমন?

উত্তর: এক রকম নয় বরং ভিন্ন।

প্রশ্ন: কোষ সম্পর্কে ধারণা সুস্পষ্ট হয়েছে কিভাবে?

উত্তর: প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুষ্পষ্ট ও বিস্তারিত হয়েছে।

 প্রশ্ন: প্রতিটি জীবদেহ কি দিয়ে গঠিত?

উত্তর: এক বা একাধিক কোষ দিয়ে গঠিত।