(ক) মাইরোসিন কোষ (খ) কর্ক কোষ
(গ) বুলিফর্ম কোষ (ঘ) রক্ষীকোষ
উত্তর: (ঘ)
### রক্ষীকোষে থাকে-
(ক) একটি বড় নিউক্লিয়াস (খ) বহু ক্লোরোপ্লাস্ট
(গ) ঘন সাইটোপ্লাজম (ঘ) ক, খ, গ
উত্তর: (ঘ)
### উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে?
(ক) স্টোম্যাটা (খ) হাইডাথোড (গ) বায়ুকুঠুরী (ঘ) পানিকুঠুরী উত্তর: (ক)
### রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার-আকৃতির ত্বকীয় কোষকে বলে-
(ক) গ্রন্থিকোষ (খ) ট্রাইকোম (গ) সহকারি কোষ (ঘ) ক ও খ উত্তর: (গ)
### স্টোম্যাটার নিচে থাকে-
(ক) একটি বড় বায়ুকুঠুরী (খ) একগুচ্ছ কোষ
(গ) ভেসেলের শেষপ্রান্ত (ঘ) একটি বড় পানিগহ্বর উত্তর: (ক)
### পত্ররন্ধ্রের নিচে অবস্থিত বায়ুকুঠুরীকে বলা হয়-
(ক) সাব-স্টোম্যাটাল বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী (খ) হাইডাথোড
(গ) স্টোম্যাটাল বায়ুকুঠুরী (ঘ) ক অথবা গ উত্তর: (ক)
### পত্ররন্ধ্র খোলা ও বন্ধকরণ ................ কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
(ক) মাইরোসিন কোষ (খ) কর্ক কোষ (গ) বুলিফর্ম কোষ (ঘ) রক্ষীকোষ উত্তর: (ঘ)
### সাধারণত কখন পত্ররন্ধ্র খোলা থাকে?
(ক) দিনের বেলায় (খ) রাতের বেলায় (গ) দিনে ও রাতে (ঘ) দিনে অথবা রাতে উত্তর: (ক)
### পাথরকুচি গোত্রের উদ্ভিদে পত্ররন্ধ্র বন্ধ থাকে-
(ক) দিনের বেলায় (খ) রাতের বেলায় (গ) দিনে ও রাতে (ঘ) দিনে অথবা রাতে উত্তর: (ক)
### পত্ররন্ধ্রের কাজ-
(ক) সালোকসংশ্লেষণের সময় রন্ধ্রপথে বায়ু হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ ও অক্সিজেন গ্যাস ত্যাগ
(খ) শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে অক্সিজেন গ্যাস গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ
(গ) মূল কর্তৃক সংগৃহীত পানি প্রস্বেদনের সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়া
(ঘ) ক, খ, গ
উত্তর: (ঘ)
### নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে
(খ) রক্ষীকোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে।
(গ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন- তিনটি প্রক্রিয়াতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে।
(ঘ) প্রচন্ড গরমের দিনে পানির ফোঁটার সারি দেখে পত্ররন্ধ্রের অবস্থান জানা যায় উত্তর: (ঘ)
### ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচন্ড গরমের দিনে পানির ফোঁটার সারি দেখে এ অঙ্গের অবস্থান জানা যায়-
(ক) স্টোম্যাটা (খ) হাইডাথোড (গ) বায়ুকুঠুরী (ঘ) পানিকুঠুরী উত্তর: (খ)
### হাইডাথোডের রন্ধ্রের নিচে একটি গহ্বর রয়েছে। গহ্বরের নিচে অনেকগুলো কোষ থাকে, এগুলোকে বলা হয়-
(ক) এপিথেম বা এপিথেলিয়াম (খ) ভেসেল (গ) বায়ুকুঠুরী (ঘ) পানিকুঠুরী উত্তর: (ক)
### পানি পত্ররন্ধ্রের এপিথেলিয়ামের ঠিক নিচে কিসের শেষপ্রান্ত অবস্থিত?
(ক) সিভনল (খ) সঙ্গীকোষ (গ) ট্রাকিড (ঘ) ভেসেল উত্তর: (গ)
### পানি পত্ররন্ধ্রে জল বিন্দু কখন দেখা যায়?
(ক) ভোরে (খ) দুপুরে (গ) বিকেলে (ঘ) রাতে
উত্তর: (ক)
### হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে?
(ক) প্রস্বেদন (খ) অভিস্রবণ (গ) ব্যাপন (ঘ) গাটেশন উত্তর: (ঘ)
Comments
Post a Comment