মানুষের কান | কিছু ছোট প্রশ্ন

 

@@@ কানের কাজ কোনটি?

(ক) শ্রবণ (খ) দেহের ভারসাম্য রক্ষা (গ) দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় (ঘ) ক ও খ উত্তর: (ঘ)

@@@ এটি মাথার দুপাশে অবস্থিত ও তরুণাস্থি নির্মিত কানের বাইরের প্রসারিত ও লোমশ অংশ-

(ক) পিনা বা বহিঃকর্ণ (খ) বহিঃঅডিটরি মিটাস (গ) টিমপেনিক পর্দা (ঘ) বহিঃকর্ণ উত্তর: (ক)

@@@ এর অভ্যন্তরে পেশিতন্তু থাকলেও মানুষ কান নাড়াতে পারে না-

(ক) পিনা বা বহিঃকর্ণ (খ) বহিঃঅডিটরি মিটাস (গ) টিমপেনিক পর্দা (ঘ) বহিঃকর্ণ উত্তর: (ক)

@@@ পিনা শব্দতরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করে কোথায় প্রেরণ করে?

(ক) অন্তঃকর্ণ (খ) বহিঃঅডিটরি মিটাস (গ) টিমপেনিক পর্দা (ঘ) মধ্যকর্ণ উত্তর: (খ)

@@@ পিনার কেন্দ্রে কানের বহিঃছিদ্র থেকে যে সরু নালিপথ কানের টিমপেনিক পর্দা পর্যন্ত বিস্তৃত তার নাম কি?

(ক) বহিঃঅডিটরি মিটাস (খ) ইউস্টেশিয়ান নালি (গ) কর্ণপটহ (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ বহিঃঅডিটরি মিটাসের বাইরের কত অংশ তরুণাস্থি দিয়ে গঠিত?

(ক) দুই-তৃতীয়াংশ (খ) এক-তৃতীয়াংশ (গ) অর্ধাংশ (ঘ) এক চতুর্থাংশ উত্তর: (ক)

@@@ মোমগ্রন্থি ও সূক্ষ্ম রোমযুক্ত ত্বকে আবৃত থাকে-

(ক) ককলিয়া (খ) ইউস্টেশিয়ান নালি (গ) কর্ণপটহ (ঘ) বহিঃঅডিটরি মিটাস উত্তর: (ঘ)

@@@ টিমপেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে-

(ক) বহিঃঅডিটরি মিটাস (খ) ইউস্টেশিয়ান নালি (গ) কর্ণপটহ (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ বহিঃঅডিটরি মিটাসের কাজ-

(ক) এর মাধ্যমে শব্দতরঙ্গ লম্বভাবে টিমপেনিক পর্দায় পৌঁছে

(খ) এতে অবস্থিত মোম ও লোম কানের ভেতরে ধুলাবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণুনাশ করে

(গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)

@@@ বহিঃঅডিটরি মিটাসের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার, স্থিতিস্থাপক পর্দাকে বলে-

(ক) প্লাজমামেমব্রেন (খ) টিমপেনিক পর্দা (গ) ডায়াফ্রাম (ঘ) নিকটিটেটিং মেমব্রেন উত্তর: (খ)

@@@ টিমপেনিক পর্দার-

(ক) বাইরের ও ভেতরের উভয় দিক উত্তল (খ) বাইরের দিক উত্তল, ভেতরের দিক অবতল

(গ) বাইরের দিক অবতল, ভেতরের দিক উত্তল (ঘ) উভয় দিক অবতল উত্তর: (গ)

@@@ টিমপেনিক পর্দার সাথে মধ্যকর্ণের কোন অস্থিটি যুক্ত থাকে?

(ক) ম্যালিয়াস (খ) ইনকাস (গ) স্টেপিস (ঘ) ক ও গ উত্তর: (ক)

@@@ টিমপেনিক পর্দার কাজ কোনটি?

(ক) বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখা (খ) শব্দতরঙ্গে কেঁপে উঠা

(গ) শব্দতরঙ্গকে সমতলে মধ্যকর্ণে পরিবহন করা (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)

@@@ এটি একটি অসম আকৃতির বায়ুপূর্ণ প্রকোষ্ঠ বিশেষ এবং করোটির টিমপেনিক বুলা-র ভেতর অবস্থিত।

(ক) অন্তঃকর্ণ (খ) বহিঃঅডিটরি মিটাস (গ) ভিট্রিয়াস হিউমার (ঘ) মধ্যকর্ণ উত্তর: (ঘ)

@@@ মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত সরু নালিটির নাম-

(ক) বহিঃঅডিটরি মিটাস (খ) ইউস্টেশিয়ান নালি (গ) কর্ণপটহ (ঘ) ককলিয়া উত্তর: (খ)

@@@ টিমপেনিক পর্দার উভয় পাশের বায়ুর চাপ সমান রাখা কার কাজ?

(ক) ইউস্টেশিয়ান নালি (খ) ম্যালিয়াস (গ) ফেনেস্ট্রা রোটান্ডা (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ যে নালি থাকার কারণে কর্ণপটহ ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা পায়-

(ক) সংগ্রাহী নালী (খ) ইউস্টেশিয়ান নালি (গ) ট্রাকিয়া (ঘ) ককলিয়া উত্তর: (খ)

@@@ কর্ণাস্থির অন্তর্ভূক্ত নয়-

(ক) ম্যালিয়াস (খ) ইনকাস (গ) স্টেপিস (ঘ) হাইঅয়েড উত্তর: (ঘ)

@@@ এই অস্থিটির এক প্রান্ত ফেনেস্ট্রা ওভালিস নামক ছিদ্রের গায়ে বসানো থাকে-

(ক) ম্যালিয়াস (খ) ইনকাস (গ) স্টেপিস (ঘ) হাইঅয়েড উত্তর: (গ)

@@@ মধ্যকর্ণের অস্থিগুলো বহিঃকর্ণের টিমপেনিক পর্দা থেকে শব্দতরঙ্গ অন্তঃকর্ণের কোথায় বহন করে?

(ক) এন্ডোলিম্ফে (খ) পেরিলিম্ফে (গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (খ)

@@@ মধ্যকর্ণে প্রাচীর কোন অস্থিতে গঠিত?

(ক) সারভাইকাল (খ) থোরাসিক (গ) পেরিওটিক (গ) ক ও খ উত্তর: (গ)

@@@ নিচের কোনটি সঠিক নয়?

(ক) মধ্যকর্ণে দুটি ছোট ছিদ্রপথ থাকে (খ) উপরের দিকে ডিম্বাকার ছিদ্রকে ফেনেস্ট্রা ওভালিস বলে

(গ) নিচের দিকের গোল ছিদ্রকে ফেনেস্ট্রা রোটান্ডা বলে।

(ঘ) ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে উত্তর: (ঘ)

@@@ শব্দতরঙ্গ ............... প্রবেশের পর অবশেষে ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে বাইরে চলে আসে।

(ক) মধ্যকর্ণে (খ) ককলিয়ায় (গ) ফেনেস্ট্রা ওভালিসে (ঘ) ইউস্টেশিয়ান নালি উত্তর: (খ)

@@@ করোটির শ্রুতিকোটরের অভ্যন্তরে অবস্থিত-

(ক) বহিঃকর্ণ (খ) মধ্যকর্ণ (গ) অন্তঃকর্ণ (ঘ) ক,খ,গ উত্তর: (গ)

@@@ অন্তঃকর্ণের গঠনকে বলে-

(ক) মেমব্রেনাস ল্যাবিরিন্থ (খ) অস্থিময় ল্যাবিরিন্থ (গ) পেরিলিম্ফ (ঘ) এন্ডেলিম্ফ উত্তর: (ক)

@@@ মেমব্রেনাস ল্যাবিরিন্থ ................... নামক তরলে এবং অস্থিময় ল্যাবিরিন্থ ................... এ পূর্ণ।

(ক) এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ (খ) পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ

(গ) অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার (ঘ) ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার উত্তর: (ক)

@@@ প্রত্যেক অন্তঃকর্ণ দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। একটি ইউট্রিকুলাস অপরটি-

(ক) সার্কাস (খ) থ্যলামাস (গ) অ্যানুলাস (ঘ) স্যাকুলাস উত্তর: (ঘ)

@@@ কোনটি ভারসাম্য অঙ্গ?

(ক) ইউট্রিকুলাস (খ) ইনকাস (গ) ম্যালিয়াস (ঘ) চোখ উত্তর: (ক)

@@@ অন্তঃকর্ণের উপরদিকের গোল প্রকোষ্ঠটির নাম কি?

(ক) ইউট্রিকুলাস (খ) স্যাকুলাস (গ) ম্যালিয়াস (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ ইউট্রিকুলাসের কতটি অর্ধবৃত্তাকার নালি থাকে?

(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (খ)

@@@ ইউট্রিকুলাসের প্রত্যেক নালির এক প্রান্ত স্ফীত হয়ে গঠন করে-

(ক) অ্যাম্পুলা (খ) ক্যুপুলা (গ) ক অথবা খ (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ যার মধ্যে সংবেদী কোষ ও রোম থাকে-

(ক) অ্যাম্পুলা (খ) ক্যুপুলা (গ) ক অথবা খ (ঘ) ইউস্টেশিয়ান নালী উত্তর: (ক)

@@@ অ্যাম্পুলার সংবেদি রোমগুলো কি দ্বারা আবৃত?

(ক) পেরিলিম্ফ (খ) এন্ডোলিম্ফ (গ) ক্যুপুলা (ঘ) ক ও খ উত্তর: (গ)

@@@ ক্যুপুলায় যে চুনময় দানা থাকে সেগুলো কি নামে পরিচিত?

(ক) পেরিলিম্ফ (খ) এন্ডোলিম্ফ (গ) ওটোলিথ (ঘ) সিস্টোলিথ উত্তর: (গ)

@@@ ...................... দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করে এবং দেহ অবস্থানের অনুভূতির উদ্রেক করে।

(ক) ইউট্রিকুলাস (খ) স্যাকুলাস (গ) ম্যালিয়াস (ঘ) ককলিয়া উত্তর: (ক)

@@@ এটি অন্তঃকর্ণের নিচের দিকের প্রকোষ্ঠ যা অঙ্কীয়দেশ থেকে প্রলম্বিত এবং শামুকের খোলকের মতো প্যাঁচানো একটি নালিকার সৃষ্টি করেছে-

(ক) ইউট্রিকুলাস (খ) স্যাকুলাস (গ) ম্যালিয়াস (ঘ) ইনকাস উত্তর: (খ)

@@@ স্যাকুলাসের শামুকের খোলকের মতো প্যাঁচানো অংশটির নাম কি?

(ক) ককলিয়া (খ) অর্গান অব কর্টি (গ) ওটোলিথ (ঘ) সিস্টোলিথ উত্তর: (ক)

@@@ ককলিয়া কত প্রকোষ্ঠবিশিষ্ট?

(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (খ)

@@@ ককলিয়ার প্রকোষ্ঠ নয় কোনটি?

(ক) স্ক্যালা ভেস্টিবুলি (খ) স্ক্যালা মিডিয়া (গ) স্ক্যালা টিমপেনি (ঘ) বহিঃঅডিটরি মিটাস উত্তর: (ঘ)

@@@ ককলিয়ার উপরের ও নিচের প্রকোষ্ঠ ........... দ্বারা এবং মাঝের প্রকোষ্ঠ ............ দ্বারা পূর্ণ পূর্ণ।

(ক) এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ (খ) এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ (গ) পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ (ঘ) পেরিলিম্ফ, পেরিলিম্ফ উত্তর: (গ)

@@@ রেসনার-এর ঝিল্লি ও বেসিলার ঝিল্লি পাওয়া যায়-

(ক) স্ক্যালা ভেস্টিবুলি (খ) স্ক্যালা মিডিয়া (গ) স্ক্যালা টিমপেনি (ঘ) ক,খ,গ উত্তর: (খ)

@@@ বেসিলার ঝিল্লির উপরের কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে সংবেদী কি গঠন করেছে?

(ক) ওটোলিথ (খ) অর্গান অব কর্টি (গ) ক্যুপুলা (ঘ) সিস্টোলিথ উত্তর: (খ)

@@@ অর্গ্যান অব কর্টির সংবেদী রোম ........... আবৃত।

(ক) বোম্যানস ক্যাপসুলে (খ) ক্যুপুলায় (গ) ব্লাস্টুলায় (ঘ) ল্যাকুনায় উত্তর: (খ)

@@@ একেবারে শীর্ষে ককলিয়ার ঊর্ধ্ব ও নিম্ন প্রকোষ্ঠ একটি সরু নলাকার অংশের সাহায্যে পরস্পর যুক্ত। এর নাম কি?

(ক) ওটোলিথ (খ) অর্গান অব কর্টি (গ) হেলিকোট্রিমা (ঘ) সিস্টোলিথ উত্তর: (গ)

@@@ স্যাকুলাসের কাজ কোনটি?

(ক) দর্শন অনুভূতি জাগানো (খ) শ্রবণ অনুভূতি জাগানো (গ) শ্রবণ ও ভারসাম্য রক্ষার মধ্যে সমন্বয় (ঘ) ক,খ,গ উত্তর: (খ)

@@@ শব্দের মাত্রা গ্রহণের জন্য ককলিয়ার কোথায় বিশেষ স্থান রয়েছে?

(ক) স্ক্যালা ভেস্টিবুলিতে (খ) স্ক্যালা মিডিয়ায় (গ) স্ক্যালা টিমপেনিতে (ঘ) ক,খ,গ উত্তর: (খ)

@@@ শব্দের মাত্রা গ্রহণে ককলিয়ার স্থানগুলো হচ্ছে-

(ক) উচ্চ মাত্রা গ্রহণে ফেনেস্ট্রা রোটান্ডা সংলগ্ন অংশ (খ) মধ্যম মাত্রা গ্রহণে মাঝামাঝি অংশ

(গ) নিম্ন মাত্রা গ্রহণে শীর্ষের কাছাকাছি অংশ (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)


Comments