কোষীয় অঙ্গাণু | প্লাস্টিড | লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট





@@ সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) প্লাস্টিড (গ) রাইবোসোম (ঘ) লাইসোসোম উত্তর: (খ)
ব্যাখ্যা: স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপো-প্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড।
@@ কে সর্বপ্রথম প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নাম দেন ক্লোরোপ্লাস্ট?
(ক) শিম্পার (খ) অল্টম্যান (গ) বেন্ডা (ঘ) কলিকার উত্তর: (ক)
ব্যাখ্যা: ১৮৮৩ সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। পরবর্তীতে অন্যান্য প্লাস্টিড আবিষ্কৃত হয়েছে। আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই এদেরকে স্পষ্ট দেখা যায়। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল প্রভৃতি কোষে প্লাস্টিড নেই। নীলাভ সবুজ শৈবালে প্লাজমামেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে।
@@ প্লাস্টিড প্রধানত কত প্রকার?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (খ)
ব্যাখ্যা: (ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট এবং (গ) ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।
@@ এরা বর্ণহীন প্লাস্টিড-
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) ক ও খ উত্তর: (ক)
ব্যাখ্যা: এরা বর্ণহীন (leucos  = বর্ণহীন)। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।
@@ মূল, ভূনিম্নস্থ কান্ড প্রভৃতি যে সব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সে সব অঙ্গের কোষে .............. অবস্থিত।
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) ক ও খ উত্তর: (ক)
@@ লিউকোপ্লাস্টের আকৃতি কেমন হতে পারে?
(ক) অর্ধবৃত্তাকৃতি (খ) মূলাকৃতি (গ) নলাকৃতি (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ সঞ্চিত খাদ্যের প্রকৃতির ওপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে কত ভাগ করা হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (খ)
ব্যাখ্যা: অ্যামাইলোপ্লাস্ট: স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়।
ইলায়োপ্লাস্ট: চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলা হয়।
অ্যালিউরোপ্লাস্ট: প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বলা হয়।
@@ খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা এদের প্রধান কাজ-
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) খ ও গ উত্তর: (ক)
@@ রঙিন প্লাস্টিডকে বলে-
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) ইলায়োপ্লাস্ট উত্তর: (খ)
@@ ক্রোমোপ্লাস্ট রঙিন হয় যে পিগমেন্টের জন্যে-
(ক) ক্যারোটিন (খ) জ্যান্থোফিল (গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
ব্যাখ্যা: ক্যারোটিন (কমলা-লাল) এবং জ্যান্থোফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয়। আকৃতিতে এরা ভিন্নতর। উদ্ভিদের যে সব অঙ্গ বর্ণময় সে সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে। যেমন- ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি। সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়।
@@ পুষ্প ও পাতা রঙিন ও সুন্দর হওয়ার পেছনে কার অবদান?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) ইলায়োপ্লাস্ট উত্তর: (খ)
ব্যাখ্যা: ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প ও পাতা রঙিন ও সুন্দর হয় তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা আছে। এদের পৃথক খাদ্যমূল্য আছে।
@@ সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয়-
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) ইলায়োপ্লাস্ট উত্তর: (গ)
ব্যাখ্যা: ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের। এতে অন্যান্য বর্ণকণিকাও কিছু কিছু পরিমাণে বিদ্যমান থাকে। উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ১৮৮৩ সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট।
@@ এটি হলো কোষের রান্নাঘর-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) গলগি বডি (গ) রাইবোসোম (ঘ) ক্লোরোপ্লাস্ট উত্তর: (ঘ)
ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে বলে ‘কোষের রান্নাঘর’ বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলে। এটি শক্তির রূপান্তরের অঙ্গাণূ।
@@ উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত?
(ক) ৫-১০টি (খ) ১০-৪০টি (গ) ৩০-৫০টি (ঘ) ৫০-১০০টি উত্তর: (খ)
ব্যাখ্যা: উচ্চশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত ১০ হতে ৪০ টি ক্লোরোপ্লাস্ট থাকে। কিন্তু নিম্নশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত আরও কম থাকে।
@@ উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন?
(ক) গোলাকার (খ) পেয়ালাকৃতি (গ) তারকাকার (ঘ) লেন্সের মতো উত্তর: (ঘ)
ব্যাখ্যা: উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টে আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। নিম্নশ্রেণির উদ্ভিদকোষে এদের আকৃতি হরেক রকম হতে পারে, যেমন- পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকাকার, তারকাকার, ফিতা বা আংটি আকৃতির, গোলাকার ইত্যাদি। শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি।
@@ লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস কত?
(ক) ১-২ মাইক্রন (খ) ৩-৫ মাইক্রন (গ) ৭-১০ মাইক্রন (ঘ) ১২-১৫ মাইক্রন উত্তর: (খ)
ব্যাখ্যা: লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত ৩-৫ মাইক্রন। Spirogyra এর সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যরে চেয়েও বেশি লম্বা।
@@ উচ্চশ্রেণির উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের উৎপত্তি-
(ক) পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে (খ) আদি প্লাস্টিড হতে
(গ) ক্রোমোপ্লাস্ট হতে (ঘ) ক অথবা খ উত্তর: (খ)
@@ কিছুদিন সূর্যলোক না পেলে ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) অ্যামাইলোপ্লাস্ট (ঘ) ইলায়োপ্লাস্ট উত্তর: (ক)
ব্যাখ্যা: লিউকোপ্লাস্টে পরিণত হয়, তাই সবুজ অংশ বর্ণহীন হয়।
@@ ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে থাকে-
(ক) ফসফোলিপিড (খ) সালফোলিপিড (গ) গ্লাইকোলিপিড (ঘ) গ্লাইকোসিল গ্লিসারাইড উত্তর: (ঘ)
@@ কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে?
(ক) স্ট্রোমাতে (খ) থাইলাকয়েডে (গ) রাইবোসোমে (ঘ) ক,খ,গ উত্তর: (ক)
@@ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির ১০০-৩০০অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান। এদের বলে-
(ক) স্ট্রোমা (খ) থাইলাকয়েড (গ) রাইবোসোম (ঘ) গ্রানাম উত্তর: (খ)
ব্যাখ্যা: থাইলাকয়েড বলে। প্রত্যেকটি থাইলাকয়েডের ভেতরে একটি প্রকোষ্ঠ থাকে। এ প্রকোষ্ঠে থাকে ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড ও এনজাইম। এসব বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়। তখন এদের কোয়ান্টোসোম বলে।
@@ কতগুলো থাইলাকয়েড একসাথে একটির ওপর আর একটি সজ্জিত হয়ে স্তূপের মতো থাকে। থাইলাকয়েডের এ স্তূপকে বলে-
(ক) স্ট্রোমা (খ) থাইলাকয়েড (গ) রাইবোসোম (ঘ) গ্রানাম উত্তর: (ঘ)
ব্যাখ্যা: গ্রানাম (বহুবচনে গ্রানা) বলা হয়। ১০-১০০ টি থাইলাকয়েড উপর্যুপরি সজ্জিত হয়ে একটি গ্রানাম গঠন করে।
@@ প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত কতটি গ্রানা থাকে?
(ক) ১০-২০টি (খ) ২০-৩০টি (গ) ৪০-৬০টি (ঘ) ৭০-৯০টি উত্তর: (গ)
ব্যাখ্যা: একটি গ্রানামের আকার ০.৩-১.৭ মাইক্রোমিটার।
@@ দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েডস্ সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই সংযুক্তকারী নালিকাকে বলে-
(ক) স্ট্রোমা ল্যামেলি (খ) স্ট্রোমা (গ) মাইক্রোফাইব্রিল (ঘ) ফ্লাজেলাম উত্তর: (ক)
ব্যাখ্যা: স্ট্রোমা ল্যামেলি (একবচন-ল্যামেলাম) বলে। এদের অভ্যন্তরেও কিছু পরিমাণ ক্লোরোফিল বিদ্যমান থাকে।
@@ সালোকসংশ্লেষণকারী একক ও এটিপি সিন্থেসেস কোথায় থাকে?
(ক) কোষপ্রাচীরে (খ) ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে (গ) মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে (ঘ) নিউক্লিয়াসে উত্তর: (খ)
@@ একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় কতটি ডিএনএ অণু থাকতে পারে?
(ক) ৩০টি (খ) ৫০টি (গ) ১০০টি (ঘ) ২০০টি উত্তর: (ঘ)
@@ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল-a এর পরিমাণ শতকরা কত ভাগ?
(ক) ২৫% (খ) ৫০% (গ) ৭৫% (ঘ) ১০০% উত্তর: (গ)
@@ ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি?
(ক) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ।
(খ) সৌরশক্তিকে জৈবিকশক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড কে কোয়ান্টোসোমে সংবন্ধন করা।
(গ) ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ নিচের কোন কাজটি ক্লোরোপ্লাস্ট করে-
(ক) ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করা।
(খ) ফটোরেসপিরেশন করা।
(গ) সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা।
(ঘ) উপরের সবগুলো। উত্তর: (ঘ)
@@ ক্লোরোপ্লাস্ট কতটি স্তর দ্বারা আবদ্ধ অঙ্গাণু?
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি উত্তর: (খ)
ব্যাখ্যা: ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ অঙ্গাণু। আবরণীর কাজ রক্ষণাত্মক। ভেতরে স্ট্রোমা, থাইলাকয়েড, ফটোসিনথেটিক ইউনিটসমূহ মিলিতভাবে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। ক্লোরোপ্লাস্টের অন্তঃগঠন কর্মবিধায়ক, উৎপাদক। বহিঃগঠন রক্ষণাত্মক এবং অভ্যন্তরে কাঁচামাল পাঠানো এবং অভ্যন্তর থেকে উৎপাদিত দ্রব্য বাইরে পাঠানো নিয়ন্ত্রণ করা।


Comments