@@ এই অঙ্গাণুটি প্রায় সব ধরনের কোষে দেখা গেলেও প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে।
(ক) পারঅক্সিসোম (খ) অক্সিসোম (গ) গ্লাইঅক্সিসোম (ঘ) সেন্ট্রোসোম উত্তর: (ক)
ব্যাখ্যা: অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিং-এর মাধ্যমে এরা তৈরি হয়। এরা এক আবরণী বিশিষ্ট, ব্যাস ০.২-১৭ মাইক্রোমিটার, ভেতরে দানাদার। এর ভেতরে ক্রিস্টাল বা দানার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। এর মধ্যে catalase প্রধান এনজাইম। এদেরকে মাইক্রোসোম নামেও অভিহিত করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ান সাইটোলজিস্ট Christian de Duve কোষের সাইটোপ্লাজম থেকে পারঅক্সিসোম অঙ্গাণুটি আবিষ্কার করেন।
@@ catalase এনজাইমের সাহায্যে H2O2 কে H2O ও O2 এ রূপান্তর করে কোষকে রক্ষা করে-
(ক) পারঅক্সিসোম (খ) অক্সিসোম (গ) গ্লাইঅক্সিসোম (ঘ) সেন্ট্রোসোম উত্তর: (ক)
@@ বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদেরকে দেখা যায়।
(ক) পারঅক্সিসোম (খ) অক্সিসোম (গ) গ্লাইঅক্সিসোম (ঘ) সেন্ট্রোসোম উত্তর: (গ)
ব্যাখ্যা: এদের কাজ হলো বীজের অঙ্কুরোদগমকালে লিপিডকে ভেঙ্গে গ্রহণোপযোগী চিনিতে পরিণত করা যাতে করে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য তৈরির আগ পর্যন্ত অঙ্কুরিত চারার বৃদ্ধি অব্যাহত থাকে। এরাও আবরণী বিশিষ্ট।
@@ কোষ গহ্বরকে বেষ্টনকারী পর্দাকে কি বলে?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) টনোপ্লাস্ট (ঘ) সেন্ট্রোসোম উত্তর: (গ)
ব্যাখ্যা: সাইটোপ্লাজমে দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাই কোষ গহ্বর। অপরিণত কোষে এদের সংখ্যা অনেক থাকে এবং আকারে অত্যন্ত ছোট থাকে। কিন্তু পরিণত উদ্ভিদ কোষে সবগুলো গহ্বর মিলিতভাবে একটি বড় আকৃতির গহ্বর সৃষ্টি করে। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা এ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টনোপ্লাস্ট বলে। এ পর্দা রাবার জাতীয়।
@@ কোষরসের কাজ নয়-
(ক) কোষরস ধারণ করে (খ) প্রয়োজনীয় এনজাইম ধারণ করে
(গ) কোষের অভ্যন্তরের pH রক্ষা করে (ঘ) কোষের ভেতরের পানির চাপ রক্ষা করে উত্তর: (খ)
ব্যাখ্যা: প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করে।
Thank u for this porst but there is a mistake there will be 1.7 in stead if 17..
ReplyDelete