@@ নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন-
(ক) লিউয়েন হুক (খ) রবার্ট হুক (গ) রবার্ট ব্রাউন (ঘ) ফন্টানা উত্তর: (গ)
ব্যাখ্যা: প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তরবিশিষ্ট ডবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন ১৮৩১ সালে অর্কিড (রাস্না) পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। ল্যাটিন Nuxঅর্থ nut থেকে Nucleus শব্দের উৎপত্তি।
@@ কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র প্রভৃতি নামে পরিচিত-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) নিউক্লিয়াস (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) রাইবোসোম উত্তর: (খ)
@@ পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না-
(ক) সিভ কোষে (খ) মানুষের লোহিত রক্ত কণিকায় (গ) ক ও খ (ঘ) স্নায়ু কোষে উত্তর: (গ)
@@ নিচের কোনটিতে একাধিক নিউক্লিয়াস থাকে?
(ক) Vaucheria (খ) Botrydium (গ) Sphaeroplea (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। অনেক কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, যেমন- Vaucheria, Botrydium,
Sphaeroplea ইত্যাদি শৈবাল ও Penicillium সহ কতিপয় ছত্রাক।
@@ বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলে-
(ক) ডায়াসাইট (খ) সিনোসাইট (গ) অ্যানাইসোসাইট (ঘ) প্যারাসাইট উত্তর: (খ)
@@ নিউক্লিয়াস সাধারণত-
(ক) নলাকার (খ) দন্ডাকার (গ) তারকাকার (ঘ) বৃত্তাকার উত্তর: (ঘ)
ব্যাখ্যা: নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়। কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার, ফিউজিফরম (মূলাকার), প্যাঁচানো থালার মতো এবং শাখান্বিতও হতে পারে। নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থিত থাকে; কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনারার দিকে অবস্থান করে।
@@ শুক্রাণুর কতভাগ নিউক্লিয়াস?
(ক) ৩০% (খ) ৪০% (গ) ৫০% (ঘ) ৯০% উত্তর: (ঘ)
ব্যাখ্যা: আকার ও আয়তনে এটি ছোট বড় হতে পারে। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত এক মাইক্রন। সচারাচর এটি কোষের ১০-১৫% স্থান দখল করে থাকতে পারে। স্পার্ম বা শুক্রাণুর প্রায় ৯০%-ই নিউক্লিয়াস।
@@ কোষের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক-
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) নিউক্লিয়াস (গ) কোষপ্রাচীর (ঘ) প্লাস্টিড উত্তর: (খ)
ব্যাখ্যা: নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাই একে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়। এতে ক্রোমোসোম থাকে যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। এরা RNA ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে।
@@ রাসায়নিকভাবে নিউক্লিয়াস কি দিয়ে গঠিত?
(ক) নিউক্লিক অ্যাসিড (খ) প্রোটিন (গ) লিপিড (ঘ) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন উত্তর: (ঘ)
ব্যাখ্যা: রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এতে থাকে সাধারণ পানি, লিপিড, এনজাইম, উঘঅ এবং সামান্য জঘঅ, কিছু পরিমাণ কো-এনজাইম ও অন্যান্য উপাদান।
@@ একটি আদর্শ নিউক্লিয়াস কতটি অংশ নিয়ে গঠিত হয়?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি উত্তর: (গ)
ব্যাখ্যা: ৪টি। (ক) নিউক্লিয়ার এনভেলপ, (খ) নিউক্লিয়োপ্লাজম, (গ) নিউক্লিয়োলাস এবং (ঘ) নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু।
@@ নিউক্লিয়াসের আবরণীকে কি বলে?
(ক) নিউক্লিয়ার এনভেলপ, (খ) নিউক্লিয়োপ্লাজম, (গ) নিউক্লিয়োলাস এবং (ঘ) নিউক্লিয়ার রেটিকুলাম উত্তর: (ক)
ব্যাখ্যা: নিউক্লিয়াস দু’টি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত স্থান। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। প্লাজমামেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের আবরণীকে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়।
@@ নিউক্লিয়ার এনভেলপের মাঝখানের অপেক্ষাক্রত বড় আকারের প্রোটিনটিকে কি বলে?
(ক) অ্যাংকর (খ) ট্রান্সপোর্টার (গ) স্পোক (ঘ) ক অথবা খ উত্তর: (খ)
@@ মোট কতটি প্রোটিন গ্রানিউল দ্বারা নিউক্লিয়ার এনভেলপের একটি ছিদ্র নিয়ন্ত্রিত হয়?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮ উত্তর: (ঘ)
@@ নিউক্লিয়ার এনভেলপ-এর কাজ সম্পর্কে সঠিক তথ্য নয় কোনটি?
(ক) সাইটোপ্লাজম হতে নিউক্লিয়োপ্লাজম, নিউক্লিয়োলাস এবং ক্রোমাটিন জালিকাকে পৃথক করা এবং সংরক্ষণ করা।
(খ) অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা ও পরিবহন করা।
(গ) গলগি বডির সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা।
(ঘ) অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো। উত্তর: (গ)
ব্যাখ্যা: এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা।
@@ একে ক্যারিওলিম্ফও বলে-
(ক) নিউক্লিয়ার এনভেলপ, (খ) নিউক্লিয়োপ্লাজম, (গ) নিউক্লিয়োলাস এবং (ঘ) নিউক্লিয়ার রেটিকুলাম উত্তর: (খ)
ব্যাখ্যা: নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থই নিউক্লিয়োপ্লাজম। একে ক্যারিওলিম্ফ-ও বলে। এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ এতে বিদ্যমান। নিউক্লিয়োলাস এবং ক্রোমোসোম এতে অবস্থান করে।
@@ নিউক্লিয়োপ্লাজমের কাজ নয় কোনটি?
(ক) ক্রোমাটিন জালিকা ধারণ করা। (খ) নিউক্লিয়োলস ধারণ করা।
(গ) নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করা। (ঘ) হরমোনের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করা। উত্তর: (ঘ)
ব্যাখ্যা: এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করা।
@@ নিউক্লিয়োলাস প্রথম দেখতে পেয়েছিলেন-
(ক) লিউয়েন হুক (খ) রবার্ট হুক (গ) স্লেইডেন (ঘ) ফন্টানা উত্তর: (ঘ)
ব্যাখ্যা: নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই নিউক্লিয়োলাস। বিজ্ঞানী ফন্টানা ১৭৮১ সালে সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে এটি দেখতে পান এবং ১৮৪০ সালে বোম্যান এর নামকরণ করেন।
@@ ক্রোমোসোমের যে স্থানটিতে নিউক্লিয়োলাস লাগানো থাকে তাকে কী বলে?
(ক) সেটেলাইট (খ) পোরাইট (গ) টেলোমিয়ার (ঘ) ক্রোমোমিয়ার উত্তর: (ক)
@@ সাধারণত প্রতি নিউক্লিয়াসে নিউক্লিয়োলাস থাকে-
(ক) একটি (খ) পাঁচটি (গ) দশটি (ঘ) অসংখ্য উত্তর: (ক)
ব্যাখ্যা: প্রতি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিয়োলাস থাকে। সাধারণত যে সব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সে সব কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়োলাস থাকে না। যে সব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি পরিমাণ হয় সে সব কোষের নিউক্লিয়াসে একাধিক নিউক্লিয়োলাস থাকতে পারে।
@@ কোন তথ্যটি সঠিক?
(ক) SAT ক্রোমোসোমের সেটেলাইটে অবস্থিত জিন নিউক্লিয়োলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
(খ) নিউক্লিয়োলাসে কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি।
(গ) নিউক্লিয়োলাসকে সাধারণত তন্তুময়, দানাদার ও ম্যাট্রিক্স-এ তিন অংশে ভাগ করা যায়। (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@ নিউক্লিয়োলাসের প্রধান রাসায়নিক উপাদান হলো-
(ক) প্রোটিন (খ) RNA (গ) যৎসামান্য DNA (ঘ) প্রোটিন, RNA এবং যৎসামান্য DNA। উত্তর: (ঘ)
@@ নিউক্লিয়োলাসের কাজ-
(ক) বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ করা। (খ) প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা।
(গ) নিউক্লিয়োটাইডের ভান্ডার হিসেবে কাজ করা। (ঘ) ক,খ ও গ উত্তর: (ঘ)
@@ DNA এবং এর সাথে সাথী প্রোটিনের মিলিত তন্তুই-
(ক) কাইটিন (খ) ক্রোমাটিন (গ) অ্যাকটিন (ঘ) মায়োসিন উত্তর: (খ)
ব্যাখ্যা: কোষের বিশ্রাম অবস্থায় (অ-বিভাজন অবস্থায়) নিউক্লিয়াসের ভেতরে জালিকার আকারে কিছু তন্তু দেখা যায়। তন্তুঘটিত এই জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ বা বস্তু ফুলজিন রং নেয় সেই বস্তুকে বলা হয় ক্রোমাটিন। প্রকৃতপক্ষে DNA এবং এর সাথে সাথী প্রোটিনের মিলিত তন্তুই ক্রোমাটিন।
@@ কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুন্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাটো ও মোটা হয়ে পৃথক পৃথকভাবে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয় তখন এদেরকে বলে-
(ক) ক্রোমাটিন (খ) ক্রোমোনেমা (গ) ক্রোমোসোম (ঘ) ক্রোমোমিয়ার উত্তর: (গ)
ব্যাখ্যা: প্রত্যেক নিউক্লিয়াসেই সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেবলমাত্র বিভাজনরত কোষেই বিশেষ রঞ্জন পদ্ধতিতে এদেরকে দেখা যায়।
২৫৭। প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, ................ ক্রোমাটিড এবং কোনো কোনো ক্রোমোসোমে সেটেলাইট থাকে। ক্রোমোসোমে ............. অবস্থিত এবং জিনগুলোই প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী।
(ক) দু’টি, জিন (খ) ৪টি, ডিএনএ (গ) ২টি, ডিএনএ (ঘ) ৪টি, জিন উত্তর: (ক)
২৫৮। ক্রোমোসোমের রাসায়নিক গঠনে থাকে-
(ক) DNA (খ) RNA (গ) হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন (ঘ) DNA, RNA, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন উত্তর: (ঘ)
২৫৯। নিউক্লিয়ার রেটিকুলামের কাজ-
(ক) বংশগতির বৈশিষ্ট্যের ধারণ ও বাহন হিসেবে কাজ করা। (খ) মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করা।
(গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (গ)
Comments
Post a Comment