@@@ হ্রাসমূলক বিভাজনকে সর্বপ্রথম Miosis (মিয়োসিস বা মিওসিস) বলে অভিহিত করেন-
(ক) বেনেডিন ও হাউসার (খ) সোয়ান ও স্লেইডেন (গ) ফার্মার ও মুর (ঘ) ড্যানিয়েলি ও ড্যাভসন উত্তর: (গ)
@@@ কোথায় মায়োসিস হয়?
(ক) জনন মাতৃকোষে (খ) আদিকোষে (গ) পেশিকোষে (ঘ) স্নায়ু কোষে উত্তর: (ক)
@@@ কায়াজমা সৃষ্টি ও ক্রসিংওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে ‘..................’ বিনিময় ঘটে।
(ক) জিন (খ) আরএনএ (গ) ক্রোমোজোম (ঘ) ক,খ ও গ উত্তর: (ক)
@@@ ক্রোমোসোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে-
(ক) মাইটোসিসে (খ) মায়োসিসে (গ) অ্যামাইটোসিসে (ঘ) ক ও খ উত্তর: (খ)
ব্যাখ্যা: ক্রসিংওভার ও ক্রোমোসোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এ প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না।
@@@ জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির উপায়-
(ক) মাইটোসিস (খ) মায়োসিস (গ) অ্যামাইটোসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
ব্যাখ্যা: মায়োসিস শেষে সৃষ্ট নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। বংশগতিতে বিশেষত প্রকরণ সৃষ্টিতে এটি খুবই তাৎপর্যপূর্ণ। মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি উপায়।
@@@ মায়োসিস প্রক্রিয়ায় উঘঅ-এর দ্বিত্বন হয় কখন?
(ক) প্রোফেজ-১ এর পূর্বে (খ) প্রোফেজ-১ এর পরে (গ) প্রোফেজ-১ এর পূর্বে অথবা পরে (ঘ) উপরের কোনটিই নয় উত্তর: (ক)
@@@ মায়োসিস কোষ বিভাজনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ-
(ক) মায়োসিস-১ (খ) মায়োসিস-২ (গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ উত্তর: (ক)
ব্যাখ্যা: মায়োসিস কোষ বিভাজনে মায়োসিস-১ই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। কারণ এ পর্যায়েই ক্রোমোসোম সংখ্যা অর্ধেকে হ্রাস পায় এবং সমসংস্থ ক্রোমোসোমের মধ্যে অংশের পারস্পরিক বিনিময় (ক্রসিং ওভার) ঘটে। মায়োসিস-১ কে চারটি পর্যায়ে ভাগ করা হয় যথা: প্রোফেজ-১, মেটাফেজ-১, অ্যানাফেজ-১ ও টেলোফেজ-১।
@@@ মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ সময় লাগে-
(ক) ১দিন (খ) ১সপ্তাহ (গ) ১মাস (ঘ) ১ বছর উত্তর: (খ)
@@@ এই উপপর্যায়ে ক্রোমোসোমগুলো চিকন সুতার মত সংকুচিত ও পুরু হয়-
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) প্যাকাইটিন (ঘ) ডায়াকাইনেসিস উত্তর: (ক)
ব্যাখ্যা: নিউক্লিয়াসের জলবিয়োজনের মাধ্যমেই শুরু হয় লেপ্টোটিন উপ-পর্যায়। ক্রমাগত জলবিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোসোমগুলোও ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়। ফলে ক্রোমোসোমগুলো আলোক
অণুবীক্ষণে দৃষ্টিগোচর এবং ক্রোমোসোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোসোমগুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। জলবিয়োজন ও ক্রোমোসোম সংকোচন চলতে থাকে।
@@@ মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের কোন উপপর্যায়ে প্রাণিকোষে বুকে তৈরি হয়?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) প্যাকাইটিন (ঘ) ডায়াকাইনেসিস উত্তর: (ক)
ব্যাখ্যা: প্রাণিকোষে এ উপ-পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লীয় ঝিল্লির সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়ায় ক্রোমোসোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়। তাই অনেক সময় একে বুকে (bouquet) বলা হয়। ক্রোমোসোমের এ প্রকার বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলে।
@@@ মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম একটি জোড়ার সৃষ্টি করে?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) প্যাকাইটিন (ঘ) ডায়াকাইনেসিস উত্তর: (খ)
ব্যাখ্যা: এ উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম (একটি ‘মাতা’ হতে আগত এবং অন্যটি ‘পিতা’ হতে আগত) একটি জোড়ার সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এ জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোসোমদ্বয়ের একপ্রান্ত হতে আরম্ভ হয়ে অন্যপ্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দু’দিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে।
@@@ দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলে-
(ক) সিনারজিড (খ) সিন্যাপসিস (গ) বাইভ্যালেন্ট (ঘ) প্লাজমিড উত্তর: (খ)
ব্যাখ্যা: দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলে সিন্যাপসিস। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভেলেন্ট বলে। কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে। নিউক্লিয়োলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা যায়।
@@@ প্যাকাইটিন উপদশায় প্রতি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে বলে
(ক) ট্রায়োজ (খ) টেট্রোজ (গ) টেট্রাড (ঘ) ট্রায়াসিক উত্তর: (গ)
৯৩। প্যাকাইটিন উপদশায় দুটি নন-সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াস্থলকে বলে-
(ক) কায়াজমা (খ) ক্রসিং ওভার (গ) টেট্রাড (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
@@@ প্রোফেজ-১ এর কোন উপ-পর্যায়ে নিউক্লিয়োলাস অদৃশ্য হয়?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) প্যাকাইটিন (ঘ) ডায়াকাইনেসিস উত্তর: (ঘ)
@@@ মায়োসিস-১ এর শেষ পর্যায় কোনটি?
(ক) প্রোফেজ-১ (খ) মেটাফেজ-১ (গ) এনাফেজ-১ (ঘ) টেলোফেজ-১ উত্তর: (ঘ)
@@@ অনেক প্রজাতিতে ........................ ঘটে না।
(ক) প্রোফেজ-১ (খ) মেটাফেজ-১
(গ) এনাফেজ-১ (ঘ) টেলোফেজ-১ উত্তর: (ঘ)
@@@ মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে বলে-
(ক) ইন্টারকাইনেসিস (খ) সাইটোকাইনেসিস-১ (গ) ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস-১ (ঘ) ইন্টারফেজ উত্তর: (গ)
ব্যাখ্যা: এ সময়ে প্রয়োজনীয় জঘঅ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়। উঘঅ- র প্রতিরূপ বা অনুলিপন ঘটে না।
@@@ এটি মূলত মাইটোসিস বিভাজন-
(ক) মায়োসিস-১ (খ) মায়োসিস-২ (গ) ক ও খ (ঘ) কোনটিই নয় উত্তর: (খ)
@@@ প্রজাতিতে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব?
(ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস (গ) মায়োসিস (ঘ) খ ও গ উত্তর: (গ)
@@@ যে সকল জীবের জীবনচক্রে জনুক্রম আছে সেখানে ................. প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
(ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস
(গ) মায়োসিস (ঘ) ক ও গ উত্তর: (গ)
@@@ মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেয়া .............. ছাড়া সম্ভব নয়।
(ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস (গ) মায়োসিস (ঘ) ক ও গ উত্তর: (গ)
@@@ কে সর্বপ্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন?
(ক) সোয়ান (খ) মর্গান
(গ) হাউসার (ঘ) ল্যামার্ক উত্তর: (খ)
@@@ ক্রসিং ওভারের গুরুত্ব কোনটি?
(ক) ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়।
(খ) জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়।
(গ) বৈশিষ্ট্যগত পরিবর্তন দ্বারা সৃষ্টিকূলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি।
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি করা যায়-
(ক) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে (খ) অ্যামাইটোসিসের মাধ্যমে
(গ) ক্রসিং ওভারের মাধ্যমে (ঘ) ক,খ,গ উত্তর: (গ)
Comments
Post a Comment