@@@ রুই মাছের রক্তে রক্তকণিকার সংখ্যা কত ধরনের?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার উত্তর: (খ)
ব্যখ্যা: রুই মাছের রক্ত লাল। এটি রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা দুধরনের- লোহিতকণিকা ও শ্বেতকণিকা। লোহিতকণিকা প্রায় ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত। শ্বেতকণিকাগুলো দেখতে অ্যামিবার মতো।
@@@ রুই মাছের হৃৎপিন্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার উত্তর: (খ)
ব্যাখ্যা: রুই মাছের ফুলকাদুটির পেছনে পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক বিশেষ ধরনের গহ্বরে হৃৎপিন্ড অবস্থান করে। পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিন্ডটি আবৃত থাকে।
@@@ রুই মাছের হৃৎপিন্ডে কতটি উপপ্রকোষ্ঠ আছে?
(ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি উত্তর: (ক)
ব্যাখ্যা: সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ রয়েছে।
@@@ একদিকে সাইনাস ভেনোসাস ও অন্যদিকে ভেন্ট্রিকলে উন্মুক্ত থাকে-
(ক) অ্যাট্রিয়াম (খ) বাল্বাস আর্টারিওসাস (গ) কোনাস আর্টারিওসাস (ঘ) খ অথবা গ উত্তর: (ক)
@@@ ভেন্ট্রিকল উন্মুক্ত হয় কোথায়?
(ক) সাইনাস ভেনোসাস (খ) বাল্বাস আর্টারিওসাস (গ) কোনাস আর্টারিওসাস (ঘ) খ অথবা গ উত্তর: (খ)
@@@ রুই মাছের হৃৎপিন্ডের অংশ নয় কোনটি?
(ক) সাইনাস ভেনোসাস (খ) অ্যাট্রিয়াম (গ) ভেন্ট্রিকল (ঘ) কোনাস আর্টারিওসাস উত্তর: (ঘ)
@@@ কোন কপাটিকাটি রুই মাছের হৃৎপিন্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
(ক) সাইনো-আট্রিয়াল কপাটিকা (খ) অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা
(গ) ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা (ঘ) বাইকাসপিড কপাটিকা উত্তর: (ঘ)
@@@ ভেনাস হার্ট পাওয়া যায়-
(ক) ঘাসফড়িংয়ে (খ) রুই মাছে (গ) পাখিতে (ঘ) ব্যাঙে উত্তর: (খ)
ব্যাখ্যা: সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিন্ড রক্ত পরিবহন করে। কপাটিকাসমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় এবং এ ধরনের হৃৎপিন্ডকে এক চক্র হৃৎপিন্ড বলে। হৃৎপিন্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুইমাছের হৃৎপিন্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিন্ড বলে।
@@@ ভেন্ট্রাল অ্যাওর্টার সৃষ্টি কোথা থেকে?
(ক) অ্যাট্রিয়াম (খ) সাইনাস ভেনোসাস (গ) ভেন্ট্রিকল (ঘ) বাল্বাস অ্যার্টারিওসাস উত্তর: (ঘ)
ব্যাখ্যা: বাল্বাস অ্যার্টারিওসাস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনির প্রতিপাশ থেকে ৪টি করে মোট ৪ জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি বের হয়। ১ম জোড়া ধমনি প্রথম ফুলকা জোড়ায় প্রবেশ করে। অনুরূপভাবে, ২য়, ৩য় ও ৪র্থ জোড়া ধমনি যথাক্রমে ২য়, ৩য় ও ৪র্থ ফুলকা-জোড়ায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে।
@@@ রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনির সংখ্যা কতটি?
(ক) ৬টি (খ) ৮টি (গ) ১০টি (ঘ) ১২টি উত্তর: (খ)
@@@ ল্যাটেরাল অ্যাওর্ট গঠন করে প্রতি পাশের-
(ক) ১ম ও ২য় ব্রাঙ্কিয়াল ধমনি (খ) ২য় ও ৩য় ব্রাঙ্কিয়াল ধমনি
(গ) ৪র্থ ও ৫ম ব্রাঙ্কিয়াল ধমনি (ঘ) ৭ম ও ৮ম ব্রাঙ্কিয়াল ধমনি উত্তর: (ক)
@@@ দুপাশের ল্যাটেরাল অ্যাওর্টা ও ক্যারোটিড ধমনি মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠীয়দেশে যে ডিম্বাকার ধমনি বলয়টি সৃষ্টি করে-
(ক) সারকিউলাস সেফালিকাস (খ) হাইওয়েড আর্চ (গ) সাইনাস ভেনোসাস (ঘ) ডাক্টাস ক্যুভিয়ে উত্তর: (ক)
@@@ বক্ষপাখনা ও বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়-
(ক) কডাল ধমনি (খ) ইলিয়াক ধমনি (গ) সাবক্ল্যাভিয়ান ধমনি (ঘ) প্যারাইটাল ধমনি উত্তর: (গ)
@@@ সিলিয়াকো-মেসেন্টেরিক ধমনি রক্ত পরিবহন করে না-
(ক) পাকস্থলিতে (খ) যকৃতে (গ) অগ্ন্যাশয়ে (ঘ) বৃক্কে উত্তর: (ঘ)
@@@ প্যারাইটাল ধমনি কোথায় রক্ত সরবরাহ করে?
(ক) পাকস্থলিতে (খ) দেহ প্রাচীরে (গ) অগ্ন্যাশয়ে (ঘ) বৃক্কে উত্তর: (খ)
@@@ শ্রোণী-পাখনায় রক্ত পরিবহন করে-
(ক) কডাল ধমনি (খ) ইলিয়াক ধমনি (গ) সাবক্ল্যাভিয়ান ধমনি (ঘ) প্যারাইটাল ধমনি উত্তর: (খ)
@@@ রুই মাছের লেজে রক্ত সরবরাহকারী ধমনি কোনটি?
(ক) কডাল ধমনি (খ) ইলিয়াক ধমনি (গ) সাবক্ল্যাভিয়ান ধমনি (ঘ) প্যারাইটাল ধমনি উত্তর: (ক)
@@@ রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান কতটি ভাগে ভাগ করা হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
ব্যাখ্যা: রুইমাছের শিরাতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। যথা- ১। সিস্টেমিক শিরাতন্ত্র এবং ২। পোর্টাল শিরাতন্ত্র।
@@@ রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠনকারী নয়-
(ক) কার্ডিনাল শিরা (খ) জুগুলার শিরা (গ) ক ও খ (ঘ) সাবক্ল্যাভিয়ান শিরা উত্তর: (ঘ)
@@@ প্রতি পাশের কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে কোথায় উন্মুক্ত হয়?
(ক) সারকিউলাস সেফালিকাসে (খ) হাইওয়েড আর্চে (গ) সাইনাস ভেনোসাসে (ঘ) ডাক্টাস ক্যুভিয়েতে উত্তর: (ঘ)
@@@ উভয় ডাক্টাস ক্যুভিয়ে কোথায় মুক্ত হয়?
(ক) সারকিউলাস সেফালিকাসে (খ) হাইওয়েড আর্চে (গ) সাইনাস ভেনোসাসে (ঘ) ডাক্টাস ক্যুভিয়েতে উত্তর: (গ)
@@@ রুই মাছের পোর্টাল তন্ত্র কত ধরনের?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ উত্তর: (খ)
@@@হেপাটিক পোর্টালতন্ত্রের প্রধান অঙ্গ-
(ক) যকৃত (খ) বৃক্ক (গ) ফুলকা (ঘ) শুক্রাশয় উত্তর: (ক)
ব্যাখ্যা: হেপাটিক পোর্টালতন্ত্র (ঐবঢ়ধঃরপ ঢ়ড়ৎঃধষ ংুংঃবস): যকৃত পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে সেখানে শাখায় বিভক্ত হয়ে জালক সৃষ্টি করে। যকৃতের রক্তজালক থেকে সেই রক্ত যকৃত শিরা (ঐবঢ়ধঃরপ াবরহ) সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়।
@@@রেনাল পোর্টালতন্ত্রের প্রধান অঙ্গ-
(ক) যকৃত (খ) বৃক্ক (গ) ফুলকা (ঘ) শুক্রাশয় উত্তর: (খ)
Comments
Post a Comment