@@@ কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে-
(ক) মাতৃকোষ (খ) অপত্য কোষ (গ) জনন কোষ (ঘ) হ্যাপ্লয়েড কোষ উত্তর: (খ)
ব্যাখ্যা: এবং যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সে কোষটি হলো মাতৃকোষ।
@@@ কে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং (খ) লিউয়েন হুক (গ) রবার্ট হুক (ঘ) উইলিয়াম হার্ভে উত্তর: (ক)
ব্যাখ্যা: Walter Flemming ১৮৮২ খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার (Triturus maculosa) কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন।
@@@ জীব জগতে কত প্রকার কোষ বিভাজন দেখা যায়?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ উত্তর: (খ)
ব্যাখ্যা: অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন এবং মায়োসিস বা হ্রাসমূল কোষ বিভাজন।
@@@ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য (শিশু) কোষের সৃষ্টি করে তাকে বলে-
(ক) অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন (খ) মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন
(গ) মায়োসিস বা হ্রাসমূল কোষ বিভাজন (ঘ) ক অথবা খ উত্তর: (ক)
ব্যাখ্যা: অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দু’অংশে ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় ও মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দু’ভাগে ভাগ করে ফেলে। ফলে একটি কোষ দুটি অপত্য কোষে পরিণত হয়। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে।
@@@ নিচের কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়?
(ক) ঈস্ট (খ) অ্যামিবা (গ) হাইড্রা (ঘ) ক ও খ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: কতক ঈস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়ার দ্বি-ভাজন প্রক্রিয়াও কতকটা অ্যামাইটোসিস এর মতোই। উভয় প্রক্রিয়া প্রায় সমার্থক।
@@@ কোন বিজ্ঞানীর মতে, অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে?
(ক) রবার্ট হুক (খ) লিউয়েন হুক (গ) ল্যামার্ক (ঘ) স্ট্রাসবার্জার উত্তর: (ঘ)
ব্যাখ্যা: বিজ্ঞানী স্ট্রাসবার্জার (১৮৯২) এর মতে, অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে।
কোনো কোনো এককোষী জীবের সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে এ প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ।
@@@ প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো-
(ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস (গ) মিয়োসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
ব্যাখ্যা: মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোসোমের একটি করে ক্রোমাটিড দু’দিকে দু’মেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। পরে দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদকোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণিকোষে প্লাজমামেমব্রেন ভেতরের দিকে ঢুকে গিয়ে সাইটোপ্লাজম দু’ভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষে পরিণত হয়।
@@@ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
(ক) ক্যারিওকাইনেসিস (খ) সাইটোকাইনেসিস (গ) প্লাজমোসিস (ঘ) গ্লাইকোলাইসিস উত্তর: (ক)
@@@ মাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে?
(ক) ক্যারিওকাইনেসিস (খ) সাইটোকাইনেসিস (গ) প্লাজমোসিস (ঘ) গ্লাইকোলাইসিস উত্তর: (খ)
ব্যাখ্যা: মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এ প্রক্রিয়ায় বিভক্ত কোষে ক্রোমোসোমের সংখ্যাগত, আকৃতিগত ও গুণগত কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ নতুন দুটি কোষের প্রতিটিতে ক্রোমোসোমের সংখ্যা, গুণাগুণ ও গঠনাকৃতি মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যা, গুণাগুণ ও গঠনাকৃতির অনুরূপ থাকে।
@@@ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম কতবার করে বিভক্ত হয়?
(ক) উভয়ই একবার (খ) নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোসোম একবার
(গ) উভয়ই দুইবার (ঘ) উভয়ই অসংখ্যবার উত্তর: (ক)
@@@ নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পেয়েছিলেন-
(ক) ফ্লেমিং (খ) শ্লাইখার (গ) রবার্ট হুক (ঘ) টর্টি উত্তর: (খ)
ব্যাখ্যা: এবং নাম দেন ক্যারিওকাইনেসিস।
@@@ মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করেন কে?
(ক) ওয়াল্টার ফ্লেমিং (খ) স্ট্রাসবার্জার (গ) টর্টি (ঘ) লিউয়েন হুক উত্তর: (ক)
@@@ মাইটোসিস কোথায় ঘটে?
(ক) উদ্ভিদের দেহ কোষে (খ) প্রাণীর দেহ কোষে
(গ) উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষে (ঘ) উদ্ভিদ ও প্রাণীর জনন মাতৃকোষে উত্তর: (গ)
ব্যাখ্যা: মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতাসম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, যেমন- উদ্ভিদের কান্ড বা তার শাখা-প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ-প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল।
@@@ জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে?
(ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস (গ) মিয়োসিস (ঘ) ক ও খ উত্তর: (খ)
@@@ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে কতটি ক্রোমাটিডে বিভক্ত হয়?
(ক) ২টি (খ) ৪টি (গ) ৬টি (ঘ) ৮টি উত্তর: (ক)
ব্যাখ্যা: প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোসোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমোসোম সংখ্যা সমান থাকে।
@@@ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
(ক) অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণসম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোসোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়
(খ) অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে
(গ) অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়
(ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
Comments
Post a Comment