- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
@@ সাইটোস্কেলিটন শব্দটি প্রথম ব্যবহার করেন-
(ক) কোল্টজফ (খ) সোয়ান (গ) বোভেরি (ঘ) বেন্ডা উত্তর: (ক)
ব্যাখ্যা: সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তবর্তী স্থানে সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে। এদেরকে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে। বিজ্ঞানী কোল্টজফ প্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করেন।
@@ নিচের কোনটি কোষীয় কঙ্কালের অন্তর্ভূক্ত নয়?
(ক) মাইক্রোটিউবিউলস (খ) মাইক্রোফিলামেন্ট (গ) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট (ঘ) স্ট্রোমা উত্তর: (ঘ)
সাধারণত প্রোটিন নির্মিত তিন ধরনের সূত্রক সমন্বয়ে কোষীয় কঙ্কাল গঠিত। এগুলো হলো- মাইক্রোটিউবিউল্স, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট।
@@ কোষীয় চলনে এবং সেন্ট্রিয়োল, সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) রাইবোসোম (গ) সেন্ট্রিয়োল (ঘ) সাইটোস্কেলিটন উত্তর: (ঘ)
@@ মাইক্রোটিউবিউল্স আবিষ্কার করেন-
(ক) কোল্টজফ (খ) সোয়ান (গ) বোভেরি (ঘ) রবার্ট ও ফ্রাঞ্চি উত্তর: (ঘ)
ব্যাখ্যা: মাইক্রোটিউবিউল্স অশাখ, লম্বা ও নলাকার। এরা কোষ বিভাজন, ক্ষরণ, আন্তঃকোষীয় পরিবহন এবং ফ্ল্যাজেলা ও সিলিয়ার আন্দোলনে ভূমিকা পালন করে। বিজ্ঞানী রবার্ট ও ফ্রাঞ্চি ১৯৫৩ সালে প্রাণীর স্নায়ুকোষে মাইক্রোটিউবিউল্স আবিষ্কার করেন।
@@ এরা ফ্ল্যাজেলা, সিলিয়া ইত্যাদির উপ-গাঠনিক উপাদান হিসেবে অবস্থান করে, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত থাকে, স্পিন্ডল ফাইবারে থাকে, সেন্ট্রিয়োল ও বেসাল বডিতে থাকে-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) রাইবোসোম (গ) মাইক্রোটিউবিউল্স (ঘ) সাইটোস্কেলিটন উত্তর: (গ)
@@ মাইক্রোটিউবিউল্স-এর কাজ-
(ক) ফ্ল্যাজেলা, সিলিয়া ইত্যাদির আন্দোলনে সাহায্য করে।
(খ) কোষ বিভাজনের সময় মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে;
(গ) সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোসোমকে পৃথক করতে এবং বিপরীত মেরুতে পৌঁছাতে সাহায্য করে।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ মাইক্রোটিউবিউল্স-এর কাজ সম্পর্কে সঠিক নয়-
(ক) মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে।
(খ) এরা সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে এবং কোষকে দৃঢ়তা প্রদান করে।
(গ) কোষঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ ও অন্যান্য অঙ্গাণুর সাথে যুক্ত থেকে এদের সাথে যোগাযোগ ও পরিবহন কার্যে সাহায্য করে।
(ঘ) এরা কোষঝিল্লি গঠনেও সাহায্য করে। উত্তর: (ঘ)
ব্যাখ্যা: এরা কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে।
@@ এদেরকে অ্যাকটিন ফিলামেন্টও বলা হয়-
(ক) মাইক্রোফিলামেন্ট (খ) মাইক্রোটিউবিউলস (গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ঘ) সেন্ট্রিয়োল উত্তর: (ক)
ব্যাখ্যা: প্রকৃত কোষের সাইটোপ্লাজমে প্রোটিন দিয়ে তৈরি যেসব অতিসূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে তাদের মাইক্রোফিলামেন্ট বলে। এগুলো কোষ ঝিল্লির নিচে ফিতার ন্যায় বিন্যস্ত থেকে অবস্থান করে। মাইক্রোফিলামেন্ট সরু, লম্বা, সংকোচনশীল ও প্যাঁচানো দ্বিতন্ত্রী। সাধারণত এদের ব্যাস ৩০-৬০ অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এরা অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত।
@@ কোন বিজ্ঞানী প্রথম মাইক্রোফিলামেন্টের অবস্থান পর্যবেক্ষণ করেন?
(ক) কোল্টজফ (খ) প্যালেভিজ (গ) বোভেরি (ঘ) বেন্ডা উত্তর: (খ)
@@ সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে-
(ক) মাইক্রোফিলামেন্ট (খ) মাইক্রোটিউবিউলস (গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ঘ) সেন্ট্রিয়োল উত্তর: (ক)
@@ মাইক্রোফিলামেন্টের কাজ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) কোষের আকৃতি দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে।
(খ) এরা কোষের ক্যারিওকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে।
(গ) কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে অংশগ্রহণ করে।
(ঘ) এরা ক্রোমোসোমের বিপরীত মেরুতে চলনে সাহায্য করে। উত্তর: (খ)
ব্যাখ্যা: এরা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে।
@@ কেরাটিন, ল্যামিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন-
(ক) মাইক্রোটিউবিউলস (খ) মাইক্রোফিলামেন্ট (গ) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট (ঘ) স্ট্রোমা উত্তর: (গ)
ব্যাখ্যা: এগুলো মাইক্রোটিউবিউল্স ও মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের তন্তু। এদের আকৃতি প্রায় ১০ ন্যানোমিটার ব্যাসবিশিষ্ট ফিলামেন্ট। এগুলো প্রোটিন দিয়ে গঠিত। বিভিন্ন কোষে চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এরা কোষের আকৃতি দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে। কোষের অন্যান্য তন্তুকে যথাস্থানে রাখতে সহায়তা করে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ