কোষীয় অঙ্গাণু | সেন্ট্রিয়োল


সেন্ট্রিয়োল



@@ এই অঙ্গাণুটি প্রধানত প্রাণিকোষে থাকে-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) প্লাস্টিড (গ) রাইবোসোম (ঘ) সেন্ট্রিয়োল উত্তর: (ঘ)
ব্যাখ্যা: প্রধানত প্রাণিকোষ ও কিছু সংখ্যক উদ্ভিদকোষে সেন্ট্রিয়োল থাকে। এরা নিউক্লিয়াসের কাছে অবস্থিত, স্বপ্রজননক্ষমতা সম্পন্ন এবং একটি গহ্বরকে ঘিরে ৯টি গুচ্ছ প্রান্তীয় মাইক্রোটিউবিউল নির্মিত খাটো নলে গঠিত।
@@ সেন্ট্রিয়োল নামকরণ করেন-
(ক) বেনডেন (খ) সোয়ান (গ) বোভেরি (ঘ) বেন্ডা উত্তর: (গ)
@@ কোথায় সেন্টিয়োল অনুপস্থিত?
(ক) ডায়াটম (খ) ঈস্ট (গ) আবৃতবীজী উদ্ভিদ (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: শৈবাল, ছত্রাক, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণিকোষে সেন্ট্রিয়োল থাকে। আদি কোষ, ডায়াটম, ঈস্ট ও আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত।
@@ একজোড়া সেন্ট্রিয়োলকে একসাথে কি বলে?
(ক) ডায়াটম (খ) ডিপ্লোসোম (গ) রেপ্লিসোম (ঘ) প্লিওসোম উত্তর: (খ)
ব্যাখ্যা: সাধারণত নিউক্লিয়াসের খুব কাছাকাছি এটি অবস্থান করে। সেন্ট্রিয়োল জোড়ায় জোড়ায় অবস্থান করে। একজোড়া সেন্ট্রিয়োলকে একসাথে ডিপ্লোসোম বলে।
@@ প্রতিটি সেন্ট্রিয়োল কতটি প্রধান অংশ নিয়ে গঠিত?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (খ)
ব্যাখ্যা: এটি নলাকার, প্রায় ০.১৫-০.২৫ মাইক্রোমিটার ব্যাসবিশিষ্ট। এরা দেখতে বেলনাকার, দুই মুখ খোলা পিপার মতো। প্রতিটি সেন্ট্রিয়োল তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত; যথা: (১) প্রাচীর বা সিলিন্ডার ওয়াল; (২) ত্রয়ী অণুনালিকা বা ট্রিপলেটস এবং (৩) যোজক বা লিংকার।
@@ সেন্টিয়োলে কতটি আবরণী থাকে?
(ক) একটি (খ) দুটি (গ) অসংখ্য (ঘ) একটিও নয় উত্তর: (ঘ)
@@ সেন্ট্রিয়োল প্রাচীর কতটি অণুনালিকা দিয়ে গঠিত?
(ক) ৩টি (খ) ৬টি (গ) ৯টি (ঘ) ১২টি উত্তর: (গ)
@@ সেন্ট্রিয়োলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে বলে-
(ক) বায়োস্ফিয়ার (খ) এন্ডোস্ফিয়ার (গ) সেন্ট্রোস্ফিয়ার (ঘ) খ অথবা গ উত্তর: (গ)
ব্যাখ্যা: সেন্ট্রিয়োলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিয়োল ধারণ করে। সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিয়োলকে একত্রে সেন্ট্রোসোম বলে।
@@ সেন্ট্রিয়োল সাধারণত কি নিয়ে গঠিত?
(ক) প্রোটিন (খ) লিপিড (গ) অঞচ (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ সেন্ট্রিয়োলের কাজ সম্পর্কে নিচের যে তথ্যটি সঠিক নয়-
(ক) কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করা। (খ) কোষ বিভাজনে সাহায্য করা।
(গ) সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করা। (ঘ) শুক্রাণুর মস্তক গঠন করা। উত্তর: (ঘ)


Comments