ঘাসফড়িং-এর পোষ্টিকতন্ত্র |
@@@ ঘাসফড়িং এর অগ্র-পৌষ্টিকনালি বা স্টোমোডিয়ামের অন্তঃপ্রাচীর কি নির্মিত শক্ত আবরণে আবৃত?
(ক) কাইটিন (খ) কিউটিন (গ) কেরাটিন (ঘ) লিগনিন উত্তর: (ক)
@@@ ঘাসফড়িং এর মুখছিদ্রটি ......... নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত ছিদ্রবিশেষ।
(ক) সিবেরিয়াম (খ) টিমপেনিক (গ) টার্গাম (ঘ) মেসেন্টেরন উত্তর: (ক)
@@@ঘাসফড়িং এর গ্রাসনালি স্ফীত হয়ে মোচাকার থলির মতো ও পাতলা প্রাচীরযুক্ত .......... গঠন করে।
(ক) গিজার্ড (খ) ক্রপ (গ) গলবিল (ঘ) স্টোমোডিয়াম উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এ লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় কোথায়?
(ক) স্টোমোডিয়ামে (খ) গলবিলে (গ) ক্রপে (ঘ) গিজার্ডে উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর গিজার্ড এর অন্তঃপ্রাচীরে কতটি কাইটিনময় দাঁত থাকে?
(ক) ৬টি (খ) ৭টি (গ) ৮টি (ঘ) ৯টি উত্তর: (ক)
@@@ খাদ্যকে চূর্ণ করে মেসেন্টেরনে প্রবেশের সময় ছাঁকনির কাজ করে ঘাসফড়িং এর পৌষ্টিকনালির যে অংশ-
(ক) ক্রপ (খ) গলবিল (গ) গিজার্ড (ঘ) ক ও গ উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর পৌষ্টিকনালির কোন অংশের অন্তঃপ্রাচীর কিউটিকলের পরিবর্তে পেরিট্রপিক পর্দা দিয়ে আবৃত থাকে?
(ক) গিজার্ড (খ) ক্রপ (গ) গলবিল (ঘ) মেসেন্টেরন উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এ কতটি হেপাটিক সিকা থাকে?
(ক) ১০টি (খ) ১২টি (গ) ১৪টি (ঘ) ১৬টি উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর পৌষ্টিকনালির যে অংশে ভিলাই গঠিত হয়-
(ক) গিজার্ড (খ) ক্রপ (গ) গলবিল (ঘ) মেসেন্টেরন উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর রেচন অঙ্গ হিসেবে কাজ করে-
(ক) নেফ্রোন (খ) নিউরণ (গ) ম্যালপিজিয়ান নালিকা (ঘ) ভিলাই উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর মেসেন্টেরনে খাদ্যরস শোষণ করে-
(ক) গ্যাস্ট্রিক সিকা (খ) ভিলাই (গ) ম্যালপিজিয়ান নালিকা (ঘ) পেরিট্রপিক পর্দা উত্তর: (খ)
@@@ ঘাসফড়িং এর পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অংশ নয়-
(ক) ইলিয়াম (খ) কোলন (গ) রেকটাম (ঘ) হেপাটিক সিকা উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং এর পৌষ্টিকনালির সর্বশেষ ও পুরু প্রাচীরযুক্ত অংশ কোনটি?
(ক) ইলিয়াম (খ) কোলন (গ) রেকটাম (ঘ) হেপাটিক সিকা উত্তর: (গ)
@@@ এর অন্তঃস্থ প্রাচীরে ছয়টি রেকটাল প্যাপিলা নামক অনুলম্ব ভাঁজ রয়েছে-
(ক) ইলিয়াম (খ) কোলন (গ) রেকটাম (ঘ) হেপাটিক সিকা উত্তর: (গ)
@@@ মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড শোষণ করে এবং অপাচ্য অংশ সাময়িক জমা রাখে-
(ক) ইলিয়াম (খ) কোলন (গ) রেকটাম (ঘ) হেপাটিক সিকা উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর পায়ুছিদ্র কততম দেহখন্ডকের অঙ্কদেশে উন্মুক্ত হয়?
(ক) ৮ম (খ) ৯ম (গ) ১০ম (ঘ) ১১শ উত্তর: (গ)
@@@ ঘাসফড়িং এর পৌষ্টিকগ্রন্থি হিসেবে কাজ করে-
(ক) লালাগ্রন্থি (খ) মেসেন্টেরনের অন্তঃআবরণ (গ) হেপাটিক সিকা (ঘ) উপরের সবগুলো উত্তর: (ঘ)
@@@ ঘাসফড়িং মুখোপাঙ্গের যে অংশের মাধ্যমে খাদ্য নির্বাচন করে-
(ক) ম্যাক্সিলারি পাল্প (খ) ল্যাবিয়াল পাল্প (গ) ক ও খ (ঘ) টিমপেনিক পর্দা উত্তর: (গ)
Comments
Post a Comment